ETV Bharat / state

কোরোনা আতঙ্ক; বিশ্বভারতীর বসন্ত উৎসব বাতিলে শোকের ছায়া - birbhum

এই বছর ভিড় সামাল দেওয়ার জন্য আশ্রম মাঠ ছেড়ে পৌষ মেলার মাঠে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছিল । কিন্তু শেষ মুহূর্তে কোরোনা আতঙ্কের জেরে বাতিল হল বিশ্বভারতীর বসন্ত উৎসব । শোকাহত পড়ুয়ারা ৷

Holi festival cancelled in Biswabharati due to Corona virus
বিশ্বভারতীর বসন্ত উৎসব বাতিলে শোকের ছায়া পড়ুয়াদের
author img

By

Published : Mar 7, 2020, 3:52 AM IST

শান্তিনিকেতন, 7 মার্চ : করোনা আতঙ্কের জেরে বাতিল বিশ্বভারতীর ঐতিহ্যবাহী বসন্ত উৎসব । বসন্ত উৎসব বাতিল হওয়ায় বিশ্বভারতীর সংগীত ভবনে শোকের ছায়া । উৎসব বাতিলের খবর ছড়িয়ে পড়তেই কান্নায় ভেঙে পড়লেন মহড়ারত পড়ুয়ারা ৷ দীর্ঘদিনের প্রস্তুতি বিফলে গেল বলে মনে করছেন তাঁরা ৷

আগেই টুইট করে হোলিতে অংশ না নেওয়ার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । কোরোনা ভাইরাসের জেরে কোনওরকম জমায়েত করা যাবে না, এমনটাই বিজ্ঞপ্তি দিয়ে প্রতিটি বিশ্ববিদ্যালয়কে জানিয়েছে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক । সেইমতো বাঁশ , মঞ্চ খোলার কাজ শুরু হয়ে গেছে । আদৌ বসন্ত উৎসব হচ্ছে কি না এই নিয়ে শুরু হয় জল্পনা । এবিষয়ে বিশ্বভারতীর রথীন্দ্র অতিথি গৃহে গতকাল দুপুর তিনটে থেকে শুরু হয় বিশ্বভারতীর কর্মসমিতির বৈঠক । উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর তত্ত্বাবধানে দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা চলে বৈঠক ৷ স্থির হয় এবছর বসন্ত উৎসব বাতিল করা হবে । পরবর্তীকালে বসন্ত উৎসব হবে কি না এই বিষয়েও চিন্তা-ভাবনা করবে বিশ্বভারতী কর্তৃপক্ষ ।

উৎসব বাতিলের খবর ছড়িয়ে পড়তেই কান্নায় ভেঙে পড়লেন পড়ুয়ারা

এই বছর ভিড় সামাল দেওয়ার জন্য আশ্রম মাঠ ছেড়ে পৌষ মেলার মাঠে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছিল । এই প্রথম 82 লাখ টাকা বরাদ্দ করে রাজ্য সরকার বসন্ত উৎসবের আয়োজন করেছিল । সেই মত প্রায় সমস্ত রকম প্রস্তুতি হয়ে গিয়েছিল । শেষ মুহূর্তে বাতিল হল সেই অনুষ্ঠান । রাষ্ট্রপতি মনোনীত বিশ্বভারতীর কর্মসমিতির সদস্য সুশোভন বন্দ্যোপাধ্যায় বলেন, " কোরোনা ভাইরাস সংক্রমণের কথা মাথায় রেখে এবার বাতিল করা হল বসন্ত উৎসব । "

শান্তিনিকেতন, 7 মার্চ : করোনা আতঙ্কের জেরে বাতিল বিশ্বভারতীর ঐতিহ্যবাহী বসন্ত উৎসব । বসন্ত উৎসব বাতিল হওয়ায় বিশ্বভারতীর সংগীত ভবনে শোকের ছায়া । উৎসব বাতিলের খবর ছড়িয়ে পড়তেই কান্নায় ভেঙে পড়লেন মহড়ারত পড়ুয়ারা ৷ দীর্ঘদিনের প্রস্তুতি বিফলে গেল বলে মনে করছেন তাঁরা ৷

আগেই টুইট করে হোলিতে অংশ না নেওয়ার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । কোরোনা ভাইরাসের জেরে কোনওরকম জমায়েত করা যাবে না, এমনটাই বিজ্ঞপ্তি দিয়ে প্রতিটি বিশ্ববিদ্যালয়কে জানিয়েছে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক । সেইমতো বাঁশ , মঞ্চ খোলার কাজ শুরু হয়ে গেছে । আদৌ বসন্ত উৎসব হচ্ছে কি না এই নিয়ে শুরু হয় জল্পনা । এবিষয়ে বিশ্বভারতীর রথীন্দ্র অতিথি গৃহে গতকাল দুপুর তিনটে থেকে শুরু হয় বিশ্বভারতীর কর্মসমিতির বৈঠক । উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর তত্ত্বাবধানে দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা চলে বৈঠক ৷ স্থির হয় এবছর বসন্ত উৎসব বাতিল করা হবে । পরবর্তীকালে বসন্ত উৎসব হবে কি না এই বিষয়েও চিন্তা-ভাবনা করবে বিশ্বভারতী কর্তৃপক্ষ ।

উৎসব বাতিলের খবর ছড়িয়ে পড়তেই কান্নায় ভেঙে পড়লেন পড়ুয়ারা

এই বছর ভিড় সামাল দেওয়ার জন্য আশ্রম মাঠ ছেড়ে পৌষ মেলার মাঠে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছিল । এই প্রথম 82 লাখ টাকা বরাদ্দ করে রাজ্য সরকার বসন্ত উৎসবের আয়োজন করেছিল । সেই মত প্রায় সমস্ত রকম প্রস্তুতি হয়ে গিয়েছিল । শেষ মুহূর্তে বাতিল হল সেই অনুষ্ঠান । রাষ্ট্রপতি মনোনীত বিশ্বভারতীর কর্মসমিতির সদস্য সুশোভন বন্দ্যোপাধ্যায় বলেন, " কোরোনা ভাইরাস সংক্রমণের কথা মাথায় রেখে এবার বাতিল করা হল বসন্ত উৎসব । "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.