ETV Bharat / state

অনুব্রতর সঙ্গে কি দূরত্ব কমল শতাব্দীর ? - Birbhum news

অনুব্রত মণ্ডলের সঙ্গে দূরত্ব কি আদৌ কমেছে ? কি বললেন সাংসদ শতাব্দী রায় ?

শতাব্দী রায়
শতাব্দী রায়
author img

By

Published : Jan 17, 2021, 9:22 PM IST

রামপুরহাট 17, জানুয়ারি : "বাধা না দেওয়া আর না ডাকার অনেক তফাৎ আছে।" অনুব্রত মণ্ডলের মন্তব্যের প্রেক্ষিতে আজ এই কথাই বললেন সাংসদ শতাব্দী রায় । সম্প্রতি সোশাল মিডিয়ায় দলের প্রতি ক্ষোভ উগরে দিয়েছিলেন সাংসদ । যদিও পরে দলের সঙ্গে আলোচনায় সমস্যার সমাধানের আশ্বাস পেয়ে তৃণমূলে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন সাংসদ ।

দলের প্রতি শতাব্দী রায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে প্রশ্ন করলে তিনি বলেছিলেন, "আমি কাউকে ডাকি না । যাঁর ইচ্ছা তিনি নিজেই আসবেন । বিধানসভা ভোটে শতাব্দী নিজের এলাকা ঘুরতেই পারেন। বোলপুরের সাংসদ অসিত মাল কী করে আসছেন?"

এই মন্তব্যের উত্তরে আজ শতাব্দী রায় বলেন, "বাধা না দেওয়া আর না ডাকার মধ্যে অনেক তফাৎ আছে । কোথাও ডাকলে যাবেন, নাকি না ডাকলেও যাবেন; এটি প্রত্যেকের নিজস্ব ব্যাপার ।"

কী বললেন শতাব্দী রায় ?

আরও পড়ুন : শতাব্দী বিধানসভা নির্বাচনের প্রচারে নামতে চাইলে নামবেন : অনুব্রত

এর আগে অনুব্রত মণ্ডল বলেছিলেন, "শতাব্দী বিধানসভা নির্বাচনে প্রচারে নামতে চাইলে নামবেন । কোরোনা হয়েছিল ওই জন্য আসতে পারেননি ।"

আজ শতাব্দীকে যখন প্রশ্ন করা হয়, তিনি অনুব্রত মণ্ডলের ডাকে নির্বাচনের প্রচারে নামবেন, না কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে নামবেন, সেই বিষয়ে উত্তর দিতে গিয়ে বেশ সাবধানে অনুব্রতবাবুর প্রসঙ্গ এড়িয়ে যান সাংসদ ।

রামপুরহাট 17, জানুয়ারি : "বাধা না দেওয়া আর না ডাকার অনেক তফাৎ আছে।" অনুব্রত মণ্ডলের মন্তব্যের প্রেক্ষিতে আজ এই কথাই বললেন সাংসদ শতাব্দী রায় । সম্প্রতি সোশাল মিডিয়ায় দলের প্রতি ক্ষোভ উগরে দিয়েছিলেন সাংসদ । যদিও পরে দলের সঙ্গে আলোচনায় সমস্যার সমাধানের আশ্বাস পেয়ে তৃণমূলে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন সাংসদ ।

দলের প্রতি শতাব্দী রায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে প্রশ্ন করলে তিনি বলেছিলেন, "আমি কাউকে ডাকি না । যাঁর ইচ্ছা তিনি নিজেই আসবেন । বিধানসভা ভোটে শতাব্দী নিজের এলাকা ঘুরতেই পারেন। বোলপুরের সাংসদ অসিত মাল কী করে আসছেন?"

এই মন্তব্যের উত্তরে আজ শতাব্দী রায় বলেন, "বাধা না দেওয়া আর না ডাকার মধ্যে অনেক তফাৎ আছে । কোথাও ডাকলে যাবেন, নাকি না ডাকলেও যাবেন; এটি প্রত্যেকের নিজস্ব ব্যাপার ।"

কী বললেন শতাব্দী রায় ?

আরও পড়ুন : শতাব্দী বিধানসভা নির্বাচনের প্রচারে নামতে চাইলে নামবেন : অনুব্রত

এর আগে অনুব্রত মণ্ডল বলেছিলেন, "শতাব্দী বিধানসভা নির্বাচনে প্রচারে নামতে চাইলে নামবেন । কোরোনা হয়েছিল ওই জন্য আসতে পারেননি ।"

আজ শতাব্দীকে যখন প্রশ্ন করা হয়, তিনি অনুব্রত মণ্ডলের ডাকে নির্বাচনের প্রচারে নামবেন, না কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে নামবেন, সেই বিষয়ে উত্তর দিতে গিয়ে বেশ সাবধানে অনুব্রতবাবুর প্রসঙ্গ এড়িয়ে যান সাংসদ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.