ETV Bharat / state

Fishery Department Workers Protest: 17 মাস বেতন বন্ধ ! মৎস্য দফতরে তালা ঝুলিয়ে বিক্ষোভ বোলপুরে

17 মাস ধরে বেতন বকেয়া বলে অভিযোগ ৷ সেই বেতনের দাবিতে বোলপুরে মৎস্য দফতরে তালা ঝুলিয়ে ও কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন কর্মীরা ৷

Fishery Department Workers Agitation
মৎস দফতরের কর্মীরা
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 17, 2023, 6:34 PM IST

বেতনের দাবিতে মৎস্য দফতরে তালা ঝুলিয়ে বিক্ষোভ বোলপুরে

বোলপুর, 17 অক্টোবর: 17 মাস ধরে মেলেনি বেতন ! এমনটাই অভিযোগ মৎস দফতরের কর্মীদের ৷ তাই পুজোর মুখে বেতন চেয়ে মৎস দফতরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন তাঁরা ৷ ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুরে ৷ জানা গিয়েছে, 2014 সালে মৎস দফতরে 46 জন অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়েছিল । অভিযোগ, নিয়োগের পর বেতন পেলেও গত 17 মাস তাদের বেতন বন্ধ রয়েছে কর্মীদের । তাই হাতে পোস্টার নিয়ে মঙ্গলবার বিক্ষোভ দেখান তাঁরা ৷ বোলপুরের বিধায়ক তথা তৎকালীন রাজ্যের মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহের সময়কালে ওই 46 জন অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়েছিল বলে খবর । 2014 সাল থেকে মৎস্য বিভাগের বোলপুরের বল্লভপুর দফতরে কর্মরত তাঁরা ।

Fishery Department Workers Agitation
17 মাস বেতন বন্ধের অভিযোগ

আর মাত্র কয়েকদিন বাকি বাঙালির শ্রেষ্ঠ উৎসবের ৷ তার প্রাক্কালে বেতন না পেয়ে চরম সমস্যায় পড়েছেন মৎস্য দফতরের এইসব কর্মীরা ৷ এ দিন মৎস দফতরে সমস্ত কাজ বন্ধ করে দিয়ে বাইরে বসে বিক্ষোভ দেখান তাঁরা ৷ কর্মীদের দাবি, পুজোর আগে বেতন না পেলে মৎস্য দফতরের সমস্ত কাজ বন্ধ থাকবে ৷ মৎস্য দফতরের কর্মী দীপাঞ্জন মণ্ডল বলেন, "আজ 17 মাস হল বেতন পাচ্ছি না । আমাদের সবার পরিবার আছে ৷ পুজোর আগে বেতন নেই ৷ কী করব বুঝতে পারছি না ৷ বহুবার বলেছি তাও কাজ হচ্ছে না ৷ তাই সব কাজ বন্ধ করে দিয়ে তালা ঝুলিয়ে দিয়েছি ৷ আমরা শ্রম দিয়েছি, তার টাকা কই ৷ পুজোর আগে আমাদের প্রাপ্য টাকা দিক, বোনাস দেওয়া তো দূরের কথা ।"

Fishery Department Workers
মৎস্য দফতরে তালা ঝুলিয়ে বিক্ষোভ কর্মীদের

রাজ্যের তৎকালীন মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বর্তমানে ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী । তাই বেতনের বিষয়টি সুরাহা করার জন্য কয়েক মাস আগে মন্ত্রীর বাড়িতে গিয়েছিলেন কর্মীরা ৷ তাঁদের দাবিদাবা জানিয়েছিলেন ৷ তবে এরপরেও কোনও সুরাহা হয়নি বলে মৎস দফতরের কর্মীদের অভিযোগ ৷ একদিকে একশো দিনের কাজের টাকা আদায়ে দিল্লিতে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্যরা । আর অন্যদিকে রাজ্যে 17 মাস বেতন পাচ্ছেন না কর্মীরা, যা নিয়ে প্রশ্ন উঠছে ৷

আরও পড়ুন: এক ধাক্কায় বেতন অনেকটা বাড়ল বিধায়ক-মন্ত্রীদের, তবে বৃদ্ধি হল না মুখ্যমন্ত্রীর

এ বিষয়ে বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরা বলেন, "দিল্লিতে গিয়ে একশো দিনের কাজের টাকার জন্য তৃণমূল বিক্ষোভ দেখাচ্ছে ৷ আর পুজোর আগে মৎস্য দফতরের কর্মীরা বেতন পাচ্ছে না । 17 মাস তাদের বেতন বন্ধ ৷ লজ্জা করে না । আবার দিল্লিতে গিয়ে কেন্দ্র সরকারকে দোষী বলা, এ সব সাজে না এদের ।"

বেতনের দাবিতে মৎস্য দফতরে তালা ঝুলিয়ে বিক্ষোভ বোলপুরে

বোলপুর, 17 অক্টোবর: 17 মাস ধরে মেলেনি বেতন ! এমনটাই অভিযোগ মৎস দফতরের কর্মীদের ৷ তাই পুজোর মুখে বেতন চেয়ে মৎস দফতরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন তাঁরা ৷ ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুরে ৷ জানা গিয়েছে, 2014 সালে মৎস দফতরে 46 জন অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়েছিল । অভিযোগ, নিয়োগের পর বেতন পেলেও গত 17 মাস তাদের বেতন বন্ধ রয়েছে কর্মীদের । তাই হাতে পোস্টার নিয়ে মঙ্গলবার বিক্ষোভ দেখান তাঁরা ৷ বোলপুরের বিধায়ক তথা তৎকালীন রাজ্যের মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহের সময়কালে ওই 46 জন অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়েছিল বলে খবর । 2014 সাল থেকে মৎস্য বিভাগের বোলপুরের বল্লভপুর দফতরে কর্মরত তাঁরা ।

Fishery Department Workers Agitation
17 মাস বেতন বন্ধের অভিযোগ

আর মাত্র কয়েকদিন বাকি বাঙালির শ্রেষ্ঠ উৎসবের ৷ তার প্রাক্কালে বেতন না পেয়ে চরম সমস্যায় পড়েছেন মৎস্য দফতরের এইসব কর্মীরা ৷ এ দিন মৎস দফতরে সমস্ত কাজ বন্ধ করে দিয়ে বাইরে বসে বিক্ষোভ দেখান তাঁরা ৷ কর্মীদের দাবি, পুজোর আগে বেতন না পেলে মৎস্য দফতরের সমস্ত কাজ বন্ধ থাকবে ৷ মৎস্য দফতরের কর্মী দীপাঞ্জন মণ্ডল বলেন, "আজ 17 মাস হল বেতন পাচ্ছি না । আমাদের সবার পরিবার আছে ৷ পুজোর আগে বেতন নেই ৷ কী করব বুঝতে পারছি না ৷ বহুবার বলেছি তাও কাজ হচ্ছে না ৷ তাই সব কাজ বন্ধ করে দিয়ে তালা ঝুলিয়ে দিয়েছি ৷ আমরা শ্রম দিয়েছি, তার টাকা কই ৷ পুজোর আগে আমাদের প্রাপ্য টাকা দিক, বোনাস দেওয়া তো দূরের কথা ।"

Fishery Department Workers
মৎস্য দফতরে তালা ঝুলিয়ে বিক্ষোভ কর্মীদের

রাজ্যের তৎকালীন মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বর্তমানে ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী । তাই বেতনের বিষয়টি সুরাহা করার জন্য কয়েক মাস আগে মন্ত্রীর বাড়িতে গিয়েছিলেন কর্মীরা ৷ তাঁদের দাবিদাবা জানিয়েছিলেন ৷ তবে এরপরেও কোনও সুরাহা হয়নি বলে মৎস দফতরের কর্মীদের অভিযোগ ৷ একদিকে একশো দিনের কাজের টাকা আদায়ে দিল্লিতে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্যরা । আর অন্যদিকে রাজ্যে 17 মাস বেতন পাচ্ছেন না কর্মীরা, যা নিয়ে প্রশ্ন উঠছে ৷

আরও পড়ুন: এক ধাক্কায় বেতন অনেকটা বাড়ল বিধায়ক-মন্ত্রীদের, তবে বৃদ্ধি হল না মুখ্যমন্ত্রীর

এ বিষয়ে বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরা বলেন, "দিল্লিতে গিয়ে একশো দিনের কাজের টাকার জন্য তৃণমূল বিক্ষোভ দেখাচ্ছে ৷ আর পুজোর আগে মৎস্য দফতরের কর্মীরা বেতন পাচ্ছে না । 17 মাস তাদের বেতন বন্ধ ৷ লজ্জা করে না । আবার দিল্লিতে গিয়ে কেন্দ্র সরকারকে দোষী বলা, এ সব সাজে না এদের ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.