বোলপুর, 18 অগস্ট : "এবার বিশ্বভারতীর ক্যাম্পাসে আমি মিটিং করব, পারলে রুখবে ৷" ফের হুঁশিয়ারি অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) । বুধবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুভাষ সরকারের (Subhas Sarkar) সঙ্গে বিজেপির জেলা সভাপতি-সহ অন্যান্য নেতৃত্বকে দেখা যায় বিশ্বভারতীর অনুষ্ঠানে । এরপরই কার্যত হুঁশিয়ারি দেন তৃণমূল জেলা সভাপতি ৷
এদিন বিশ্বভারতীর (Visva-Bharati University) কেন্দ্রীয় গ্রন্থাগারের সভাকক্ষে কেন্দ্রীয় শিক্ষানীতি নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার, বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । এছাড়াও অনুষ্ঠানে দেখা যায় বিজেপির বীরভূমে জেলা সভাপতি ধ্রুব সাহা-সহ অন্য বিজেপি নেতা-কর্মীদের, যা নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে ।
কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান বিশ্বভারতী বিজেপি নেতাদের উপস্থিতি দেখে কার্যত হুঁশিয়ারি দেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । তিনি বলেন, "বিশ্বভারতীতে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী আসতেই পারেন । কিন্তু বিজেপির জেলা সভাপতিকে নিয়ে মিটিং করলেন পাগল একটা ভিসি ৷ এবার থেকে বিশ্বভারতীর ক্যাম্পাসের ভিতর মিটিং আমি করব ৷ তৃণমূল কংগ্রেস মিটিং করবে ৷ কারণ ওটাকে তো পার্টির আখড়া করে দিল এই ভিসি । পারলে রুখবে । এবার বিশ্বভারতীর ভিতরে তৃণমূল মিটিং করবে ।" তিনি আরও বলেন, "কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী আসতেই পারেন ৷ কিন্তু বিজেপি নেতাদের ডেকে মিটিং করার অধিকার নেই ৷ পাগল ভিসি বলে এটা করল ।"
প্রসঙ্গত, এর আগেও একাধিকবার বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে নানা ভাবে হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছে অনুব্রতকে ৷ এমনকি, অনুব্রত মণ্ডলের হুঁশিয়ারির পর বিশ্বভারতী চত্বরে তৃণমূলের দলীয় পতাকাও লাগিয়ে দেওয়া হয়েছিল এক সময় ৷ এবার ফের অনুব্রতর হুঁশিয়ারি ।