ETV Bharat / state

Amartya Sen Land Dispute: অমর্ত্য সেনকে 'উচ্ছেদের হুঁশিয়ারি'র প্রতিবাদ, শান্তিনিকেতনে মানববন্ধন-পথনাটক - অমর্ত্য সেনের জমি মামলা

বিশ্বভারতী কর্তৃপক্ষ অমর্ত্য সেনকে উচ্ছেদের হুঁশিয়ারি দিয়েছে ৷ তার বিরুদ্ধে পথে নেমেছেন বুদ্ধিজীবীরা ৷ সামাজিক মর্যাদা রক্ষা কমিটি আজ বিশ্বভারতীর সমবায় ব্যাংক পর্যন্ত পদযাত্রা করেন ৷

Protest for Amartya Sen
অমর্ত্য সেনের বিরুদ্ধে প্রতিবাদ
author img

By

Published : May 5, 2023, 3:58 PM IST

শান্তিনিকেতনে মানববন্ধন-পথনাটক সামাজিক মর্যাদা রক্ষা কমিটির

বোলপুর, 5 মে: অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে 'উচ্ছেদের হুঁশিয়ারি' দিয়েছে বিশ্বভারতী ৷ মানববন্ধন ও নাটকের মধ্য দিয়ে তার প্রতিবাদ হল শান্তিনিকেতনে । এদিন 'প্রতীচী' বাড়ি সংলগ্ন মোড় থেকে বিশ্বভারতীর সমবায় ব্যাংক পর্যন্ত পদযাত্রা করেন 'সামাজিক মর্যাদা রক্ষা কমিটি' ৷ পরে রাস্তার উপর 'রক্তকরবী' নাটক পরিবেশন করে প্রতীকী প্রতিবাদ করেন কমিটির সদস্যরা ৷ এই কর্মসূচির আয়োজক চিকিৎসক অভিজিৎ চৌধুরী বলেন, "আর কোনও উপায় ছিল না ৷ কয়েকদিন ধরে যে ভাষায়, যেভাবে, যে ভঙ্গিমায় শ্রদ্ধেয় অমর্ত্য সেনকে অপমান করা হচ্ছে, তা মেনে নেওয়া যায় না ৷ তাই প্রতিবাদে সামিল হয়েছি ।"

পালটা বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায় বলেন, "আমরা আদালতকে মর্যাদা দিই ৷ ম্যাজিস্ট্রেট অমর্ত্য সেনের প্রতীচী বাড়ির সামনে 144 ধারা জারি করেছে ৷ তা এখনও প্রত্যাহার করা হয়নি ৷" তাঁর প্রশ্ন, সেই ধারা লঙ্ঘন করে কী করে এত মানুষ জমায়েত করে কর্মসূচি করতে পারে ? আইন কি শুধু বিশ্বভারতীর জন্য ?

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন 13 ডেসিমেল জমি দখল করে রেখেছেন ৷ বিশ্বভারতী কর্তৃপক্ষের এই অভিযোগে নিন্দার ঝড় উঠেছে সমাজের উচ্চ থেকে নিম্ন, সর্বস্তরে ৷ পিতা আশুতোষ সেনের উইল অনুযায়ী উত্তরাধিকার সূত্রে জমি তাঁরই, দাবি করেন অমর্ত্য সেন ৷ ইতিমধ্যে এই মর্মে সিউড়ি জেলা আদালত ও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অর্থনীতিবিদ ৷ হাইকোর্ট বিশ্বভারতীর জমি খালি করার নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছে ৷

দিনের পর দিন বিশ্ববরেণ্য 'ভারতরত্ন' অমর্ত্য সেনকে 'জমি দখলকারি', 'জমি কব্জাকারি' প্রভৃতি শব্দে আখ্যা দেওয়া কার্যত তাঁকে হেনস্থা ও অবমাননা করা ৷ এই মর্মে অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের ভূমিকার প্রতিবাদে সরব হয়েছেন বিভিন্ন সংগঠন ৷ স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিপূর্ণ আন্দোলনের বার্তা দিয়েছেন ৷

শুক্রবার অমর্ত্য সেনকে উচ্ছেদের হুঁশিয়ারির প্রতিবাদে প্রতীচী বাড়ি সংলগ্ন শিক্ষাভবন মোড় থেকে পদযাত্রা করেন 'সামাজিক মর্যাদা রক্ষা কমিটি' ৷ কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে নাট্যকর্মী, সমাজকর্মী, অধ্যাপক, শিক্ষাবিদেরা অংশ নেন এই মানববন্ধন কর্মসূচিতে ৷ ছিলেন, শান্তিনিকেতনের আশ্রমিকেরাও ৷

আরও পড়ুন: অমর্ত্য সেনের জমি খালি করার নির্দেশের উপর স্থগিতাদেশ হাইকোর্টের

শান্তিনিকেতনে মানববন্ধন-পথনাটক সামাজিক মর্যাদা রক্ষা কমিটির

বোলপুর, 5 মে: অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে 'উচ্ছেদের হুঁশিয়ারি' দিয়েছে বিশ্বভারতী ৷ মানববন্ধন ও নাটকের মধ্য দিয়ে তার প্রতিবাদ হল শান্তিনিকেতনে । এদিন 'প্রতীচী' বাড়ি সংলগ্ন মোড় থেকে বিশ্বভারতীর সমবায় ব্যাংক পর্যন্ত পদযাত্রা করেন 'সামাজিক মর্যাদা রক্ষা কমিটি' ৷ পরে রাস্তার উপর 'রক্তকরবী' নাটক পরিবেশন করে প্রতীকী প্রতিবাদ করেন কমিটির সদস্যরা ৷ এই কর্মসূচির আয়োজক চিকিৎসক অভিজিৎ চৌধুরী বলেন, "আর কোনও উপায় ছিল না ৷ কয়েকদিন ধরে যে ভাষায়, যেভাবে, যে ভঙ্গিমায় শ্রদ্ধেয় অমর্ত্য সেনকে অপমান করা হচ্ছে, তা মেনে নেওয়া যায় না ৷ তাই প্রতিবাদে সামিল হয়েছি ।"

পালটা বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায় বলেন, "আমরা আদালতকে মর্যাদা দিই ৷ ম্যাজিস্ট্রেট অমর্ত্য সেনের প্রতীচী বাড়ির সামনে 144 ধারা জারি করেছে ৷ তা এখনও প্রত্যাহার করা হয়নি ৷" তাঁর প্রশ্ন, সেই ধারা লঙ্ঘন করে কী করে এত মানুষ জমায়েত করে কর্মসূচি করতে পারে ? আইন কি শুধু বিশ্বভারতীর জন্য ?

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন 13 ডেসিমেল জমি দখল করে রেখেছেন ৷ বিশ্বভারতী কর্তৃপক্ষের এই অভিযোগে নিন্দার ঝড় উঠেছে সমাজের উচ্চ থেকে নিম্ন, সর্বস্তরে ৷ পিতা আশুতোষ সেনের উইল অনুযায়ী উত্তরাধিকার সূত্রে জমি তাঁরই, দাবি করেন অমর্ত্য সেন ৷ ইতিমধ্যে এই মর্মে সিউড়ি জেলা আদালত ও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অর্থনীতিবিদ ৷ হাইকোর্ট বিশ্বভারতীর জমি খালি করার নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছে ৷

দিনের পর দিন বিশ্ববরেণ্য 'ভারতরত্ন' অমর্ত্য সেনকে 'জমি দখলকারি', 'জমি কব্জাকারি' প্রভৃতি শব্দে আখ্যা দেওয়া কার্যত তাঁকে হেনস্থা ও অবমাননা করা ৷ এই মর্মে অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের ভূমিকার প্রতিবাদে সরব হয়েছেন বিভিন্ন সংগঠন ৷ স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিপূর্ণ আন্দোলনের বার্তা দিয়েছেন ৷

শুক্রবার অমর্ত্য সেনকে উচ্ছেদের হুঁশিয়ারির প্রতিবাদে প্রতীচী বাড়ি সংলগ্ন শিক্ষাভবন মোড় থেকে পদযাত্রা করেন 'সামাজিক মর্যাদা রক্ষা কমিটি' ৷ কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে নাট্যকর্মী, সমাজকর্মী, অধ্যাপক, শিক্ষাবিদেরা অংশ নেন এই মানববন্ধন কর্মসূচিতে ৷ ছিলেন, শান্তিনিকেতনের আশ্রমিকেরাও ৷

আরও পড়ুন: অমর্ত্য সেনের জমি খালি করার নির্দেশের উপর স্থগিতাদেশ হাইকোর্টের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.