ETV Bharat / state

Hanging Body of Engineer Recovered : আবাসন থেকে উদ্ধার সরকারি ইঞ্জিনিয়ারের ঝুলন্ত দেহ, চাঞ্চল্য সিউড়িতে - Hanging Body of an Engineer Recovered

সিউড়ির এক আবাসন থেকে সরকারি ইঞ্জিনিয়ারের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য (hanging body of an engineer recovered from an apartment at suri) ৷ মৃত ওই সরকারি ইঞ্জিনিয়ারের নাম স্বপনকান্তি মণ্ডল (43) । তিনি হাওড়ার আন্দুলের বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে ৷

suri
সিউড়ির এক আবাসন থেকে ইঞ্জিনিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার
author img

By

Published : Dec 22, 2021, 9:43 PM IST

সিউড়ি, 22 ডিসেম্বর : বীরভূমের সিউড়িতে আবাসন থেকে উদ্ধার হল সরকারি ইঞ্জিনিয়ারের ঝুলন্ত দেহ । বুধবার সিউড়ির (suri news) ডাঙালপাড়ার একটি আবাসনে এই ঘটনা ঘটে ৷ খবর পেয়ে পুলিশ এবং দমকল বাহিনী এসে ওই ঝুলন্ত দেহ উদ্ধার করে (hanging body of an engineer recovered from an apartment at suri) । জানা গিয়েছে, মৃত ওই সরকারি ইঞ্জিনিয়ারের নাম স্বপনকান্তি মণ্ডল (43) । তিনি হাওড়ার আন্দুলের বাসিন্দা ছিলেন । সিউড়িতে ডাঙালপাড়ায় এই আবাসন তৈরি হওয়ার পর থেকে তিনি সেখানেই বসবাস করতেন ।

বুধবার সকালে ওই আবাসনের থাকা অন্য ভাড়াটিয়ারা লক্ষ্য করেন দশটা বেজে গেলেও তার ঘরের দরজা বন্ধ রয়েছে । জানলার ফাঁক দিয়ে দেখা যায় ওই ইঞ্জিনিয়ারের ঝুলন্ত দেহ । তড়িঘড়ি আবাসন কর্তৃপক্ষকে খবর দেওয়া হলে তাঁরা সিউড়ি থানায় খবর দেন । পুলিশ এবং দমকল বাহিনী এসে ওই ইঞ্জিনিয়ারের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ।

আরও পড়ুন : Groom Unnatural Death in Howrah: বৌভাতের পরদিন বরের ঝুলন্ত দেহ উদ্ধার

আবাসন কর্তৃপক্ষ জিৎ চক্রবর্তী বলেন, "এই মাসের দু'তিন তারিখ করেই উনি আবাসনের ভাড়া আমাদের পেমেন্ট করেছিলেন । আমাদের সঙ্গে কেবল ওই ভাড়া দেওয়া-নেওয়াতেই হোয়াটস্ অ্যাপে কথা হত ৷ কেবলমাত্র পেমেন্টের সময় উনি অনলাইনে পেমেন্ট করে আমাদের জানিয়ে দিতেন । তারপরে আর যোগাযোগ ছিল না ৷ উনি কেন এমন করলেন তা বলা খুব কঠিন ।"

সিউড়ির এক আবাসন থেকে ইঞ্জিনিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার

পূর্ত দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার উৎপল চৌধুরী বলেন, উনি আমাদের অ্যাসোসিয়েশনের সদস্য । মাঝে মাঝে দেখা হত । হাসিখুশি লোক ছিলেন উনি । কিন্তু কেন এমন পথ বেছে নিলেন তা বলা খুবই দুরূহ । উনি অবশ্য আমাদের জেলায় খুব বেশিদিন কাজে যোগ দেননি ।"

আরও পড়ুন : Garfa Hanging Body : ফ্ল্যাটের ছাদ থেকে পরিচারিকার ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য গড়ফায়

সিউড়ি, 22 ডিসেম্বর : বীরভূমের সিউড়িতে আবাসন থেকে উদ্ধার হল সরকারি ইঞ্জিনিয়ারের ঝুলন্ত দেহ । বুধবার সিউড়ির (suri news) ডাঙালপাড়ার একটি আবাসনে এই ঘটনা ঘটে ৷ খবর পেয়ে পুলিশ এবং দমকল বাহিনী এসে ওই ঝুলন্ত দেহ উদ্ধার করে (hanging body of an engineer recovered from an apartment at suri) । জানা গিয়েছে, মৃত ওই সরকারি ইঞ্জিনিয়ারের নাম স্বপনকান্তি মণ্ডল (43) । তিনি হাওড়ার আন্দুলের বাসিন্দা ছিলেন । সিউড়িতে ডাঙালপাড়ায় এই আবাসন তৈরি হওয়ার পর থেকে তিনি সেখানেই বসবাস করতেন ।

বুধবার সকালে ওই আবাসনের থাকা অন্য ভাড়াটিয়ারা লক্ষ্য করেন দশটা বেজে গেলেও তার ঘরের দরজা বন্ধ রয়েছে । জানলার ফাঁক দিয়ে দেখা যায় ওই ইঞ্জিনিয়ারের ঝুলন্ত দেহ । তড়িঘড়ি আবাসন কর্তৃপক্ষকে খবর দেওয়া হলে তাঁরা সিউড়ি থানায় খবর দেন । পুলিশ এবং দমকল বাহিনী এসে ওই ইঞ্জিনিয়ারের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ।

আরও পড়ুন : Groom Unnatural Death in Howrah: বৌভাতের পরদিন বরের ঝুলন্ত দেহ উদ্ধার

আবাসন কর্তৃপক্ষ জিৎ চক্রবর্তী বলেন, "এই মাসের দু'তিন তারিখ করেই উনি আবাসনের ভাড়া আমাদের পেমেন্ট করেছিলেন । আমাদের সঙ্গে কেবল ওই ভাড়া দেওয়া-নেওয়াতেই হোয়াটস্ অ্যাপে কথা হত ৷ কেবলমাত্র পেমেন্টের সময় উনি অনলাইনে পেমেন্ট করে আমাদের জানিয়ে দিতেন । তারপরে আর যোগাযোগ ছিল না ৷ উনি কেন এমন করলেন তা বলা খুব কঠিন ।"

সিউড়ির এক আবাসন থেকে ইঞ্জিনিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার

পূর্ত দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার উৎপল চৌধুরী বলেন, উনি আমাদের অ্যাসোসিয়েশনের সদস্য । মাঝে মাঝে দেখা হত । হাসিখুশি লোক ছিলেন উনি । কিন্তু কেন এমন পথ বেছে নিলেন তা বলা খুবই দুরূহ । উনি অবশ্য আমাদের জেলায় খুব বেশিদিন কাজে যোগ দেননি ।"

আরও পড়ুন : Garfa Hanging Body : ফ্ল্যাটের ছাদ থেকে পরিচারিকার ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য গড়ফায়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.