রামপুরহাট, 5 ডিসেম্বর : গলব্লাডারে পাথর? এ আর নতুন কী ৷ আজকের যুগে এ কোনও চিন্তার বিষয় নয় । কিন্তু যদি গলব্লাডার থাকে উলটো দিকে? তাহলে? রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতাল সাক্ষী রইল এমনই বিরল অস্ত্রোপচারের ৷
বীরভূমের মুরারই থানার সন্তোষপুর গ্রামের মিজানুর রহমান (27) ৷ দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন তিনি । একাধিক বেসরকারি হাসপাতালে ঘুরেও সমস্যার সুরাহা হয়নি ৷ শেষে ভরতি হন রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে । চিকিৎসকদের প্রাথমিক অনুমান অনুযায়ী, তাঁর গলব্লাডারে পাথর দেখা দেয় USG রিপোর্টে । কিন্তু মিজানুর রহমানের শরীরের অভ্যন্তরের সব ক'টি অঙ্গের অবস্থান বিপরীত দিকে । চিকিৎসকদের মতে, কুড়ি হাজার মানুষের মধ্যে একজনের মধ্যে দেখা যায় এই বিরল অঙ্গসংস্থান । রোগীর শরীরে বিরল এই অস্ত্রোপচার করলেন রামপুরহাট মেডিকেল কলেজের শল্যচিকিৎসক সৌরভ মাঝি ।
মিজানুরের পরিবার সূত্রে বলা হয়েছে, "দক্ষিণ ভারতের বিভিন্ন নামী বেসরকারি হাসপাতালে চিকিৎসা করিয়েও কোনও সুরাহা হয়নি । অবশেষে রামপুরহাট মেডিকেল কলেজে চিকিৎসা শুরু হয় । পরীক্ষা নিরীক্ষা করার পর চিকিৎকেরা বুঝতে পারেন রোগীর অভ্যন্তরীণ অঙ্গগুলি সাধারণের থেকে বিপরীত দিকে অবস্থিত এবং তার গলব্লাডারে পাথর রয়েছে । বিরল শারীরিক গঠনতন্ত্রের জন্য পাথরটি অস্ত্রোপচার করে বের করা বেশ দুরহ । অবশেষে মেডিকেল কলেজের শল্যচিকিৎসক সৌরভ মাঝি অস্ত্রোপচারের ঝুঁকি নেন ।"
আজ প্রায় পঞ্চাশ মিনিট ধরে মিজানুর রহমানের গলব্লাডারের অস্ত্রোপচার হয় ৷ পরে চিকিৎসক সৌরভ মাঝি বলেন, "সাধারণত বাঁ দিকে ব্যথা হলে গ্যাস-অম্বলজনিত সমস্যার সম্ভাবনা বেশি থাকে ৷ প্রাথমিক ভাবে চিকিৎসকরা সেই ধারণাই করবে ৷ আমিও তাই করেছিলাম ৷ কিন্তু পরে এক্স-রে দেখে চমকে উঠি । আমরা যে ভাবে অপারেশন করে অভ্যস্ত এটার ক্ষেত্রে পুরোটাই উলটো ৷ তাই চিন্তায় ছিলাম । আমি প্রথম এমন অস্ত্রোপচার করছি । আমরা খুশি অস্ত্রোপচারটি সফল হয়েছে । বর্তমানে রোগী সুস্থ আছেন ।"