ETV Bharat / state

পৌরভোটে তৃণমূল কাউন্সিলরদের সম্পত্তি হাতিয়ার BJP-র, পালটা অস্ত্র উন্নয়ন - পৌরভোট

পৌরভোট কাছে আসতেই তৃণমূল ও BJP একে অন্যকে আক্রমণ করতে মরিয়া হয়েছে ৷ তৃণমূল কাউন্সিলরদের সম্পত্তির পরিমানের হিসেব নিয়ে প্রচারে নামতে চলেছে বীরভূমের BJP ৷ অন্যদিকে , উন্নয়নকেই হাতিয়ার করে প্রচার করবে বলে জানানো হয়েছে তৃণমূলের তরফে ৷

p
ছবি
author img

By

Published : Feb 25, 2020, 9:06 PM IST

বীরভূম, 25 ফেব্রুয়ারি : বীরভূমে পৌরভোটের দামামা বাজতেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা ৷ তৃণমূল ও BJP দুই পক্ষই একে অপরকে আক্রমণ করতে মরিয়া ৷ একদিকে তৃণমূল কাউন্সিলরদের গত পাঁচ বছরে সম্পত্তি কতটা বেড়েছে , সেই তালিকা তৈরি করে পৌরসভা নির্বাচনের প্রচারে নামতে চলেছে বীরভূমের BJP শিবির ৷ পালটা উন্নয়নকেই হাতিয়ার করে গড় ধরে রাখতে চায় তৃণমূল ।

বীরভূমের 5টি পৌরসভার নির্বাচন । প্রতিটি পৌরসভাই বর্তমানে শাসক দলের দখলে রয়েছে ৷ বোলপুর পৌরসভার 20টি ওয়ার্ডের মধ্যে তৃণমূলের দখলে রয়েছে 19টি, একটি ওয়ার্ড BJP-র দখলে৷ সিউড়ি পৌরসভার 19টি ওয়ার্ডের মধ্যে সবকটিই তৃণমূলের দখলে ৷ অন্যদিকে, সাঁইথিয়া পৌরসভার 16টি ওয়ার্ডের মধ্যে 15টি তৃণমূলের দখলে, 1টিতে রয়েছে BJP কাউন্সিলর । রামপুরহাট পৌরসভার 18 টি ওয়ার্ডের মধ্যে 16টিতে তৃণমূল কাউন্সিলর, 1টি BJP ও 1টি CPI(M)-এর দখলে৷

দুবরাজপুর পৌরসভার 16টি ওয়ার্ডের মধ্যে 9টি তৃণমূলের দখলে, দুটি CPI(M) -র দখলে, দুটি BJP-র দখলে ও 4টিতে রয়েছে কংগ্রেস । তাই তৃণমূল পরিচালিত এই পৌরসভাগুলিতে কাউন্সিলরদের সম্পত্তির পরিমাণ কত সেটাকেই হাতিয়ার করে ভোটের ময়দানে নামতে চলেছে BJP ৷

ভিডিয়োয় শুনুন বক্তব্য

পাঁচ বছর আগে তৃণমূল কাউন্সিলরদের সম্পত্তির পরিমাণ কত ছিল, এখন কত ? এই মর্মে প্রতিটি পৌরসভায় 5 জনের একটি কমিটি গঠন করা হয়েছে BJP-র তরফে ৷ এই কমিটি সম্পত্তির পরিমাণের তালিকা তৈরি করবে ৷ সেই পরিসংখ্যানকেই মানুষের সামনে তুলে ধরবে বলে জানান বীরভূমের BJP জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল । তিনি বলেন, " পৌর নির্বাচনের প্রচারের ইশু হবে তৃণমূল নেতা- নেত্রীদের দুর্নীতি ৷ এর সঙ্গে পাঁচটি পৌরসভায় যে কমিশনার রয়েছে তাঁদের ব্যক্তিগত রোজগার ৷"

যদিও, তৃণমূল জেলা সহ সভাপতি অভিজিৎ সিংহ বলেন, "BJP-র কাছে অন্য কোনও পথ নেই, তাই কুৎসার রাজনীতি করছে ৷ আমরা উন্নয়নকেই হাতিয়ার করে পৌর ভোটে মানুষের সাড়া পাব ৷ BJP পারলে উন্নয়ন নিয়ে কথা বলুক ।" আসন্ন পৌরসভা নির্বাচনকে পাখির চোখ করে BJP তৃণমূল শিবিরে রাজনীতির পারদ যে চড়তে শুরু করেছে তা বলা বাহুল্য ।

বীরভূম, 25 ফেব্রুয়ারি : বীরভূমে পৌরভোটের দামামা বাজতেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা ৷ তৃণমূল ও BJP দুই পক্ষই একে অপরকে আক্রমণ করতে মরিয়া ৷ একদিকে তৃণমূল কাউন্সিলরদের গত পাঁচ বছরে সম্পত্তি কতটা বেড়েছে , সেই তালিকা তৈরি করে পৌরসভা নির্বাচনের প্রচারে নামতে চলেছে বীরভূমের BJP শিবির ৷ পালটা উন্নয়নকেই হাতিয়ার করে গড় ধরে রাখতে চায় তৃণমূল ।

বীরভূমের 5টি পৌরসভার নির্বাচন । প্রতিটি পৌরসভাই বর্তমানে শাসক দলের দখলে রয়েছে ৷ বোলপুর পৌরসভার 20টি ওয়ার্ডের মধ্যে তৃণমূলের দখলে রয়েছে 19টি, একটি ওয়ার্ড BJP-র দখলে৷ সিউড়ি পৌরসভার 19টি ওয়ার্ডের মধ্যে সবকটিই তৃণমূলের দখলে ৷ অন্যদিকে, সাঁইথিয়া পৌরসভার 16টি ওয়ার্ডের মধ্যে 15টি তৃণমূলের দখলে, 1টিতে রয়েছে BJP কাউন্সিলর । রামপুরহাট পৌরসভার 18 টি ওয়ার্ডের মধ্যে 16টিতে তৃণমূল কাউন্সিলর, 1টি BJP ও 1টি CPI(M)-এর দখলে৷

দুবরাজপুর পৌরসভার 16টি ওয়ার্ডের মধ্যে 9টি তৃণমূলের দখলে, দুটি CPI(M) -র দখলে, দুটি BJP-র দখলে ও 4টিতে রয়েছে কংগ্রেস । তাই তৃণমূল পরিচালিত এই পৌরসভাগুলিতে কাউন্সিলরদের সম্পত্তির পরিমাণ কত সেটাকেই হাতিয়ার করে ভোটের ময়দানে নামতে চলেছে BJP ৷

ভিডিয়োয় শুনুন বক্তব্য

পাঁচ বছর আগে তৃণমূল কাউন্সিলরদের সম্পত্তির পরিমাণ কত ছিল, এখন কত ? এই মর্মে প্রতিটি পৌরসভায় 5 জনের একটি কমিটি গঠন করা হয়েছে BJP-র তরফে ৷ এই কমিটি সম্পত্তির পরিমাণের তালিকা তৈরি করবে ৷ সেই পরিসংখ্যানকেই মানুষের সামনে তুলে ধরবে বলে জানান বীরভূমের BJP জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল । তিনি বলেন, " পৌর নির্বাচনের প্রচারের ইশু হবে তৃণমূল নেতা- নেত্রীদের দুর্নীতি ৷ এর সঙ্গে পাঁচটি পৌরসভায় যে কমিশনার রয়েছে তাঁদের ব্যক্তিগত রোজগার ৷"

যদিও, তৃণমূল জেলা সহ সভাপতি অভিজিৎ সিংহ বলেন, "BJP-র কাছে অন্য কোনও পথ নেই, তাই কুৎসার রাজনীতি করছে ৷ আমরা উন্নয়নকেই হাতিয়ার করে পৌর ভোটে মানুষের সাড়া পাব ৷ BJP পারলে উন্নয়ন নিয়ে কথা বলুক ।" আসন্ন পৌরসভা নির্বাচনকে পাখির চোখ করে BJP তৃণমূল শিবিরে রাজনীতির পারদ যে চড়তে শুরু করেছে তা বলা বাহুল্য ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.