কলকাতা, 13 ডিসেম্বর: সিবিআই (CBI) হেফাজতে রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে বগটুই কাণ্ডের (Bogtui Massacre) প্রধান অভিযুক্ত লালন শেখের (Lalan Shiekh Death) ৷ তাঁর স্ত্রী রেশমা বিবি সিবিআইয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন ৷ তাঁর দাবি, তাঁর কাছে ঘুষ চেয়েছে সিবিআই ৷ তাঁর অভিযোগের তির কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরোর তিন অফিসারের বিরুদ্ধে ।
এই নিয়ে বীরভূমের রামপুরহাট থানায় দায়ের করা একটি এফআইআর দায়ের হয়েছে ৷ ওই অভিযোগপত্রে রেশমা বিবি দাবি করেছেন যে তিনজন সিবিআই অফিসার - বিলাস, ভাস্কর এবং রাহুল তাঁর কাছে তাঁদের বাড়ির সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক দাবি করেছিলেন ৷ না হলে 50 লক্ষ টাকা দিতে বলা হয়েছিল ৷ টাকা দিলে এই ঘটনা থেকে তাঁদের বাঁচিয়ে দেওয়া হবে বলে ওই তিনজন জানিয়েছিলেন বলে এফআইআরে দাবি করেছেন রেশমা বিবি ৷
তিনি তিনজন অফিসারের বিরুদ্ধে তাঁর স্বামীকে সিবিআই হেফাজতে থাকার সময় মারাত্মকভাবে মারধর করার অভিযোগও করেছেন । রেশমা বিবি সাংবাদিকদের বলেন, "যদি আমার স্বামী আত্মহত্যা করে থাকেন, তাহলে তাঁর জামাকাপড় কোথায় ছিল ? আসলে, সিবিআই বুঝতে পেরেছিল যে আমার স্বামী যথাসময়ে আদালত থেকে মুক্ত হতেন এবং তাই তারা তাঁকে খুন করেছেন ৷" বীরভূম জেলা পুলিশ একটি মামলা নথিভুক্ত করে এই বিষয়ে তদন্ত শুরু করেছে ৷
এদিকে, মঙ্গলবার বীরভূমের রামপুরহাটে সিবিআই ক্যাম্প অফিসের সামনে স্থানীয় লোকেরা ধারাবাহিকভাবে বিক্ষোভ করে ৷ ওই ক্যাম্পেই সোমবার লালনের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ সেখানে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী ৷ তাদের সঙ্গেও বচসা হয় বিক্ষোভকারীদের ৷ ঘটনাস্থলে জেলা পুলিশও ৷
শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশাল পুলিশ বাহিনীও ঘটনাস্থলে ছুটে যায় । অন্যদিকে সিবিআইয়ের একজন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল-সহ সিবিআই অফিসাররা কার্যত ক্যাম্প অফিসে তালাবন্দি হয়ে পড়েন । এজেন্সির দুই আধিকারিক স্থানীয় আদালতে তাঁদের নির্ধারিত কাজেও যেতে পারেননি ৷
এছাড়া এই ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের (Judicial Inquiry) আর্জি জানানো হয়েছে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে । আর্জি জানানো হয়েছে, লালন শেখের মৃত্যুর বিচারবিভাগীয় তদন্ত হোক হাইকোর্টের বর্তমান বিচারপতির নজরদারিতে । মঙ্গলবার জনস্বার্থ মামলা (PIL) দায়ের করার আবেদন করা হয়েছে । মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফে । আগামিকাল শুনানির সম্ভাবনা রয়েছে ।
আরও পড়ুন: লালন শেখের মৃত্যুতে বিচারবিভাগীয় তদন্তের আর্জি কলকাতা হাইকোর্টে