রামপুরহাট, 4 এপ্রিল: প্রতিশ্রুতি মতোই বগটুই গণহত্যাকাণ্ডে নিহতদের পরিবারের 10 সদস্যকে চাকরি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় ৷ সোমবার নবান্নে নিহতেদের পরিবারের 10 সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী ৷
আরও পড়ুন: New IC in Rampurhat PS : সিবিআই তদন্তের মধ্যেই নতুন আইসি রামপুরহাট থানায়
এদিন নবান্নে সাংবাদিক সন্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামপুরহাট গণহত্যাকাণ্ডে দুঃখ প্রকাশ করে জানান, মৃত্যুর বিকল্প কখনওই চাকরি হয় না ৷ কেউ কেউ লুকিয়ে গিয়ে টাকা দেয় ৷ অথচ মানুষ যখন সত্যিকারের বিপদে পড়ে তখন তাদের সাহায্য করে না ৷ মানুষের বেঁচে থাকতে গেলে চাকরি এবং টাকার প্রয়োজন ৷ নিহতদের পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল যেন রামপুরহাটে চাকরি হয় তাদের ৷ ক্ষতিগ্রস্তদের অনুরোধ মেনেই রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিকের দফতরে চাকরি দেওয়া হয়েছে ৷ পাশাপাশি ক্ষতিগ্রস্তদের আগুনে পুড়ে যাওয়া সমস্ত সরকারি প্রকল্পের প্রয়োজনীয় নথিপত্রও নতুন করে তৈরি করে দেওয়ার জন্য জেলাশাসককে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ।
প্রসঙ্গত, রামপুর গণহত্যাকাণ্ডের পর এলাকায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয় ৷ সেখানেই ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন ৷ সেইসঙ্গে ক্ষতিগ্রস্তদের ভষ্মীভূত বাড়ি মেরামতের জন্য 2 লক্ষ টাকা দেন ৷ সেইসঙ্গে স্বজনহারাদের পরিবারপিছু 5 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ও পরিবারপিছু একজনের চাকরি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী ৷ এদিন চাকরি দিয়ে সেই কথা রাখলেন মুখ্যমন্ত্রী ৷