ETV Bharat / state

Kajal Sheikh: বীরভূম জেলা পরিষদের সভাধিপতি হচ্ছেন অনুব্রতর যুযুধান কাজল শেখ - অনুব্রত মণ্ডল

Sabhadhipati of Birbhum Zilla Parishad: বীরভূম জেলা পরিষদের সভাধিপতি হচ্ছেন অনুব্রত মণ্ডলের যুযুধান নেতা কাজল শেখ ৷ তৃণমূল কংগ্রেস সূত্রে এই খবর পাওয়া গিয়েছে ৷

Kajal Sheikh
কাজল শেখ
author img

By

Published : Aug 15, 2023, 3:47 PM IST

সিউড়ি, 15 অগস্ট: বীরভূম জেলা পরিষদের সভাধিপতি হচ্ছেন অনুব্রত মণ্ডলের যুযুধান নেতা কাজল শেখ । এমনটাই তৃণমূল সূত্রে খবর । রাজ্যে পালাবদলের পর দু'বার জেলা সভাধিপতি ছিলেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী । তৃতীয়বারও তিনিই সভাধিপতি হচ্ছেন বলে জল্পনা ছিল । কিন্তু, অনুব্রতহীন বীরভূমের নতুন মুখ জেলা পরিষদের সভাধিপতি পদে বসতে চলেছে । এই বদলে অখুশি তৃণমূলের একাংশ ।

রাজ্যে পালাবদলের আগে বীরভূম তৃণমূলের জেলা সভাপতি ছিলেন অনুব্রত মণ্ডল ও জেলা যুব সভাপতি ছিলেন নানুরের তৃণমূল নেতা কাজল শেখ । পালাবদলের পর অনুব্রতর সঙ্গে দূরত্ব বাড়ে কাজলের । তারপর থেকে দলের কোনও পদেই ছিলেন না তিনি । এক প্রকার রাজনীতির মূল স্রোত থেকে ব্রাত্য ছিলেন কাজল । শুধুমাত্র নানুর ব্লকের দুটি গ্রামে সীমাবদ্ধ ছিল কাজল শেখের প্রতাপ । তবে নানুরের বিভিন্ন জায়গা অনুব্রত গোষ্ঠীর সঙ্গে কাজল শেখ গোষ্ঠীর লোকজনের মধ্যে প্রায় সময় বোমাবাজি, সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠত ।

বর্তমানে গোরু পাচার ও বেআইনি অর্থ পাচার মামলায় তিহাড় সংশোধনাগারে বন্দি অনুব্রত মণ্ডল । জেলার রাজনীতির হাল ধরতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটি গঠন করে দিয়েছিলেন । বীরভূম সফরে এসে নানুরের তৃণমূল নেতা তথা কেতুগ্রামের বিধায়ক শাহনওয়াজ শেখের ভাই কাজল শেখকে কোর কমিটির সদস্য করেন নেত্রী । আর এই প্রথম পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন কাজল । সম্ভবত, রাজ্যের মধ্যে সর্বাধিক 44 হাজারের বেশি ভোটে বিজেপি প্রার্থীকে পরাজিত করেন তিনি ৷

আরও পড়ুন: অনুব্রতহীন বীরভূমে কাজল শেখের দখলে নানুর, জয়ী 44 হাজার ভোটের ব্যবধানে

অনুব্রতহীন বীরভূমে তাঁরই যুযুধান এই নেতা এ বার জেলা সভাধিপতি পদে বসতে চলেছেন । পালাবদলের পর এই পদে ছিলেন অনুব্রত ঘনিষ্ঠ বিকাশ রায়চৌধুরী । বর্তমানে তিনি সিউড়ি বিধানসভার বিধায়ক । পাশাপাশি জেলা পরিষদের আসনে জয়ী প্রার্থী তিনি । তৃতীয়বারের জন্য তিনিই জেলা সভাধিপতি হচ্ছেন, এমনটাই জল্পনা ছিল ৷ কিন্তু, তৃণমূলের সূত্রের দাবি, নতুন মুখ কাজল শেখকে জেলা সভাধিপতি পদে বসাচ্ছে দল ৷ 16 অগস্ট বীরভূম জেলা পরিষদের বোর্ড গঠন ।

উল্লেখ্য, বীরভূম জেলা পরিষদের 52টি আসনের মধ্যে 51টি আসনে জয়ী তৃণমূল । একটি মাত্র আসনে জয়ী হয়েছে কংগ্রেস ৷

সিউড়ি, 15 অগস্ট: বীরভূম জেলা পরিষদের সভাধিপতি হচ্ছেন অনুব্রত মণ্ডলের যুযুধান নেতা কাজল শেখ । এমনটাই তৃণমূল সূত্রে খবর । রাজ্যে পালাবদলের পর দু'বার জেলা সভাধিপতি ছিলেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী । তৃতীয়বারও তিনিই সভাধিপতি হচ্ছেন বলে জল্পনা ছিল । কিন্তু, অনুব্রতহীন বীরভূমের নতুন মুখ জেলা পরিষদের সভাধিপতি পদে বসতে চলেছে । এই বদলে অখুশি তৃণমূলের একাংশ ।

রাজ্যে পালাবদলের আগে বীরভূম তৃণমূলের জেলা সভাপতি ছিলেন অনুব্রত মণ্ডল ও জেলা যুব সভাপতি ছিলেন নানুরের তৃণমূল নেতা কাজল শেখ । পালাবদলের পর অনুব্রতর সঙ্গে দূরত্ব বাড়ে কাজলের । তারপর থেকে দলের কোনও পদেই ছিলেন না তিনি । এক প্রকার রাজনীতির মূল স্রোত থেকে ব্রাত্য ছিলেন কাজল । শুধুমাত্র নানুর ব্লকের দুটি গ্রামে সীমাবদ্ধ ছিল কাজল শেখের প্রতাপ । তবে নানুরের বিভিন্ন জায়গা অনুব্রত গোষ্ঠীর সঙ্গে কাজল শেখ গোষ্ঠীর লোকজনের মধ্যে প্রায় সময় বোমাবাজি, সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠত ।

বর্তমানে গোরু পাচার ও বেআইনি অর্থ পাচার মামলায় তিহাড় সংশোধনাগারে বন্দি অনুব্রত মণ্ডল । জেলার রাজনীতির হাল ধরতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটি গঠন করে দিয়েছিলেন । বীরভূম সফরে এসে নানুরের তৃণমূল নেতা তথা কেতুগ্রামের বিধায়ক শাহনওয়াজ শেখের ভাই কাজল শেখকে কোর কমিটির সদস্য করেন নেত্রী । আর এই প্রথম পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন কাজল । সম্ভবত, রাজ্যের মধ্যে সর্বাধিক 44 হাজারের বেশি ভোটে বিজেপি প্রার্থীকে পরাজিত করেন তিনি ৷

আরও পড়ুন: অনুব্রতহীন বীরভূমে কাজল শেখের দখলে নানুর, জয়ী 44 হাজার ভোটের ব্যবধানে

অনুব্রতহীন বীরভূমে তাঁরই যুযুধান এই নেতা এ বার জেলা সভাধিপতি পদে বসতে চলেছেন । পালাবদলের পর এই পদে ছিলেন অনুব্রত ঘনিষ্ঠ বিকাশ রায়চৌধুরী । বর্তমানে তিনি সিউড়ি বিধানসভার বিধায়ক । পাশাপাশি জেলা পরিষদের আসনে জয়ী প্রার্থী তিনি । তৃতীয়বারের জন্য তিনিই জেলা সভাধিপতি হচ্ছেন, এমনটাই জল্পনা ছিল ৷ কিন্তু, তৃণমূলের সূত্রের দাবি, নতুন মুখ কাজল শেখকে জেলা সভাধিপতি পদে বসাচ্ছে দল ৷ 16 অগস্ট বীরভূম জেলা পরিষদের বোর্ড গঠন ।

উল্লেখ্য, বীরভূম জেলা পরিষদের 52টি আসনের মধ্যে 51টি আসনে জয়ী তৃণমূল । একটি মাত্র আসনে জয়ী হয়েছে কংগ্রেস ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.