ETV Bharat / state

বিপরীত দিকে গলব্লাডার, বিরল অস্ত্রোপচার রামপুরহাট মেডিকেলে - গলব্লাডার

বীরভূমের মুরারই থানার সন্তোষপুর গ্রামের মিজানুর রহমান (27) ৷ দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন তিনি । একাধিক বেসরকারি হাসপাতালে ঘুরেও সমস্যার সুরাহা হয়নি ৷ শেষে ভরতি হন রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে । শরীরের অভ্যন্তরের সব ক'টি অঙ্গের অবস্থান বিপরীত দিকে । চিকিৎসকদের মতে, কুড়ি হাজার মানুষের মধ্যে একজনের মধ্যে দেখা যায় এই বিরল অঙ্গসংস্থান । রোগীর শরীরে বিরল এই অস্ত্রোপচার করলেন রামপুরহাট মেডিকেল কলেজের শল্যচিকিৎসক সৌরভ মাঝি ।

gallbladder in left
রামপুরহাট হাসপাতাল
author img

By

Published : Dec 5, 2019, 10:23 PM IST

রামপুরহাট, 5 ডিসেম্বর : গলব্লাডারে পাথর? এ আর নতুন কী ৷ আজকের যুগে এ কোনও চিন্তার বিষয় নয় । কিন্তু যদি গলব্লাডার থাকে উলটো দিকে? তাহলে? রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতাল সাক্ষী রইল এমনই বিরল অস্ত্রোপচারের ৷

বীরভূমের মুরারই থানার সন্তোষপুর গ্রামের মিজানুর রহমান (27) ৷ দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন তিনি । একাধিক বেসরকারি হাসপাতালে ঘুরেও সমস্যার সুরাহা হয়নি ৷ শেষে ভরতি হন রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে । চিকিৎসকদের প্রাথমিক অনুমান অনুযায়ী, তাঁর গলব্লাডারে পাথর দেখা দেয় USG রিপোর্টে । কিন্তু মিজানুর রহমানের শরীরের অভ্যন্তরের সব ক'টি অঙ্গের অবস্থান বিপরীত দিকে । চিকিৎসকদের মতে, কুড়ি হাজার মানুষের মধ্যে একজনের মধ্যে দেখা যায় এই বিরল অঙ্গসংস্থান । রোগীর শরীরে বিরল এই অস্ত্রোপচার করলেন রামপুরহাট মেডিকেল কলেজের শল্যচিকিৎসক সৌরভ মাঝি ।

ভিডিয়োয় দেখুন কী বলছেন রামপুরহাট হাসপাতালের চিকিৎসক

মিজানুরের পরিবার সূত্রে বলা হয়েছে, "দক্ষিণ ভারতের বিভিন্ন নামী বেসরকারি হাসপাতালে চিকিৎসা করিয়েও কোনও সুরাহা হয়নি । অবশেষে রামপুরহাট মেডিকেল কলেজে চিকিৎসা শুরু হয় । পরীক্ষা নিরীক্ষা করার পর চিকিৎকেরা বুঝতে পারেন রোগীর অভ্যন্তরীণ অঙ্গগুলি সাধারণের থেকে বিপরীত দিকে অবস্থিত এবং তার গলব্লাডারে পাথর রয়েছে । বিরল শারীরিক গঠনতন্ত্রের জন্য পাথরটি অস্ত্রোপচার করে বের করা বেশ দুরহ । অবশেষে মেডিকেল কলেজের শল্যচিকিৎসক সৌরভ মাঝি অস্ত্রোপচারের ঝুঁকি নেন ।"

আজ প্রায় পঞ্চাশ মিনিট ধরে মিজানুর রহমানের গলব্লাডারের অস্ত্রোপচার হয় ৷ পরে চিকিৎসক সৌরভ মাঝি বলেন, "সাধারণত বাঁ দিকে ব্যথা হলে গ্যাস-অম্বলজনিত সমস্যার সম্ভাবনা বেশি থাকে ৷ প্রাথমিক ভাবে চিকিৎসকরা সেই ধারণাই করবে ৷ আমিও তাই করেছিলাম ৷ কিন্তু পরে এক্স-রে দেখে চমকে উঠি । আমরা যে ভাবে অপারেশন করে অভ্যস্ত এটার ক্ষেত্রে পুরোটাই উলটো ৷ তাই চিন্তায় ছিলাম । আমি প্রথম এমন অস্ত্রোপচার করছি । আমরা খুশি অস্ত্রোপচারটি সফল হয়েছে । বর্তমানে রোগী সুস্থ আছেন ।"

রামপুরহাট, 5 ডিসেম্বর : গলব্লাডারে পাথর? এ আর নতুন কী ৷ আজকের যুগে এ কোনও চিন্তার বিষয় নয় । কিন্তু যদি গলব্লাডার থাকে উলটো দিকে? তাহলে? রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতাল সাক্ষী রইল এমনই বিরল অস্ত্রোপচারের ৷

বীরভূমের মুরারই থানার সন্তোষপুর গ্রামের মিজানুর রহমান (27) ৷ দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন তিনি । একাধিক বেসরকারি হাসপাতালে ঘুরেও সমস্যার সুরাহা হয়নি ৷ শেষে ভরতি হন রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে । চিকিৎসকদের প্রাথমিক অনুমান অনুযায়ী, তাঁর গলব্লাডারে পাথর দেখা দেয় USG রিপোর্টে । কিন্তু মিজানুর রহমানের শরীরের অভ্যন্তরের সব ক'টি অঙ্গের অবস্থান বিপরীত দিকে । চিকিৎসকদের মতে, কুড়ি হাজার মানুষের মধ্যে একজনের মধ্যে দেখা যায় এই বিরল অঙ্গসংস্থান । রোগীর শরীরে বিরল এই অস্ত্রোপচার করলেন রামপুরহাট মেডিকেল কলেজের শল্যচিকিৎসক সৌরভ মাঝি ।

ভিডিয়োয় দেখুন কী বলছেন রামপুরহাট হাসপাতালের চিকিৎসক

মিজানুরের পরিবার সূত্রে বলা হয়েছে, "দক্ষিণ ভারতের বিভিন্ন নামী বেসরকারি হাসপাতালে চিকিৎসা করিয়েও কোনও সুরাহা হয়নি । অবশেষে রামপুরহাট মেডিকেল কলেজে চিকিৎসা শুরু হয় । পরীক্ষা নিরীক্ষা করার পর চিকিৎকেরা বুঝতে পারেন রোগীর অভ্যন্তরীণ অঙ্গগুলি সাধারণের থেকে বিপরীত দিকে অবস্থিত এবং তার গলব্লাডারে পাথর রয়েছে । বিরল শারীরিক গঠনতন্ত্রের জন্য পাথরটি অস্ত্রোপচার করে বের করা বেশ দুরহ । অবশেষে মেডিকেল কলেজের শল্যচিকিৎসক সৌরভ মাঝি অস্ত্রোপচারের ঝুঁকি নেন ।"

আজ প্রায় পঞ্চাশ মিনিট ধরে মিজানুর রহমানের গলব্লাডারের অস্ত্রোপচার হয় ৷ পরে চিকিৎসক সৌরভ মাঝি বলেন, "সাধারণত বাঁ দিকে ব্যথা হলে গ্যাস-অম্বলজনিত সমস্যার সম্ভাবনা বেশি থাকে ৷ প্রাথমিক ভাবে চিকিৎসকরা সেই ধারণাই করবে ৷ আমিও তাই করেছিলাম ৷ কিন্তু পরে এক্স-রে দেখে চমকে উঠি । আমরা যে ভাবে অপারেশন করে অভ্যস্ত এটার ক্ষেত্রে পুরোটাই উলটো ৷ তাই চিন্তায় ছিলাম । আমি প্রথম এমন অস্ত্রোপচার করছি । আমরা খুশি অস্ত্রোপচারটি সফল হয়েছে । বর্তমানে রোগী সুস্থ আছেন ।"

Intro:Body:রামপুরহাট, 5 ডিসেম্বর: গলব্লাডারে পাথর, আজকের যুগে এমন কোন চিন্তার বিষয় নয়। কিন্তু যদি গলব্লাডার টা উল্টো দিকে থাকে তাহলে, অবশ্যেই চিকিৎসকদের কাছে চিন্তার বিষয়। বীরভূমের মুরারই থানার সন্তোষপুর গ্রামের সাতাশ বছর বয়সী মিজানুর রহমান দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন। ভর্তি হন রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে। চিকিৎসকদের প্রাথমিক অনুমান অনুযায়ী তার গলব্লাডারে পাথর দেখা দেয় ইউ এস জি রিপোর্টে। কিন্তু মিজানুর রহমানের শরীরের অভ্যন্তরের সবকটি অঙ্গের অবস্থান বিপরীত দিকে । যেটা কুড়ি হাজার মানুষের মধ্যে একজনের মধ্যে দেখা যায়। তারপর রোগীর শরীরে বিরল অস্ত্রপচার করলেন সরকারি হাসপাতালের চিকিৎসক। চিকিৎকদের কাছে এটা বিরল অস্ত্রপচার । মিজানুরের পরিবার সুত্রে জানা যায়, দক্ষিণভারতের বিভিন্ন নামী বেসরকারি হাসপাতালে চিকিৎসা করিয়েও কোন সুরাহা হয়নি । অবশেষে তিনি রামপুরহাট মেডিক্যাল কলেজে চিকিৎসা করাতে শুরু করেন । পরীক্ষা নিরীক্ষা করার পর চিকিৎকেরা বুঝতে পারেন রোগীর অভ্যন্তরীণ অঙ্গ গুলি বিপরীত দিকে অবস্থান এবং তার গলব্লাডারে পাথর রয়েছে । সেটা অস্ত্রপচার করে বের করা বেশ দুরহ । অবশেষে মেডিক্যাল কলেজের শল্যচিকিৎসক সৌরভ মাঝি অস্ত্র পচারের ঝুঁকি নেন । এবং আজ প্রায় পঞ্চাশ মিনিট অস্ত্র পচারের পর সফল হন । ডাঃ সৌরভ মাঝি জানান, “ সাধারনত বাঁ দিকে ব্যাথা হলে গ্যসঅম্বলের কারণ বেশিভাগ ক্ষেত্রে হয়ে থাকে, প্রাথমিক ভাবে চিকিৎসকরা তাই ধারনা করবে, আমিও করেছিলাম কিন্তু এক্সরে দেখে চমকে উঠি। আমরা যে ভাবে অপরেশন করে অভ্যস্ত এটার ক্ষেত্রে তো উল্টো তাই চিন্তায় ছিলাম। কারণ আমাদের জীবনে প্রথম এমন অপরাশেন করছি। আমরা খুশি অপরাশেন টি সফল হয়েছে। বর্তমানে রোগী সুস্থ্য।”Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.