ETV Bharat / state

Amartya Sen vs Visva-Bharati: 'অমর্ত্য সেনকে নির্যাতন দেশদ্রোহিতা', বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের প্রাক্তন ছাত্রীর - দেশদ্রোহিতা

বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন প্রাক্তন এক ছাত্রী ৷ অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, অমর্ত্য সেনকে নির্যাতন হল দেশদ্রোহিতা ৷

Amartya Sen vs Visva-Bharati ETV bharat
বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের প্রাক্তন ছাত্রীর
author img

By

Published : Apr 25, 2023, 6:17 PM IST

Updated : Apr 25, 2023, 7:51 PM IST

বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের প্রাক্তন ছাত্রীর

বোলপুর, 25 এপ্রিল: নোবেলজয়ী, 'ভারতরত্ন' অমর্ত্য সেনকে নির্যাতন দেশদ্রোহিতা, এই অভিযোগে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী-সহ বিশ্ববিদ্যালয়ের কর্মসচিব ও জনসংযোগ আধিকারিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বিশ্বভারতীর প্রাক্তন এক ছাত্রী ৷ দেশদ্রোহী আইনে ব্যবস্থা নেওয়ার দাবিতে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিশ্বভারতীর প্রাক্তনী তৃষারানি ভট্টাচার্য ৷ সঙ্গীত ভবনের ওই প্রাক্তন ছাত্রী জানান, একজন ভারতরত্নকে জমি দখলকারী, জমি কব্জাকারী বলা যায় না ।

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন জমি দখল করে রেখেছেন, এই অভিযোগ তুলে একাধিকবার বেনজির ভাবে আক্রমণ করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ । শুধু তাই নয়, অমর্ত্য সেনকে উচ্ছেদের হুঁশিয়ারি দিয়ে শান্তিনিকেতনে তাঁর 'প্রতীচী' বাড়িতে নোটিশ লাগিয়ে দেওয়া হয়েছে । এছাড়া, সংবাদমাধ্যম-সহ বেশকিছু জায়গায় বিশ্বভারতী কর্তৃপক্ষ ও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী 'ভারতরত্ন' অমর্ত্য সেনকে 'জমি দখলকারী', 'জমি কব্জাকারী', জমি হরফকারী' বলে বেনজির আক্রমণ করেছেন ৷ যা নিয়ে নিন্দার ঝড় উঠেছে সর্বত্র । ইতিমধ্যেই বিদ্বজনেরা পাঁশে দাঁড়িয়েছেন অমর্ত্য সেনের ৷

এ বার বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী-সহ ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাত ও ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ তুলে সরব হলেন এক প্রাক্তন ছাত্রী ৷ বিশ্বভারতীর সঙ্গীতভবনের কথাকলি বিভাগের প্রাক্তন ছাত্রী তৃষারানি ভট্টাচার্য এ দিন শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ।

অভিযোগে উল্লেখ করা হয়, অমর্ত্য সেন নোবেলজয়ী ৷ দেশ বিদেশে তাঁর খ্যাতি রয়েছে ৷ তিনি দেশ-বিদেশের বহু সম্মাননায় সম্মানিত ৷ 90 বছর বয়সি একজন পণ্ডিত ব্যক্তিকে মানসিক নির্যাতন করছেন বিদ্যুৎ চক্রবর্তী-সহ অন্যান্যরা ৷ এছাড়া, তিনি 'ভারতরত্ন'। যা ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান । 1999 সালে তৎকালীন রাষ্ট্রপতি অমর্ত্য সেনকে এই সম্মান প্রদান করেছেন ৷ তাই একজন ভারতরত্নকে জমি দখলকারী, কব্জাকারী বলা দেশদ্রোহিতা । অবিলম্বে দেশদ্রোহী আইনে (ইউএপিএ এক্ট) অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে ৷

তিনি অভিযোগে আরও উল্লেখ করেন, স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যাঁর নামকরণ করেছেন, তাঁকে এ ভাবে অবমাননা করা যায় না ৷ বিশ্বভারতীকে কলঙ্কের হাত থেকে বাঁচাতে ও ভারত-সহ ভারতরত্নের সম্মান বাঁচাতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার দাবি জানিয়েছেন ওই প্রাক্তন ছাত্রী ৷

বিশ্বভারতীর প্রাক্তন ছাত্রী তৃষারানি ভট্টাচার্য বলেন, "আমি বিশ্বকবির বিশ্বভারতীর প্রাক্তন ছাত্রী ৷ অমর্ত্য সেনও প্রাক্তনী ৷ তাছাড়া তিনি নোবেলজয়ী ভারতরত্ন । তাঁকে জমি দখলকারী, কব্জাকারী যারা বলে তারা দেশদ্রোহী ৷ আমি চাই তাদের বিরুদ্ধে দেশদ্রোহিতার আইনে ব্যবস্থা নেওয়া হোক ৷ আরও আগে আমার এই অভিযোগ করা উচিত ছিল ।"

আরও পড়ুন: 'কেন্দ্রের প্রতিনিধি' অমর্ত্য সেনের মানহানির চেষ্টা করছেন, বিদ্যুৎ চক্রবর্তীকে নিশানা চন্দ্রনাথের

বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের প্রাক্তন ছাত্রীর

বোলপুর, 25 এপ্রিল: নোবেলজয়ী, 'ভারতরত্ন' অমর্ত্য সেনকে নির্যাতন দেশদ্রোহিতা, এই অভিযোগে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী-সহ বিশ্ববিদ্যালয়ের কর্মসচিব ও জনসংযোগ আধিকারিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বিশ্বভারতীর প্রাক্তন এক ছাত্রী ৷ দেশদ্রোহী আইনে ব্যবস্থা নেওয়ার দাবিতে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিশ্বভারতীর প্রাক্তনী তৃষারানি ভট্টাচার্য ৷ সঙ্গীত ভবনের ওই প্রাক্তন ছাত্রী জানান, একজন ভারতরত্নকে জমি দখলকারী, জমি কব্জাকারী বলা যায় না ।

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন জমি দখল করে রেখেছেন, এই অভিযোগ তুলে একাধিকবার বেনজির ভাবে আক্রমণ করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ । শুধু তাই নয়, অমর্ত্য সেনকে উচ্ছেদের হুঁশিয়ারি দিয়ে শান্তিনিকেতনে তাঁর 'প্রতীচী' বাড়িতে নোটিশ লাগিয়ে দেওয়া হয়েছে । এছাড়া, সংবাদমাধ্যম-সহ বেশকিছু জায়গায় বিশ্বভারতী কর্তৃপক্ষ ও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী 'ভারতরত্ন' অমর্ত্য সেনকে 'জমি দখলকারী', 'জমি কব্জাকারী', জমি হরফকারী' বলে বেনজির আক্রমণ করেছেন ৷ যা নিয়ে নিন্দার ঝড় উঠেছে সর্বত্র । ইতিমধ্যেই বিদ্বজনেরা পাঁশে দাঁড়িয়েছেন অমর্ত্য সেনের ৷

এ বার বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী-সহ ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাত ও ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ তুলে সরব হলেন এক প্রাক্তন ছাত্রী ৷ বিশ্বভারতীর সঙ্গীতভবনের কথাকলি বিভাগের প্রাক্তন ছাত্রী তৃষারানি ভট্টাচার্য এ দিন শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ।

অভিযোগে উল্লেখ করা হয়, অমর্ত্য সেন নোবেলজয়ী ৷ দেশ বিদেশে তাঁর খ্যাতি রয়েছে ৷ তিনি দেশ-বিদেশের বহু সম্মাননায় সম্মানিত ৷ 90 বছর বয়সি একজন পণ্ডিত ব্যক্তিকে মানসিক নির্যাতন করছেন বিদ্যুৎ চক্রবর্তী-সহ অন্যান্যরা ৷ এছাড়া, তিনি 'ভারতরত্ন'। যা ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান । 1999 সালে তৎকালীন রাষ্ট্রপতি অমর্ত্য সেনকে এই সম্মান প্রদান করেছেন ৷ তাই একজন ভারতরত্নকে জমি দখলকারী, কব্জাকারী বলা দেশদ্রোহিতা । অবিলম্বে দেশদ্রোহী আইনে (ইউএপিএ এক্ট) অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে ৷

তিনি অভিযোগে আরও উল্লেখ করেন, স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যাঁর নামকরণ করেছেন, তাঁকে এ ভাবে অবমাননা করা যায় না ৷ বিশ্বভারতীকে কলঙ্কের হাত থেকে বাঁচাতে ও ভারত-সহ ভারতরত্নের সম্মান বাঁচাতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার দাবি জানিয়েছেন ওই প্রাক্তন ছাত্রী ৷

বিশ্বভারতীর প্রাক্তন ছাত্রী তৃষারানি ভট্টাচার্য বলেন, "আমি বিশ্বকবির বিশ্বভারতীর প্রাক্তন ছাত্রী ৷ অমর্ত্য সেনও প্রাক্তনী ৷ তাছাড়া তিনি নোবেলজয়ী ভারতরত্ন । তাঁকে জমি দখলকারী, কব্জাকারী যারা বলে তারা দেশদ্রোহী ৷ আমি চাই তাদের বিরুদ্ধে দেশদ্রোহিতার আইনে ব্যবস্থা নেওয়া হোক ৷ আরও আগে আমার এই অভিযোগ করা উচিত ছিল ।"

আরও পড়ুন: 'কেন্দ্রের প্রতিনিধি' অমর্ত্য সেনের মানহানির চেষ্টা করছেন, বিদ্যুৎ চক্রবর্তীকে নিশানা চন্দ্রনাথের

Last Updated : Apr 25, 2023, 7:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.