ETV Bharat / state

TMC Workers Join Congress: অনুব্রতর গড়ে তৃণমূল ভেঙে কংগ্রেসে যোগদান 500 কর্মীর - তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান

শনিবার বীরভূম তৃণমূল কংগ্রেস ছাড়লেন 500 কর্মী-সমর্থক ৷ তাঁরা যোগ দিলেন কংগ্রেসে ৷ পঞ্চায়েতের আগে অনুব্রত মণ্ডলের গড় ক্রমশ চাপ বাড়ছে শাসক শিবিরের উপর ৷

TMC Workers Join Congress
TMC Workers Join Congress
author img

By

Published : Apr 8, 2023, 8:29 PM IST

অনুব্রতর গড়ে তৃণমূল ভেঙে কংগ্রেসে যোগদান 500 কর্মীর

নলহাটি (বীরভূম), 8 এপ্রিল: বীরভূমের তৃণমূলের সংগঠন দেখার দায়িত্ব নিজের কাছেই রেখেছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তবে খাতায় কলমে এখনও জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । প্রায় 8 মাস হতে চলল গরুপাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তিনি জেলে । তাও এখনও জেলা সভাপতি বদল করেনি তৃণমূল কংগ্রেস । তবে প্রায়ই অনুব্রতহীন বীরভূমে তৃণমূল কংগ্রেস ভাঙন দেখা যাচ্ছে । কখনও দলের মধ্যে দেখা কাছে দলীয় গোষ্ঠী কোন্দল, আবার কখনও দল ছেড়ে অন্য দলে যোগ দিচ্ছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা ।

শনিবার ফের তৃণমূল কংগ্রেসে ভাঙন দেখল বীরভূম । তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন প্রায় পাঁচশো জন কর্মী ও সমর্থক । বীরভূমের নলহাটি 2 ব্লকের হাঁসন বিধানসভার শীতলগ্রাম পঞ্চায়েতের বাঁধখেলা গ্রামের 11 নম্বর সংসদের তৃণমূলের সদস্য তাইজুদ্দিন শেখ (মধু) তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন । তাঁর নেতৃত্বেই বাকিরা কংগ্রেসের শিবিরে এলেন ৷

TMC Workers Join Congress
বীরভূমে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান

আজ শীতলগ্রাম পঞ্চায়েতের বাঁধখেলা মোড়ে একটি জনসভার আয়োজন করে তাঁদের যোগদান করায় কংগ্রেস । এই জনসভায় উপস্থিত ছিলেন বীরভূম কংগ্রেসের জেলা সভাপতি মিল্টন রশিদ, কংগ্রেস নেতা মনোজ চক্রবর্তী-সহ জেলা নেতৃত্ব । মঞ্চে তাইজুদ্দিন শেখ (মধু )-কে কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন মিল্টন রশিদ । সভা শেষে তিনি বলেন, "মধুদা কংগ্রেসের প্রতীকে জিতে শীতল গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়েছিলেন । তিনি ভুল করে তৃণমূল কংগ্রেসে চলে যান । ভুল বুঝতে পেরে আবার নিজের দলে ফিরে এসেছেন । আমরা তাঁকে স্বাগত জানাচ্ছি ।’’

যোগদানের পর তাইজুদ্দিন শেখ বলেন, "আমি 2013 থেকে প্রধান ছিলাম । 2018 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতা আমি তৃণমূলের মেম্বার হয়েছিলাম । তখন কোনও দলকে নমিনেশন করতে দেওয়া হয়নি । আমার সিলেক্টেড মেম্বার । চারিদিকে এত চুরি, সহ্য করতে না পেরে কংগ্রেসে যোগ দিলাম ।"

প্রসঙ্গত, অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ নলহাটি বিধানসভার বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিং-এর উপর ক্ষোভ প্রকাশ করে গত 24 মার্চ দল ছেড়ে ছিলেন নলহাটি 1 নম্বর ব্লকের বাউটিয়া পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মৃগাঙ্ক মণ্ডল । আবারও আজ রামপুরহাট মহকুমায় তৃণমূল কংগ্রেসের বড় ভাঙন হল । ফলে প্রশ্নের মুখে তৃণমূল জেলা নেতৃত্ব ।

TMC Workers Join Congress
বীরভূমে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান

এদিকে চলতি মাসেই ফের বীরভূম সফরে আসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে, এখনও চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি ৷ জানা গিয়েছে, দেউচা-পাচামির খোলামুখ কয়লা খনি প্রকল্প-সহ একাধিক বিষয় নিয়ে প্রশাসনিক বৈঠক করতে পারেন তিনি ৷ এছাড়া, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে অনুব্রতহীন বীরভূমে সাংগঠনিক বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো ৷

আরও পড়ুন: বীরভূম তৃণমূলে ভাঙন, সমর্থকদের নিয়ে কংগ্রেসে যোগ বিক্ষুব্ধ নেতার

অনুব্রতর গড়ে তৃণমূল ভেঙে কংগ্রেসে যোগদান 500 কর্মীর

নলহাটি (বীরভূম), 8 এপ্রিল: বীরভূমের তৃণমূলের সংগঠন দেখার দায়িত্ব নিজের কাছেই রেখেছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তবে খাতায় কলমে এখনও জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । প্রায় 8 মাস হতে চলল গরুপাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তিনি জেলে । তাও এখনও জেলা সভাপতি বদল করেনি তৃণমূল কংগ্রেস । তবে প্রায়ই অনুব্রতহীন বীরভূমে তৃণমূল কংগ্রেস ভাঙন দেখা যাচ্ছে । কখনও দলের মধ্যে দেখা কাছে দলীয় গোষ্ঠী কোন্দল, আবার কখনও দল ছেড়ে অন্য দলে যোগ দিচ্ছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা ।

শনিবার ফের তৃণমূল কংগ্রেসে ভাঙন দেখল বীরভূম । তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন প্রায় পাঁচশো জন কর্মী ও সমর্থক । বীরভূমের নলহাটি 2 ব্লকের হাঁসন বিধানসভার শীতলগ্রাম পঞ্চায়েতের বাঁধখেলা গ্রামের 11 নম্বর সংসদের তৃণমূলের সদস্য তাইজুদ্দিন শেখ (মধু) তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন । তাঁর নেতৃত্বেই বাকিরা কংগ্রেসের শিবিরে এলেন ৷

TMC Workers Join Congress
বীরভূমে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান

আজ শীতলগ্রাম পঞ্চায়েতের বাঁধখেলা মোড়ে একটি জনসভার আয়োজন করে তাঁদের যোগদান করায় কংগ্রেস । এই জনসভায় উপস্থিত ছিলেন বীরভূম কংগ্রেসের জেলা সভাপতি মিল্টন রশিদ, কংগ্রেস নেতা মনোজ চক্রবর্তী-সহ জেলা নেতৃত্ব । মঞ্চে তাইজুদ্দিন শেখ (মধু )-কে কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন মিল্টন রশিদ । সভা শেষে তিনি বলেন, "মধুদা কংগ্রেসের প্রতীকে জিতে শীতল গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়েছিলেন । তিনি ভুল করে তৃণমূল কংগ্রেসে চলে যান । ভুল বুঝতে পেরে আবার নিজের দলে ফিরে এসেছেন । আমরা তাঁকে স্বাগত জানাচ্ছি ।’’

যোগদানের পর তাইজুদ্দিন শেখ বলেন, "আমি 2013 থেকে প্রধান ছিলাম । 2018 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতা আমি তৃণমূলের মেম্বার হয়েছিলাম । তখন কোনও দলকে নমিনেশন করতে দেওয়া হয়নি । আমার সিলেক্টেড মেম্বার । চারিদিকে এত চুরি, সহ্য করতে না পেরে কংগ্রেসে যোগ দিলাম ।"

প্রসঙ্গত, অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ নলহাটি বিধানসভার বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিং-এর উপর ক্ষোভ প্রকাশ করে গত 24 মার্চ দল ছেড়ে ছিলেন নলহাটি 1 নম্বর ব্লকের বাউটিয়া পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মৃগাঙ্ক মণ্ডল । আবারও আজ রামপুরহাট মহকুমায় তৃণমূল কংগ্রেসের বড় ভাঙন হল । ফলে প্রশ্নের মুখে তৃণমূল জেলা নেতৃত্ব ।

TMC Workers Join Congress
বীরভূমে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান

এদিকে চলতি মাসেই ফের বীরভূম সফরে আসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে, এখনও চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি ৷ জানা গিয়েছে, দেউচা-পাচামির খোলামুখ কয়লা খনি প্রকল্প-সহ একাধিক বিষয় নিয়ে প্রশাসনিক বৈঠক করতে পারেন তিনি ৷ এছাড়া, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে অনুব্রতহীন বীরভূমে সাংগঠনিক বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো ৷

আরও পড়ুন: বীরভূম তৃণমূলে ভাঙন, সমর্থকদের নিয়ে কংগ্রেসে যোগ বিক্ষুব্ধ নেতার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.