বীরভূম, 25 মে : এক দিনে সাতজন কোরোনা ভাইরাসে আক্রান্ত বীরভূম জেলায়। এদিন বীরভূমের সাতজনের রিপোর্টে পজেটিভ মিলেছে। হু হু করে বীরভূম জেলায় বাড়ছে কোভিড 19-এ আক্রান্তের সংখ্যা। রীতিমত চিন্তায় জেলা প্রশাসন।
কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দীর্ঘদিন ধরে চলছে লকডাউন। গ্রিন জোনে ছিল বীরভূম জেলা। সদ্য অরেঞ্জ জোনে রয়েছে বীরভূম। পরিযায়ী শ্রমিকেরা যত ফিরছেন কোরোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা তত বাড়ছে জেলায়। মোট 27 জন ভাইরাসে আক্রান্ত বীরভূম জেলায়। তার মধ্যে ছয়জন সুস্থ হয়ে ফিরেছেন ইতিমধ্যে। এদিন নতুন করে সাতজন কোরোনা ভাইরাসে আক্রান্ত হন। প্রত্যেকে রিপোর্ট পজিটিভ মিলেছে। তাঁদের মধ্যে পাঁচজন রামপুরহাটের। যাঁদের বয়স 16 থেকে 32-এর মধ্যে। বাকি দুজন মহম্মদবাজার এলাকায়। তাঁদের বয়স 18 ও 20 বছর। এঁরা প্রত্যেকেই পরিযায়ী শ্রমিক। সদ্য জেলায় ফিরে কোয়ারানটিন সেন্টারে ছিলেন।
আপাতত বন্ধ হয়ে গিয়েছে বোলপুর মহকুমা হাসপাতালে ডায়ালিসিস বিভাগ। কারণ ডায়ালিসিস করতে এসে আক্রান্ত হয়েছেন একজন। এমনকি, বীরভূমের হাসপাতাল গুলিতে মানুষজন যেতে ভয় পাচ্ছেন। বীরভূম জেলায় হু হু করে বাড়তে শুরু করেছে কোরোনা ভাইরাসের সংক্রমণ। রীতিমতো চিন্তায় রয়েছে প্রশাসন। তবে প্রশাসনের তরফে সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়েছে। ত্রাণ শিবির, কোয়ারানটিন সেন্টার পর্যাপ্ত পরিমাণে রাখা হয়েছে। র্যাপিড টেস্টের মাধ্যমে চলছে লালারস পরীক্ষা।