ETV Bharat / state

নেতাজির জন্মদিন কেন 'দেশপ্রেম দিবস' নয় ? 23 জানুয়ারি পথে ফরওয়ার্ড ব্লক

নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীকে ‘পরাক্রম দিবস’ হিসেবে ঘোষণা করেছে কেন্দ্র৷ কিন্তু ওইদিনকে ‘দেশপ্রেম দিবস’ পালনের দাবিতে অনড় ফরওয়ার্ড ব্লক৷ তাই তারা আগামী 23 জানুয়ারি পথে নেমে এই নিয়ে আন্দোলন করার কথা ঘোষণা করেছে৷

forward block going protest on netaji's birthday
নেতাজির জন্মদিন কেন 'দেশপ্রেম দিবস' নয় ? 23 জানুয়ারি প্রতিবাদে পথে নামবে ফরওয়ার্ড ব্লক
author img

By

Published : Jan 19, 2021, 2:01 PM IST

বোলপুর, 19 জানুয়ারি : নেতাজির জন্মদিন কেন ‘দেশপ্রেম দিবস’ নয় ? এই প্রশ্ন তুলে 23 জানুয়ারি পথে নামবে ফরওয়ার্ড ব্লক। ইটিভি ভারতকে জানালেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়। বামফ্রন্ট সরকার এই দিনটাকে সরকারিভাবে দেশপ্রেম দিবস হিসেবে ঘোষণা করে দিয়ে গিয়েছে বলেও জানান তিনি।

কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের তরফে 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর 125 তম জন্মদিনকে ‘পরাক্রম দিবস’ হিসেবে পালন করার কথা ঘোষণা করা হয়েছে। এই প্রসঙ্গে ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় বলেন, "নেতাজির জন্মদিনকে সবাই ‘দেশপ্রেম দিবস’ হিসেবে চায়, ‘পরাক্রম দিবস’ নয়। বামফ্রন্ট সরকার শেষের দিকে এই দিনটিকে সরকারিভাবে দেশপ্রেম দিবস হিসেবে ঘোষণা করে দিয়ে গিয়েছে।"

অন্যদিকে ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস কেন্দ্রের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন ৷ তাঁর দাবি, দেশপ্রেম শব্দটির মধ্য দিয়ে যে একাত্মতা, ত্যাগের কথা তুলে ধরা যায়, তা পরাক্রম দিবসের মধ্য দিয়ে আসে না ৷ নেতাজির জন্মদিন কেন দেশপ্রেম দিবস হিসেবে ঘোষণা করা হবে না, সেই প্রশ্ন তুলেছেন তিনি৷ তাই তিনি দেশবাসীর কাছে নেতাজির জন্মদিনকে দেশপ্রেম দিবস হিসেবে পালন করার কথা বলেছেন৷

নরেন চট্টোপাধ্যায় বলেন, "সুভাষচন্দ্রকে নিয়ে ছিনিমিনি খেলার অধিকার বিজেপি সরকারের নেই। সাম্প্রদায়িক বিরোধী সুভাষচন্দ্র, দেশপ্রেমিক সুভাষচন্দ্রকে ওরা মানতে পারছে না। ধর্মের নামে অশান্তি লাগাচ্ছে, দেশ বিক্রি করছে, তাই পরাক্রম দিবস ঘোষণা করেছে।" 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালনের পাশাপাশি রাস্তায় নেমে প্রতিবাদ করবে ফরওয়ার্ড ব্লক, জানালেন নরেন চট্টোপাধ্যায়।

আরও পড়ুন : নেতাজির জন্মদিন "পরাক্রম দিবস" হিসেবে পালিত হবে, ঘোষণা কেন্দ্রের

বোলপুর, 19 জানুয়ারি : নেতাজির জন্মদিন কেন ‘দেশপ্রেম দিবস’ নয় ? এই প্রশ্ন তুলে 23 জানুয়ারি পথে নামবে ফরওয়ার্ড ব্লক। ইটিভি ভারতকে জানালেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়। বামফ্রন্ট সরকার এই দিনটাকে সরকারিভাবে দেশপ্রেম দিবস হিসেবে ঘোষণা করে দিয়ে গিয়েছে বলেও জানান তিনি।

কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের তরফে 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর 125 তম জন্মদিনকে ‘পরাক্রম দিবস’ হিসেবে পালন করার কথা ঘোষণা করা হয়েছে। এই প্রসঙ্গে ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় বলেন, "নেতাজির জন্মদিনকে সবাই ‘দেশপ্রেম দিবস’ হিসেবে চায়, ‘পরাক্রম দিবস’ নয়। বামফ্রন্ট সরকার শেষের দিকে এই দিনটিকে সরকারিভাবে দেশপ্রেম দিবস হিসেবে ঘোষণা করে দিয়ে গিয়েছে।"

অন্যদিকে ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস কেন্দ্রের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন ৷ তাঁর দাবি, দেশপ্রেম শব্দটির মধ্য দিয়ে যে একাত্মতা, ত্যাগের কথা তুলে ধরা যায়, তা পরাক্রম দিবসের মধ্য দিয়ে আসে না ৷ নেতাজির জন্মদিন কেন দেশপ্রেম দিবস হিসেবে ঘোষণা করা হবে না, সেই প্রশ্ন তুলেছেন তিনি৷ তাই তিনি দেশবাসীর কাছে নেতাজির জন্মদিনকে দেশপ্রেম দিবস হিসেবে পালন করার কথা বলেছেন৷

নরেন চট্টোপাধ্যায় বলেন, "সুভাষচন্দ্রকে নিয়ে ছিনিমিনি খেলার অধিকার বিজেপি সরকারের নেই। সাম্প্রদায়িক বিরোধী সুভাষচন্দ্র, দেশপ্রেমিক সুভাষচন্দ্রকে ওরা মানতে পারছে না। ধর্মের নামে অশান্তি লাগাচ্ছে, দেশ বিক্রি করছে, তাই পরাক্রম দিবস ঘোষণা করেছে।" 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালনের পাশাপাশি রাস্তায় নেমে প্রতিবাদ করবে ফরওয়ার্ড ব্লক, জানালেন নরেন চট্টোপাধ্যায়।

আরও পড়ুন : নেতাজির জন্মদিন "পরাক্রম দিবস" হিসেবে পালিত হবে, ঘোষণা কেন্দ্রের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.