ETV Bharat / state

বাঘের বাচ্চার মতো লড়াই করবে, কেষ্টকে বললেন মমতা

"আর BJP-র দালালদের চিনে রাখবে, পরে কাজে লাগবে ।" অনুব্রতকে পরামর্শ মমতার ।

author img

By

Published : Apr 25, 2019, 10:03 PM IST

মমতা

সিউড়ি, 25 এপ্রিল : অনুব্রত মণ্ডলকে বাঘের বাচ্চার মতো লড়াই করার পরামর্শ দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি BJP-র দালালদের চিনে রাখার পরামর্শও দেন । আজকে সিউড়িতে বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী শতাব্দী রায় ও বোলপুর কেন্দ্রের প্রার্থী অসিত মালের সমর্থনে জনসভা করেন তৃণমূল নেত্রী । সেখানে তিনি BJP ও নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন ।

আজকের সভায় দুই প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, দুই মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিংহ সহ বিধায়করা । সভা শেষে মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলকে পাশে ডেকে বলেন, "কেষ্ট (অনুব্রত মণ্ডল) তোর পিছনে ওরা এখন লাগবে । একটু চমকাবে, ধমকাবে । BJP-র অফিস থেকে কন্ট্রোল করে । আগেরবারও করেছিল । তোমাদের হিম্মতকে সম্মান করি । ঘাবড়াবে না । বাঘের বাচ্চার মতো লড়াই করবে । কারও সঙ্গে খারাপ ব্যবহার করবে না । সবাইকে নিয়ে চলবে । আর BJP-র দালালদের চিনে রাখবে, পরে কাজে লাগবে ।"

এর আগে একাধিকবার অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়াতে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে । যদিও নকুলদানা, পাঁচনসহ একাধিক বিতর্কিত মন্তব্য করে শিরোনামে অনুব্রত । তিন বার তাঁকে শোকজ় করেছে নির্বাচন কমিশন । এমন কী, অনুব্রতকে বিতর্কিত মন্তব্য না করা নিয়েও সতর্ক করেছে কমিশন । এছাড়া, তৃণমূলকেও চিঠি দিয়েও অনুব্রতকে নিয়ন্ত্রণ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ।

সিউড়ি, 25 এপ্রিল : অনুব্রত মণ্ডলকে বাঘের বাচ্চার মতো লড়াই করার পরামর্শ দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি BJP-র দালালদের চিনে রাখার পরামর্শও দেন । আজকে সিউড়িতে বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী শতাব্দী রায় ও বোলপুর কেন্দ্রের প্রার্থী অসিত মালের সমর্থনে জনসভা করেন তৃণমূল নেত্রী । সেখানে তিনি BJP ও নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন ।

আজকের সভায় দুই প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, দুই মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিংহ সহ বিধায়করা । সভা শেষে মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলকে পাশে ডেকে বলেন, "কেষ্ট (অনুব্রত মণ্ডল) তোর পিছনে ওরা এখন লাগবে । একটু চমকাবে, ধমকাবে । BJP-র অফিস থেকে কন্ট্রোল করে । আগেরবারও করেছিল । তোমাদের হিম্মতকে সম্মান করি । ঘাবড়াবে না । বাঘের বাচ্চার মতো লড়াই করবে । কারও সঙ্গে খারাপ ব্যবহার করবে না । সবাইকে নিয়ে চলবে । আর BJP-র দালালদের চিনে রাখবে, পরে কাজে লাগবে ।"

এর আগে একাধিকবার অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়াতে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে । যদিও নকুলদানা, পাঁচনসহ একাধিক বিতর্কিত মন্তব্য করে শিরোনামে অনুব্রত । তিন বার তাঁকে শোকজ় করেছে নির্বাচন কমিশন । এমন কী, অনুব্রতকে বিতর্কিত মন্তব্য না করা নিয়েও সতর্ক করেছে কমিশন । এছাড়া, তৃণমূলকেও চিঠি দিয়েও অনুব্রতকে নিয়ন্ত্রণ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ।


Dear All,

Please arrange to send the data of the following seat for phase 4  and 5th of West Bengal

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.