সিউড়ি, 11 মে : আগ্নেয়াস্ত্র-সহ দুই কুখ্যাত দুষ্কৃতিকে গ্রেফতার করল বীরভূম পুলিশ ৷ তাদের কাছ থেকে কার্বাইন, 9 এমএম, 7 এমএম পিস্তল-সহ 38 রাউন্ড গুলি উদ্ধার করে (Birbhum Firearms Recovered)। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে জানান বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী । গত 27 এপ্রিল বিহারের ভাগলপুর থেকে এক দুষ্কৃতিকে গ্রেফতার করে বীরভূম পুলিশ ৷ ধৃতকে জেরা করে আরও দু'জনের নাম উঠে আসে ৷ এদিন সিউড়িতে নিজের দফতরে সাংবাদিক বৈঠক করেন পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী ৷
আরও বলেন : প্রেমিকের কাছ থেকে ছিনিয়ে আদিবাসী নাবালিকাকে গণধর্ষণ শান্তিনিকেতনে
তিনি বলেন, "ধৃত দুষ্কৃতির কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী কীর্ণাহার থানার দুটি ও নানুর থানার দুটি পুলিশ টিম তৈরি করা হয় ৷ সেই 4টি টিম ধাওয়া করে মঙ্গলবার দুপুরে বীরভূম-মুর্শিদাবাদ সীমান্তের পালিতপুর থেকে একটি বাইকে দুই দুষ্কৃতিকে গ্রেফতার করা হয় ৷ তাদের কাছ থেকে একটি আধুনিক কার্বাইন, 1 টি 9 এমএম,1 টি 7.6 এমএম, 1টি ওয়ান শর্টার, 38 রাউন্ড গুলি-সহ বিস্ফোরক উদ্ধার করা হয় ৷ ধৃতদের নাম ফুলবাবু শেখ ও মিলন খান । ধৃতদের বাড়ি বর্ধমান জেলার কেতুগ্রামে । মঙ্গলকোট থেকে কেতুগ্রাম অঞ্চলেই কাজকর্ম করছিল তারা ৷ খবর পেয়ে আমাদের টিম তাদের গ্রেফতার করে।"