বোলপুর, 13 নভেম্বর: শুধু এ পার বাংলা নয়, কাজী নজরুল ইসলামের 'কারার ওই লৌহ কপাট' গানের সুরবিকৃতিতে ক্ষিপ্ত বাংলাদেশেরও আপামর জনগণ । বাংলাদেশ থেকে ইটিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানালেন তাঁর নাতনি খিলখিল কাজী ৷ তিনি নজরুল ইসলামের বড় ছেলে সব্যসাচী কাজীর কন্যা । এই গান নিয়ে তাঁর প্রতিটি কথায় ঝরে পড়েছে তীব্র অসন্তোষের সুর ৷
প্রসঙ্গত, সম্প্রতি 'পিপ্পা' ছবিতে নজরুল ইসলামের জনপ্রিয় গান 'কারার ওই লৌহ কপাট'-এর সুর অদল বদল করে তা ব্যবহার করেছেন অস্কারজয়ী সুরকার এআর রহমান । তবে এই গান মুক্তি পাওয়ার পর থেকেই তা নিয়ে নিন্দার ঝড় উঠেছে সোশাল মিডিয়ায় ৷ সাধারণ মানুষ থেকে শুরু করে নামী সঙ্গীতশিল্পীরা - সবাই এই সুরবিকৃতিতে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করেছেন 'চেন্নাইয়ের মোৎজার্ট' হিসেবে পরিচিত রহমানকে ৷ তাঁর সৃষ্টির তীব্র সমালোচনা করেছেন বিদ্রোহী কবির নাতি কাজী অনির্বাণও ৷ এ বার বাংলাদেশ থেকে মুখ খুললেন নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী ৷
ঢাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল ইটিভি ভারত ৷ তিনি বলেন, "আমি অত্যন্ত মর্মাহত এই জন্য যে, কাজী নজরুল ইসলামের একটি কালজয়ী গান 'কারার ওই লৌহ কপাট' এ আর রহমানের মতো শিল্পী কীভাবে ভুল সুরে করেন । লিজেন্ডারি গানকে ভেঙে গুঁড়ো করে নিজের মতো করে নিলেন ! ওনাকে অনুমতি কে দিল ? আমরা তো দিইনি, কেউ জানিও না । এ আর রহমানের গান যদি কেউ এমন করতেন উনি কি ছেড়ে দিতেন ।"
তিনি আরও জানান, এই বিষয়ে কাজী নজরুল ইসলামের পরিবার-সহ বিভিন্ন ইনস্টিটিউট থেকে বাংলাদেশ সরকারের কাছে আবেদন করা হয়েছে, যাতে জাতীয় কবির লেখা গানের সুরবিকৃতি প্রসঙ্গে সরকারি ভাবে সুরকার এ আর রহমানের কাছে জানতে চাওয়া হয় ৷ খিলখিল কাজী বলেন, "কাজী নজরুল ইসলাম ভারতের পূর্ণ স্বাধীনতার কথা বলেছিলেন । জেল খেটেছিলেন ৷ এই তাঁর গানের পরিবর্তন বাঙালিকে অপমান করা ছাড়া আর কিছুই নয় ।"
আরও পড়ুন: