পাড়ুই, 4 এপ্রিল : কোয়ারান্টাইন সেন্টার খোলা নিয়ে পাড়ুইয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব । চলল গুলি, বোমাবাজি। পরিস্থিতির সামাল দিতে এলে পরে পুলিশের সঙ্গেও খণ্ডযুদ্ধ বাধে । ঘটনায় একজনের মৃত্যু হয়েছে । নাম শেখ সইফুদ্দিন ওরফে শ্যামবাবু। পায়ে গুলি লেগে জখম আরও এক ।
স্থানীয়দের একাংশের তরফে জানা গেছে, পাড়ুইয়ের তৃণমূল নেতৃত্বাধীন বনশঙ্কা গ্রাম পঞ্চায়েতের সদস্যরা চেয়েছিলেন পাড়ুইয়ের তালিবপুর গ্রামের হাইস্কুলে কোয়ারান্টাইন সেন্টার খোলা হোক । সেই মতো প্রস্তুতি চলছিল । কিন্তু তৃণমূলের আর এক গোষ্ঠী রাজি ছিল না এই কাজে । আজ এনিয়ে প্রথমে বচসা শুরু হয় দু'পক্ষের মধ্যে । কিছুক্ষণ পরই তা ভয়াবহ চেহারা নেয়। এলাকায় বোমাবাজি শুরু হয় । গুলি চলে । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । কিন্তু পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে একাংশ । পুলিশের সঙ্গেও খণ্ডযুদ্ধ বেধে যায় তাদের । পরে আরও পুলিশ ও কমব্যাট ফোর্স পৌঁছে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে ।
ঘটনায় শেখ সইফুদ্দিন নামে একজনের মৃত্যু হয়। পায়ে গুলি লেগে বর্তমানে অবিনাশপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন শেখ মহিবুল রহমান। কিন্তু স্থানীয়দের তরফে জানা গেছে আরও বেশ কয়েকজন জখম হয়েছেন। এখনও উত্তপ্ত তালিবপুর । মোতায়েন রয়েছে পুলিশ ।