ETV Bharat / state

Teachers Day Programme Controversy: শিক্ষক দিবসে ছাত্রছাত্রীদের কোমর জড়িয়ে নাচ, কলেজের অনুষ্ঠান ঘিরে বিতর্ক - college teachers day programme

হিন্দি গানে কোমর জড়িয়ে চলছে নাচ ৷ এভাবেই চলল ইলামবাজার এলাকায় অবস্থিত কবি জয়দেব মহাবিদ্যালয়ে শিক্ষক দিবসের অনুষ্ঠান(Teachers Day Programme Controversy)৷

ETV BHARAT
বীরভূমের জয়দেব মহাবিদ্যালয়ে শিক্ষক দিবসের অনুষ্ঠানে কুরুচিকর নাচ
author img

By

Published : Sep 6, 2022, 8:34 PM IST

ইলামবাজার, 6 সেপ্টেম্বর: শিক্ষক দিবসের অনুষ্ঠানে কুরুচিকর নাচ ঘিরে বিতর্ক ৷ বীরভূমের ইলামবাজার এলাকায় অবস্থিত কবি জয়দেব মহাবিদ্যালয়ে শিক্ষক দিবসের অনুষ্ঠানে পড়ুয়াদের কুরুচিকর নাচের ভিডিয়ো ভাইরাল হতেই উঠেছে নিন্দার ঝড়(Indecent Dance Controversy at College Teachers day Programme in Ilambazar)৷ এই কলেজের পরিচালন সমিতির সভাপতি খোদ রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংহ । যদিও, কলেজের অধ্যক্ষ কমিটি গঠন করে বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছেন ।

5 সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে ইলামবাজারের(Ilambazar college)কবি জয়দেব মহাবিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে পড়ুয়ারা । সেখানেই শ্রেণিকক্ষের মধ্যে হিন্দি গানে একে অপরকে জড়িয়ে ধরে উদ্দাম নৃত্য করতে দেখা যায় পড়ুয়াদের ৷ আর এই বিষয়ে কোনও প্রকার নজরদারি নেই কলেজ কর্তৃপক্ষের(college teachers day programme)। এই রকম কুরুচিকর নাচের কিছু ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক ৷ কবি জয়দেবের নামে এই কলেজ(Kabi Joydeb Mahavidyalaya) সেই কলেজে অপসংস্কৃতি পূর্ণ অনুষ্ঠান নিয়ে সরব হয়েছে বিজেপি ।

বীরভূমের জয়দেব মহাবিদ্যালয়ে শিক্ষক দিবসের অনুষ্ঠানে কুরুচিকর নাচ

আরও পড়ুন : প্রাথমিক স্কুল চত্বরে মঞ্চ বেঁধে উদ্দাম নাচ, টিচার ইনচার্জকে শোকজ

এই বিষয়ে বিজেপির ইলামবাজার মণ্ডল সভাপতি সুখদেব বিশ্বাস বলেন, "তৃণমূলের সংস্কৃতিই এটা । এই কলেজে ভালো ছেলেমেয়েরা পড়াশোনাই করতে পারে না ।" যদিও তৃণমূলের ইলামবাজার ব্লক সভাপতি ফজলুল রহমানের কথায়, "আমি বিষয়টা দেখছি ৷ শিক্ষা প্রতিষ্ঠানে যদি এই রকম ঘটনা ঘটে থাকে তবে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব ৷"

জয়দেব মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহাদেব দেশাই অবশ্য বলেন, "বিষয়টি আমার অজানা ৷ আমি ভিডিয়োগুলো সংগ্রহ করে একটা কমিটি গঠন করে তদন্ত করাব ৷ এই রকম হলে যা যা প্রয়োজন আমরা ব্যবস্থা নেব ।"

আরও পড়ুন : মালদায় রমরমিয়ে চলছে চটুল গান-স্বল্পবসনাদের নাচ

ইলামবাজার, 6 সেপ্টেম্বর: শিক্ষক দিবসের অনুষ্ঠানে কুরুচিকর নাচ ঘিরে বিতর্ক ৷ বীরভূমের ইলামবাজার এলাকায় অবস্থিত কবি জয়দেব মহাবিদ্যালয়ে শিক্ষক দিবসের অনুষ্ঠানে পড়ুয়াদের কুরুচিকর নাচের ভিডিয়ো ভাইরাল হতেই উঠেছে নিন্দার ঝড়(Indecent Dance Controversy at College Teachers day Programme in Ilambazar)৷ এই কলেজের পরিচালন সমিতির সভাপতি খোদ রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংহ । যদিও, কলেজের অধ্যক্ষ কমিটি গঠন করে বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছেন ।

5 সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে ইলামবাজারের(Ilambazar college)কবি জয়দেব মহাবিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে পড়ুয়ারা । সেখানেই শ্রেণিকক্ষের মধ্যে হিন্দি গানে একে অপরকে জড়িয়ে ধরে উদ্দাম নৃত্য করতে দেখা যায় পড়ুয়াদের ৷ আর এই বিষয়ে কোনও প্রকার নজরদারি নেই কলেজ কর্তৃপক্ষের(college teachers day programme)। এই রকম কুরুচিকর নাচের কিছু ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক ৷ কবি জয়দেবের নামে এই কলেজ(Kabi Joydeb Mahavidyalaya) সেই কলেজে অপসংস্কৃতি পূর্ণ অনুষ্ঠান নিয়ে সরব হয়েছে বিজেপি ।

বীরভূমের জয়দেব মহাবিদ্যালয়ে শিক্ষক দিবসের অনুষ্ঠানে কুরুচিকর নাচ

আরও পড়ুন : প্রাথমিক স্কুল চত্বরে মঞ্চ বেঁধে উদ্দাম নাচ, টিচার ইনচার্জকে শোকজ

এই বিষয়ে বিজেপির ইলামবাজার মণ্ডল সভাপতি সুখদেব বিশ্বাস বলেন, "তৃণমূলের সংস্কৃতিই এটা । এই কলেজে ভালো ছেলেমেয়েরা পড়াশোনাই করতে পারে না ।" যদিও তৃণমূলের ইলামবাজার ব্লক সভাপতি ফজলুল রহমানের কথায়, "আমি বিষয়টা দেখছি ৷ শিক্ষা প্রতিষ্ঠানে যদি এই রকম ঘটনা ঘটে থাকে তবে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব ৷"

জয়দেব মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহাদেব দেশাই অবশ্য বলেন, "বিষয়টি আমার অজানা ৷ আমি ভিডিয়োগুলো সংগ্রহ করে একটা কমিটি গঠন করে তদন্ত করাব ৷ এই রকম হলে যা যা প্রয়োজন আমরা ব্যবস্থা নেব ।"

আরও পড়ুন : মালদায় রমরমিয়ে চলছে চটুল গান-স্বল্পবসনাদের নাচ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.