বোলপুর, 28 সেপ্টেম্বর: সিবিআই অভিযানের (CBI Raid) রেশ কাটতে না কটাতেই আগুন লাগল একটি বেসরকারি ব্যাংকের বীরভূমের বোলপুরের শাখায় (Fire at Axis Bank Bolpur Branch) ৷ যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা ৷ কারণ, ঘটনাচক্রে ওই শাখাতেই রয়েছে গরুপাচার কাণ্ডে (West Bengal Cow Smuggling Case) ধৃত অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) মেয়ে সুকন্যা মণ্ডল (Sukanya Mondal) এবং দেহরক্ষী সায়গল হোসেনের (Saigal Hossain) ব্যাংক অ্য়াকাউন্ট ! সিবিআই-এর তদন্তে জানা গিয়েছে, সুকন্যার নামে বিপুল পরিমাণ জমি কেনার জন্য প্রয়োজনীয় আর্থিক লেনদেন সারতে সংশ্লিষ্ট বেসরকারি ব্যাংকের এই শাখাটিকেই ব্যবহার করা হয়েছিল ৷ প্রশ্ন উঠছে, এই অগ্নিকাণ্ড কি সত্যিই কোনও দুর্ঘটনা ? নাকি আন্তর্ঘাত ? তাহলে কি নির্দিষ্ট কোনও অ্য়াকাউন্টের লেনদেন সংক্রান্ত তথ্য লোপাটের জন্যই এই কাণ্ড ঘটানো হয়েছে ?
প্রাথমিকভাবে জানা গিয়েছে, বুধবার অন্য়ান্য দিনের মতোই কাজ হচ্ছিল এই ব্যাংকে ৷ বোলপুর শহরের প্রধান সড়কের পাশেই রয়েছে একটি ছোট দোতলা বাড়ি ৷ সেই বাড়ির দোতলাতেই রয়েছে সংশ্লিষ্ট ব্য়াংকের স্থানীয় শাখা ৷ এদিন বেলা 11টা 40 মিনিট নাগাদ হঠাৎই ব্য়াংকের ভিতর ধোঁয়া দেখা যায় ৷ সঙ্গে সঙ্গে ব্যাংক খালি করে দেওয়া হয় ৷ কর্মী, আধিকারিক ও গ্রাহকদের দ্রুত সেখান থেকে বের করে আনা হয় ৷ খবর পাঠানো হয় দমকলে ৷ উল্লেখ্য, ব্য়াংক থেকে দমকলের কার্যলয়ের দূরত্ব মাত্র কয়েক মিনিটের ৷ ফলে খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পৌঁছে যান দমকলকর্মীরা ৷ প্রাথমিকভাবে পাঠানো হয় দু'ইঞ্জিন ৷
আরও পড়ুন: জামিনের আবেদন খারিজ, ফের 14 দিনের জেল হেফাজতে সায়গল
এর কিছুক্ষণের মধ্যেই আগুন ভয়বহ রূপ নেয় ৷ আগুন বাগে আনতে রীতিমতো হিমশিম খেতে হয় দমকলকর্মীদের ৷ ঘটনাস্থলে আনা হয় আরও একটি ইঞ্জিন ৷ শেষ পাওয়া খবর অনুসারে,আগুন নেভানোর কাজ এখনও চলছে ৷ কী কারণে আগুন লেগেছে, তা জানা যায়নি ৷ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বোলপুর থানার পুলিশ ৷ দমকলের কাজে যাতে কোনও সমস্য়া না হয়, তা নিশ্চিত করতে ব্য়াংকের সামনের রাস্তায় যানচলাচল কিছুটা নিয়ন্ত্রণ করা হয়েছে ৷