রামপুরহাট, 5 অগস্ট: দু’বছর বন্ধ থাকার কৌশিকী অমাবস্যায় খোলা থাকবে তারাপীঠ মন্দিরের (After 2 Years Tarapith Temple Are Open for Pilgrims) দরজা ৷ ফলে পুণ্যার্থীরা এ বার ওইদিন মন্দিরে পুজো দিতে পারবেন ৷ বৃহস্পতিবার রামপুরহাট মহকুমা শাসকের অফিসে কৌশিকী অমাবস্যার (Kaushik Amavasya 2022) পুজো নিয়ে বৈঠক হয় ৷ যেখানে ভক্তদের প্রবেশাধিকার থাকলেও, বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে ৷ মনে করা হচ্ছে, এ বছর প্রায় 5 লক্ষ ভক্ত তারাপীঠের মন্দিরে কৌশিকী অমাবস্যায় পুজো দিতে আসবেন ৷ 25 অগস্ট সকাল থেকে 26 অগস্ট পর্যন্ত কৌশিকী অমাবস্যার তিথি থাকবে বলে জানানো হয়েছে মন্দির কমিটির তরফে ৷
কথিত আছে, মহিষাসুর বধের পর শুম্ভ-নিশুম্ভের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন স্বর্গের দেবতারা ৷ শেষে দেবতারা মহামায়ার তপস্যা শুরু করেন ৷ সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবী নিজের কোষ থেকে আলোক জ্যোতি বিচ্ছুরিত করে দেবী রূপে আবির্ভূত হন ৷ নিজের কোষ থেকে বের হওয়ার জন্য দেবী কৌশিকী নামে পরিচিত ৷ তার পর কালী রূপ ধারণ করেন ৷ আবার শোনা যায়, কৌশিকী অমাবস্যার দিন তারাপীঠ মহাশ্মশানের শ্বেত শিমুল গাছের তলায় সাধক বামাক্ষ্যাপা সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন ৷ ফলে ওইদিন তারাপীঠে দেবীর পুজো দিলে এবং তারকা নদীতে স্নান করলে পুণ্য লাভ হয় এবং কুম্ভ স্নান হয় ৷
করোনার কারণে গত দু’বছর কৌশিকী অমাবস্যায় তারাপীঠের দরজা ভক্তদের জন্য বন্ধ ছিল ৷ তবে, এ বার মন্দিরের দরজা সাধারণ ভক্তদের জন্য খোলা থাকবে ৷ দু’বছর বন্ধ থাকার কারণে, এ বার কৌশিকী অমাবস্যায় পুণ্যার্থীদের সংখ্যা প্রায় 5 লক্ষ ছাড়িয়ে যাবে বলে মনে করছে স্থানীয় প্রশাসন ৷ তাই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে রামপুরহাট মহকুমা শাসকের দফতর ৷
আরও পড়ুন: ভক্তদের ছাড়াই শুরু তারাপীঠে কৌশিকী অমাবস্যার পুজো
এ নিয়ে জেলাশাসক বিধান রায় বলেন, ‘‘আমরা ধরে নিয়েছি এ বার 5 লক্ষ মানুষের সমাগম হবে ৷ তাই এই বিশেষ দু’দিন যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য সমস্ত স্তরের মানুষকে ডেকে বৈঠক করা হয়েছে ৷ আমরা চাই মানুষ নিশ্চিন্তে পুজো দিয়ে মনস্কামনা পূরণ করে বাড়ি ফিরে যাক ৷ বিদ্যুৎ ব্যবস্থা ঠিক রাখার জন্য ওই দফতরকে জানিয়ে দেওয়া হয়েছে ৷ দমকল পরিষেবা থাকছে, পানীয় জলের ব্যবস্থা রাখা হয়েছে ৷ তবে, স্নানের ক্ষেত্রে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে নদীতে ৷ নৌকা রাখা হবে সর্বক্ষণের জন্য ৷ থাকবে ডুবুরি ৷
আরও পড়ুন: দু'বছর পর তারাপীঠের মন্দিরে হল কুমারী পুজো
জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী বলেন, ‘‘মদ্যপ অবস্থায় ধরা পড়লে, পুলিশ কঠোর ব্যবস্থা নেবে ৷ তার জন্য একটি কমিটি গড়ে দেওয়া হবে ৷ এছাড়া তারাপীঠ মন্দির এবং সংলগ্ন এলাকায় শতাধিক সিসিটিভি লাগানো হবে ৷ সেই সঙ্গে থাকছে ড্রোন ৷ অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে ৷’’