ETV Bharat / state

TMC Block President Resigned: মানিকের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই কি ইস্তফা দিতে বাধ্য বীরভূম তৃণমূলের ব্লক সভাপতি ? - বিভাসচন্দ্র অধিকারী

মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই কি ইস্তফা দিতে বাধ্য হলেন বীরভূম তৃণমূলের ব্লক সভাপতি (Birbhum TMC Block President) বিভাসচন্দ্র অধিকারী ? এই প্রশ্নই ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে ৷

Is Birbhum TMC Block President forced to resign due to his proximity with Manik Bhattacharya
মানিকের সঙ্গে ঘনিষ্টতার কারণেই কি ইস্তফা দিতে বাধ্য বীরভূম তৃণমূলের ব্লক সভাপতি ?
author img

By

Published : Oct 13, 2022, 4:26 PM IST

Updated : Oct 13, 2022, 5:32 PM IST

রামপুরহাট, 13 অক্টোবর: দলের বিরুদ্ধে ক্ষোভ নিয়েই তৃণমূলের ব্লক সভাপতি (Birbhum TMC Block President) পদ থেকে ইস্তফা দিলেন বিভাসচন্দ্র অধিকারী । তিনি দীর্ঘদিন ধরে বীরভূমের নলহাটি 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি ছিলেন । মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই তাঁকে পদত্যাগ করতে হল বলে মনে করছেন অনেকে ৷

তৃণমূলের কঠিন সময় থেকেই দলের সঙ্গে আছেন নলহাটির কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা বিভাসচন্দ্র অধিকারী । দল তাঁকে গুরুদায়িত্ব দিয়ে ব্লক সভাপতির পদে বসিয়েছিল । 2016 সালের বিধানসভা নির্বাচনে তাঁর নেতৃত্বে লড়াই করে পরাজিত হয়েছিলেন তৃণমূল প্রার্থী অসিত মাল । তিনি কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদের কাছে পরাজিত হন । তবে পঞ্চায়েত নির্বাচনে উন্নয়ন-দাপটে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সব আসনে জয়ী হয়েছিলেন । বিভাসচন্দ্রের নেতৃত্বেই 2021 এর বিধানসভা নির্বাচনে হাসন থেকে ফের জেতেন তৃণমূলের অশোক চট্টোপাধ্যায় ।

বছর দুয়েক আগে গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হন বিভাসচন্দ্র অধিকারী । দীর্ঘদিন কলকাতার একটি নার্সিংহোমে চিকিৎসা করিয়ে বাড়ি ফেরেন । তবে তারপর আর স্বাভাবিক ছন্দে ফিরতে পারেননি । সেই কারণ দেখিয়ে তিনি বুধবার দলের রামপুরহাট মহকুমা পর্যবেক্ষক ত্রিদিব ভট্টাচার্যের কাছে তাঁর পদত্যাগ পত্র জমা দেন । তবে দলের পক্ষ থেকে তাঁর পদত্যাগের কথা স্বীকার করা হয়নি ।

Is Birbhum TMC Block President forced to resign due to his proximity with Manik Bhattacharya
বিভাসচন্দ্র অধিকারীর পদত্যাগপত্র

আরও পড়ুন: মানিক কাদের থেকে 'ঘুষ' নিয়েছিলেন ? তালিকা তৈরি করছে সিবিআই

বিভাসচন্দ্র অধিকারী জানিয়েছেন, তাঁকে অন্ধকারে রেখে দল এলাকায় উন্নয়নের কাজ করছে । তাই পদত্যাগ করতে বাধ্য হয়েছেন । দলীয় সূত্রের খবর, প্রাক্তন পর্ষদ চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের সঙ্গে বিভাসচন্দ্রের ঘনিষ্ঠতা ছিল । বিষয়টি দলের সকলেই জানেন । সেই কারণেই তাঁকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করেছে ইডি ৷ তাঁকে 14 দিনের ইডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত ৷

রামপুরহাট, 13 অক্টোবর: দলের বিরুদ্ধে ক্ষোভ নিয়েই তৃণমূলের ব্লক সভাপতি (Birbhum TMC Block President) পদ থেকে ইস্তফা দিলেন বিভাসচন্দ্র অধিকারী । তিনি দীর্ঘদিন ধরে বীরভূমের নলহাটি 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি ছিলেন । মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই তাঁকে পদত্যাগ করতে হল বলে মনে করছেন অনেকে ৷

তৃণমূলের কঠিন সময় থেকেই দলের সঙ্গে আছেন নলহাটির কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা বিভাসচন্দ্র অধিকারী । দল তাঁকে গুরুদায়িত্ব দিয়ে ব্লক সভাপতির পদে বসিয়েছিল । 2016 সালের বিধানসভা নির্বাচনে তাঁর নেতৃত্বে লড়াই করে পরাজিত হয়েছিলেন তৃণমূল প্রার্থী অসিত মাল । তিনি কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদের কাছে পরাজিত হন । তবে পঞ্চায়েত নির্বাচনে উন্নয়ন-দাপটে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সব আসনে জয়ী হয়েছিলেন । বিভাসচন্দ্রের নেতৃত্বেই 2021 এর বিধানসভা নির্বাচনে হাসন থেকে ফের জেতেন তৃণমূলের অশোক চট্টোপাধ্যায় ।

বছর দুয়েক আগে গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হন বিভাসচন্দ্র অধিকারী । দীর্ঘদিন কলকাতার একটি নার্সিংহোমে চিকিৎসা করিয়ে বাড়ি ফেরেন । তবে তারপর আর স্বাভাবিক ছন্দে ফিরতে পারেননি । সেই কারণ দেখিয়ে তিনি বুধবার দলের রামপুরহাট মহকুমা পর্যবেক্ষক ত্রিদিব ভট্টাচার্যের কাছে তাঁর পদত্যাগ পত্র জমা দেন । তবে দলের পক্ষ থেকে তাঁর পদত্যাগের কথা স্বীকার করা হয়নি ।

Is Birbhum TMC Block President forced to resign due to his proximity with Manik Bhattacharya
বিভাসচন্দ্র অধিকারীর পদত্যাগপত্র

আরও পড়ুন: মানিক কাদের থেকে 'ঘুষ' নিয়েছিলেন ? তালিকা তৈরি করছে সিবিআই

বিভাসচন্দ্র অধিকারী জানিয়েছেন, তাঁকে অন্ধকারে রেখে দল এলাকায় উন্নয়নের কাজ করছে । তাই পদত্যাগ করতে বাধ্য হয়েছেন । দলীয় সূত্রের খবর, প্রাক্তন পর্ষদ চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের সঙ্গে বিভাসচন্দ্রের ঘনিষ্ঠতা ছিল । বিষয়টি দলের সকলেই জানেন । সেই কারণেই তাঁকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করেছে ইডি ৷ তাঁকে 14 দিনের ইডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত ৷

Last Updated : Oct 13, 2022, 5:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.