ETV Bharat / state

দুই বাংলার সাংস্কৃতিক মেলবন্ধন শান্তিনিকেতনে - প্রাচী প্রতীচী আর্ট গ্যালারি ও NIP-র উদ্যোগে ইন্দো-বাংলাদেশ আর্ট ফেস্টিভাল

শান্তিনিকেতনের পঞ্চবন আর্ট রিসোর্টে চলছে ইন্দো-বাংলাদেশ আর্ট ফ্যস্টিভাল ও সাংস্কৃতিক অনুষ্ঠান । দুই বাংলার বিশেষ সক্ষম পড়ুয়ারা এই অনুষ্ঠানে অংশ নেন । খোলা আকাশের নিচে প্রকৃতির মাঝে চলছে চিত্র প্রদর্শনী ও কর্মশালা । দুই বাংলার প্রায় 35 জন শিল্পী এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন৷

indo bangladesh art festival
ইন্দো-বাংলাদেশ আর্ট ফ্যস্টিভাল
author img

By

Published : Jan 24, 2020, 11:27 PM IST

শান্তিনিকেতন, ২৪ জানুয়ারি : প্রকৃতির মাঝে ক্যানভ্যাসে আঁকা হচ্ছে ছবি । পাশে বসে শিল্পীরা গাইছেন রবীন্দ্রসংগীত । প্রাচী প্রতীচী আর্ট গ্যালারি ও NIP-র উদ্যোগে চলছে ইন্দো-বাংলাদেশ আর্ট ফেস্টিভাল ও সাংস্কৃতিক অনুষ্ঠান । দুই বাংলার প্রায় 35 জন শিল্পী এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন৷ দুই বাংলার বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।

পঞ্চবন আর্ট রিসোর্টে চলছে ইন্দো-বাংলাদেশ আর্ট ফ্যস্টিভাল ও সাংস্কৃতিক অনুষ্ঠান । বাংলাদেশ থেকে 15 জন শিল্পী, অধ্যাপক-অধ্যাপিকা এখানে অংশ নিয়েছেন । খোলা আকাশের নিচে প্রকৃতির মাঝে চলছে চিত্র প্রদর্শনী ও কর্মশালা । একই সঙ্গে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান । দুই বাংলার প্রতিবন্ধী পড়ুয়ারা রবীন্দ্রসংগীত গানের মধ্য দিয়ে এই কর্মশালায় ছবি আঁকছেন । এই অনুষ্ঠানের সূচনা করেন শিল্পী সুশোভন অধিকারী ।

indo bangladesh art festival
ক্যানভ্যাসে ফুটে উঠছে রঙ-বে-রঙের জগত


বাংলাদেশের খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা শান্তনা শাহরীণ বলেন, "দুই বাংলা যে পৃথক এটাই আমরা মেনে নিতে পারি না । শিল্প, সংস্কৃতির মধ্যদিয়ে এক ডোরে বাঁধা।" আয়োজকদের অন্যতম তাপস মল্লিক বলেন, "আমরা চাই শিল্প সংক্রামিত হোক। দুই বাংলার মধ্যে এই মেলবন্ধন এভাবেই অটুট থাকবে।"

প্রাচী প্রতীচী আর্ট গ্যালারি ও NIP-র উদ্যোগে ইন্দো-বাংলাদেশ আর্ট ফেস্টিভাল

গানে গানে ভরে যাচ্ছে বাতাস । ক্যানভ্যাসে ফুটে উঠছে রং-বেরঙের জগত । দুই বাংলার শিল্পীরা কথা বলতে বলতে সুর খুঁজে নিচ্ছেন গানে । ক্যানভ্যাসে ফুটিয়ে তুলছেন ছবি । অদৃশ্য ভালোবাসার বন্ধনে দুই বাংলার মানুষ ।

শান্তিনিকেতন, ২৪ জানুয়ারি : প্রকৃতির মাঝে ক্যানভ্যাসে আঁকা হচ্ছে ছবি । পাশে বসে শিল্পীরা গাইছেন রবীন্দ্রসংগীত । প্রাচী প্রতীচী আর্ট গ্যালারি ও NIP-র উদ্যোগে চলছে ইন্দো-বাংলাদেশ আর্ট ফেস্টিভাল ও সাংস্কৃতিক অনুষ্ঠান । দুই বাংলার প্রায় 35 জন শিল্পী এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন৷ দুই বাংলার বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।

পঞ্চবন আর্ট রিসোর্টে চলছে ইন্দো-বাংলাদেশ আর্ট ফ্যস্টিভাল ও সাংস্কৃতিক অনুষ্ঠান । বাংলাদেশ থেকে 15 জন শিল্পী, অধ্যাপক-অধ্যাপিকা এখানে অংশ নিয়েছেন । খোলা আকাশের নিচে প্রকৃতির মাঝে চলছে চিত্র প্রদর্শনী ও কর্মশালা । একই সঙ্গে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান । দুই বাংলার প্রতিবন্ধী পড়ুয়ারা রবীন্দ্রসংগীত গানের মধ্য দিয়ে এই কর্মশালায় ছবি আঁকছেন । এই অনুষ্ঠানের সূচনা করেন শিল্পী সুশোভন অধিকারী ।

indo bangladesh art festival
ক্যানভ্যাসে ফুটে উঠছে রঙ-বে-রঙের জগত


বাংলাদেশের খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা শান্তনা শাহরীণ বলেন, "দুই বাংলা যে পৃথক এটাই আমরা মেনে নিতে পারি না । শিল্প, সংস্কৃতির মধ্যদিয়ে এক ডোরে বাঁধা।" আয়োজকদের অন্যতম তাপস মল্লিক বলেন, "আমরা চাই শিল্প সংক্রামিত হোক। দুই বাংলার মধ্যে এই মেলবন্ধন এভাবেই অটুট থাকবে।"

প্রাচী প্রতীচী আর্ট গ্যালারি ও NIP-র উদ্যোগে ইন্দো-বাংলাদেশ আর্ট ফেস্টিভাল

গানে গানে ভরে যাচ্ছে বাতাস । ক্যানভ্যাসে ফুটে উঠছে রং-বেরঙের জগত । দুই বাংলার শিল্পীরা কথা বলতে বলতে সুর খুঁজে নিচ্ছেন গানে । ক্যানভ্যাসে ফুটিয়ে তুলছেন ছবি । অদৃশ্য ভালোবাসার বন্ধনে দুই বাংলার মানুষ ।

Intro:শান্তিনিকেতন, ২৪ জানুয়ারিঃ প্রাচী প্রতীচী আর্ট গ্যালারি ও এন আই পি-র উদ্যোগে চলছে ইন্দো-বাংলাদেশ আর্ট ফ্যস্টিভ্যাল ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দুই বাংলার প্রায় ৩৫ জন শিল্পী এখানে অংশ নিয়েছে৷ এছাড়া, দুই বাংলার বিশেষ চাহিদা সম্পন্নরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।

পঞ্চবন আর্ট রিসোর্টে চলছে দুই ইন্দো-বাংলাদেশ আর্ট ফ্যস্টিভ্যাল ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ থেকে ১৫ জন শিল্পী, অধ্যাপক-অধ্যাপিকা এখানে অংশ নিয়েছেন। খোলা আকাশের নীচে প্রকৃতির মাঝে চলছে চিত্র প্রদর্শনী ও আর্ট কর্মশালা। একই সঙ্গে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। দুই বাংলার প্রতিবন্ধী পড়ুয়ারা রবীন্দ্রসংগীত গানের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে সূচনা করেন। ছিলেন প্রখ্যাত চিত্রশিল্পী সুশোভন অধিকারী।
বাংলাদেশের খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা শান্তনা শাহরীণ বলেন, "দুই বাংলা যে পৃথক এটাই আমরা মেনে নিতে পারিনা। শিল্প, সংস্কৃতির মধ্যদিয়ে এক ডোরে বাঁধা।"
আয়োজকদের অন্যতম তাপস মল্লিক বলেন, "আমরা চাই শিল্প সংক্রমিত হোক। দুই বাংলার মধ্যে এই মেলবন্ধন এভাবেই অটুট থাকবে।"Body:শান্তিনিকেতন, ২৪ জানুয়ারিঃ প্রাচী প্রতীচী আর্ট গ্যালারি ও এন আই পি-র উদ্যোগে চলছে ইন্দো-বাংলাদেশ আর্ট ফ্যস্টিভ্যাল ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দুই বাংলার প্রায় ৩৫ জন শিল্পী এখানে অংশ নিয়েছে৷ এছাড়া, দুই বাংলার বিশেষ চাহিদা সম্পন্নরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।

পঞ্চবন আর্ট রিসোর্টে চলছে দুই ইন্দো-বাংলাদেশ আর্ট ফ্যস্টিভ্যাল ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ থেকে ১৫ জন শিল্পী, অধ্যাপক-অধ্যাপিকা এখানে অংশ নিয়েছেন। খোলা আকাশের নীচে প্রকৃতির মাঝে চলছে চিত্র প্রদর্শনী ও আর্ট কর্মশালা। একই সঙ্গে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। দুই বাংলার প্রতিবন্ধী পড়ুয়ারা রবীন্দ্রসংগীত গানের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে সূচনা করেন। ছিলেন প্রখ্যাত চিত্রশিল্পী সুশোভন অধিকারী।
বাংলাদেশের খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা শান্তনা শাহরীণ বলেন, "দুই বাংলা যে পৃথক এটাই আমরা মেনে নিতে পারিনা। শিল্প, সংস্কৃতির মধ্যদিয়ে এক ডোরে বাঁধা।"
আয়োজকদের অন্যতম তাপস মল্লিক বলেন, "আমরা চাই শিল্প সংক্রমিত হোক। দুই বাংলার মধ্যে এই মেলবন্ধন এভাবেই অটুট থাকবে।"Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.