ETV Bharat / state

রাজ্যে 70 লাখ কৃষক এক পয়সাও পাননি, অভিযোগ রাজ্যপালের - বীরভূম

রাজ্য সরকার কৃষকদের কোনওরকম সাহায্য করছে না বলে অভিযোগ তুললেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ বলেন, পশ্চিমবঙ্গের 70 লাখ কৃষক এক পয়সাও পাননি ৷

রাজ্যপাল
রাজ্যপাল
author img

By

Published : Feb 6, 2020, 1:21 PM IST

শান্তিনিকেতন, 6 ফেব্রুয়ারি : সারা দেশের কৃষকদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনেক কাজ করলেও পশ্চিমবঙ্গে কৃষকদের জন্য রাজ্য সরকার কিছু করেনি ৷ আজ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে মাঘ মেলার উদ্বোধন করতে গিয়ে এমনই অভিযোগ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷

কৃষকদের সাহায্য করায় প্রধানমন্ত্রীর প্রশংসা করে ধনকড় বলেন, "প্রধানমন্ত্রী দেশের কৃষকদের জন্য অনেক বড় কাজ করেছেন ৷ রাষ্ট্রপতি তাঁর ভাষণে ইঙ্গিত দিয়েছেন, 43 হাজার কোটি টাকা কৃষকদের কাছে পৌঁছেছে ৷ আট কোটি কৃষকের কাছে এই টাকা পৌঁছে গেছে কোনওরকম বিজ্ঞাপন ছাড়াই ৷" কিন্তু, রাজ্য সরকারের তরফে কৃষকদের কোনওরকম সাহায্য না করার অভিযোগ এনে দুঃখপ্রকাশ করেছেন তিনি ৷ বলেন, "পশ্চিমবঙ্গের 70 লাখ কৃষক এক পয়সাও পাননি ৷ আমি খুব দুঃখ পেয়েছি ৷"

আগামীকাল বিধানসভায় রাজ্য বাজেট অধিবেশন রয়েছে ৷ সেখানে বক্তব্য পেশ করবেন রাজ্যপাল ৷ রাজ্য সরকারের তরফে সাধারণত অধিবেশনের জন্য ভাষণ তৈরি করে দেওয়া হয় ৷ তবে স্পষ্টভাবে না জানালেও রাজ্যপাল বুঝিয়ে দিয়েছেন, সরকারের অধিকার যেমন আছে ভাষণ তৈরি করে দেওয়ার, তেমনই তাঁরও সাংবিধানিক অধিকার রয়েছে নিজের মতো বক্তব্য পেশ করার ৷

রাজ্যের কৃষকরা কোনও পয়সা পাচ্ছেন না বলে অভিযোগ করলেন রাজ্যপাল

বক্তব্য পেশ করতে গিয়ে জগদীপ ধনকড় বিশ্বভারতীতে CISF মোতায়েন ও বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনার কথাও তুলে ধরেন ৷ বলেন, "মতাদর্শের পার্থক্য থাকলে কেউ কারও শত্রু হয়ে ওঠে না ৷ বিরোধিতা করা আলাদা ৷ কিন্তু, তা নিয়ে অশান্তি করা ঠিক নয় ৷" বিশ্বভারতীর নিরাপত্তার জন্য কার্যত CISF প্রয়োজন বলেই জানান তিনি ৷ আজকের অনুষ্ঠানে রাজ্যপাল ছাড়াও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ও অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন ৷

শান্তিনিকেতন, 6 ফেব্রুয়ারি : সারা দেশের কৃষকদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনেক কাজ করলেও পশ্চিমবঙ্গে কৃষকদের জন্য রাজ্য সরকার কিছু করেনি ৷ আজ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে মাঘ মেলার উদ্বোধন করতে গিয়ে এমনই অভিযোগ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷

কৃষকদের সাহায্য করায় প্রধানমন্ত্রীর প্রশংসা করে ধনকড় বলেন, "প্রধানমন্ত্রী দেশের কৃষকদের জন্য অনেক বড় কাজ করেছেন ৷ রাষ্ট্রপতি তাঁর ভাষণে ইঙ্গিত দিয়েছেন, 43 হাজার কোটি টাকা কৃষকদের কাছে পৌঁছেছে ৷ আট কোটি কৃষকের কাছে এই টাকা পৌঁছে গেছে কোনওরকম বিজ্ঞাপন ছাড়াই ৷" কিন্তু, রাজ্য সরকারের তরফে কৃষকদের কোনওরকম সাহায্য না করার অভিযোগ এনে দুঃখপ্রকাশ করেছেন তিনি ৷ বলেন, "পশ্চিমবঙ্গের 70 লাখ কৃষক এক পয়সাও পাননি ৷ আমি খুব দুঃখ পেয়েছি ৷"

আগামীকাল বিধানসভায় রাজ্য বাজেট অধিবেশন রয়েছে ৷ সেখানে বক্তব্য পেশ করবেন রাজ্যপাল ৷ রাজ্য সরকারের তরফে সাধারণত অধিবেশনের জন্য ভাষণ তৈরি করে দেওয়া হয় ৷ তবে স্পষ্টভাবে না জানালেও রাজ্যপাল বুঝিয়ে দিয়েছেন, সরকারের অধিকার যেমন আছে ভাষণ তৈরি করে দেওয়ার, তেমনই তাঁরও সাংবিধানিক অধিকার রয়েছে নিজের মতো বক্তব্য পেশ করার ৷

রাজ্যের কৃষকরা কোনও পয়সা পাচ্ছেন না বলে অভিযোগ করলেন রাজ্যপাল

বক্তব্য পেশ করতে গিয়ে জগদীপ ধনকড় বিশ্বভারতীতে CISF মোতায়েন ও বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনার কথাও তুলে ধরেন ৷ বলেন, "মতাদর্শের পার্থক্য থাকলে কেউ কারও শত্রু হয়ে ওঠে না ৷ বিরোধিতা করা আলাদা ৷ কিন্তু, তা নিয়ে অশান্তি করা ঠিক নয় ৷" বিশ্বভারতীর নিরাপত্তার জন্য কার্যত CISF প্রয়োজন বলেই জানান তিনি ৷ আজকের অনুষ্ঠানে রাজ্যপাল ছাড়াও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ও অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন ৷

Intro:বিশ্বভারতীতে মাঘ মেলার সূচনা করতে এসে রাজ্যপাল জাগদীপ ধনকার বলেন কেন্দ্র সরকারের তরফ থেকে সারা ভারতে 43 কোটি কৃষকদেরকে আর্থিক সাহায্য করা হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গের 70 লক্ষ কৃষক সেই সাহায্য থেকে বঞ্চিত রয়েছে। তার জন্য তিনি প্রচণ্ড দুঃখিত। পাশাপাশি বিধানসভায় আগামীকাল তিনি ভাষণ পেশ করবেন। রাজ্য সরকারের অধিকার আছে ভাষণ তৈরি করে দেওয়ার জন্য, তেমনি তার ও সাংবিধানিক অধিকার রয়েছে নিজের মতন বক্তব্য পেশ করার।তিনি কি বক্তব্য রাখবেন তা সাংবাদিকদের আজ না জানালেও তিনি যে নিজের বিধানসভায় পেশ করতে চলেছেন সেই বিষয়ে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন তিনি।তার সাথেই বিশ্বভারতীতে সিআইএসএফ মোতায়েন ও সাম্প্রতিক যে ঘটনা সে সম্পর্কে বলেন মতাদর্শের পার্থক্য থাকলে কেউ কারো শত্রু হয়ে ওঠেনা। বিরোধিতা করা আলাদা কিন্তু তা নিয়ে অশান্তি করা ঠিক নয়। পাশাপাশি বিশ্বভারতীর নিরাপত্তার জন্য কার্যত সিআইএসএফ প্রয়োজন বলেই জানান তিনি। ছিলেন, উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ও অন্যান্য আধিকারিকেরা।Body:বিশ্বভারতীতে মাঘ মেলার সূচনা করতে এসে রাজ্যপাল জাগদীপ ধনকার বলেন কেন্দ্র সরকারের তরফ থেকে সারা ভারতে 43 কোটি কৃষকদেরকে আর্থিক সাহায্য করা হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গের 70 লক্ষ কৃষক সেই সাহায্য থেকে বঞ্চিত রয়েছে। তার জন্য তিনি প্রচণ্ড দুঃখিত। পাশাপাশি বিধানসভায় আগামীকাল তিনি ভাষণ পেশ করবেন। রাজ্য সরকারের অধিকার আছে ভাষণ তৈরি করে দেওয়ার জন্য, তেমনি তার ও সাংবিধানিক অধিকার রয়েছে নিজের মতন বক্তব্য পেশ করার।তিনি কি বক্তব্য রাখবেন তা সাংবাদিকদের আজ না জানালেও তিনি যে নিজের বিধানসভায় পেশ করতে চলেছেন সেই বিষয়ে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন তিনি।তার সাথেই বিশ্বভারতীতে সিআইএসএফ মোতায়েন ও সাম্প্রতিক যে ঘটনা সে সম্পর্কে বলেন মতাদর্শের পার্থক্য থাকলে কেউ কারো শত্রু হয়ে ওঠেনা। বিরোধিতা করা আলাদা কিন্তু তা নিয়ে অশান্তি করা ঠিক নয়। পাশাপাশি বিশ্বভারতীর নিরাপত্তার জন্য কার্যত সিআইএসএফ প্রয়োজন বলেই জানান তিনি। ছিলেন, উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ও অন্যান্য আধিকারিকেরা।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.