ETV Bharat / state

Ex husband murders wife : প্রথম পক্ষের স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ প্রাক্তন স্বামী ধৃত

প্রাক্তন স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল তালাক দেওয়া স্বামীর বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার গোপালচক গ্রামে । মৃতের নাম জুলেখা খাতুন, বয়স ২৮। অভিযুক্ত আজমির শেখকে পুলিশের হাতে তুলে দেয় গ্রামবাসীরা ৷

julekha 4
julekha
author img

By

Published : Nov 28, 2021, 10:08 AM IST

নলহাটি, 27 নভেম্বর : প্রাক্তন স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠলো তালাক দেওয়া স্বামীর বিরুদ্ধে (ex husband murders wife) । ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার গোপালচক গ্রামে । মৃতের নাম জুলেখা খাতুন, বয়স ২৮। অভিযুক্ত স্বামীর নাম আজমির সেখ।

স্থানীয় সূত্রে জানা যায়, নলহাটি থানার গোপালপুর গ্রামের আজমির সেখের সঙ্গে বিয়ে হয়েছিল জুলেখা খাতুনের(Julekha Khatun)। অশান্তির কারণে ২০২০ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয় । এরপর জুলেখা খাতুন গোপালচক গ্রামে তাঁর বাপের বাড়িতে থাকতে শুরু করেন । অভিযোগ, গতকাল সন্ধ্যায় গোপালচক গ্রামে জুলেখার বাড়িতে এসে জুলেখাকে ধারালো অস্ত্র দিয়ে বেশ কয়েকবার কোপ মারে আজমির সেখ (Ajmir Sekh) । জুলেখার চিৎকার শুনে তার বাবা মা ও প্রতিবেশীরা ছুটে আসেন । তারপর তাঁকে রক্তাক্ত অবস্থায় প্রথমে পাঁচগ্রাম ও পরে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই জুলেখার মৃত্যু হয় । এদিকে প্রতিবেশীদের হাতে ধরা পড়ে যায় আজমির । তাকে দড়িতে বেঁধে রেখে পুলিশে খবর দেন গ্রামবাসীরা । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে নলহাটি থানার পুলিশ ।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত আজমির শেখকে পুলিশের হাতে তুলে দেয় গ্রামবাসীরাই । অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যেই দায়ের করা হয়েছে খুনের অভিযোগ । খুনের তদন্ত শুরু করেছে পুলিশ । তবে কি কারণে খুন তা এখন জানা যায় নি ৷

নলহাটি, 27 নভেম্বর : প্রাক্তন স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠলো তালাক দেওয়া স্বামীর বিরুদ্ধে (ex husband murders wife) । ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার গোপালচক গ্রামে । মৃতের নাম জুলেখা খাতুন, বয়স ২৮। অভিযুক্ত স্বামীর নাম আজমির সেখ।

স্থানীয় সূত্রে জানা যায়, নলহাটি থানার গোপালপুর গ্রামের আজমির সেখের সঙ্গে বিয়ে হয়েছিল জুলেখা খাতুনের(Julekha Khatun)। অশান্তির কারণে ২০২০ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয় । এরপর জুলেখা খাতুন গোপালচক গ্রামে তাঁর বাপের বাড়িতে থাকতে শুরু করেন । অভিযোগ, গতকাল সন্ধ্যায় গোপালচক গ্রামে জুলেখার বাড়িতে এসে জুলেখাকে ধারালো অস্ত্র দিয়ে বেশ কয়েকবার কোপ মারে আজমির সেখ (Ajmir Sekh) । জুলেখার চিৎকার শুনে তার বাবা মা ও প্রতিবেশীরা ছুটে আসেন । তারপর তাঁকে রক্তাক্ত অবস্থায় প্রথমে পাঁচগ্রাম ও পরে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই জুলেখার মৃত্যু হয় । এদিকে প্রতিবেশীদের হাতে ধরা পড়ে যায় আজমির । তাকে দড়িতে বেঁধে রেখে পুলিশে খবর দেন গ্রামবাসীরা । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে নলহাটি থানার পুলিশ ।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত আজমির শেখকে পুলিশের হাতে তুলে দেয় গ্রামবাসীরাই । অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যেই দায়ের করা হয়েছে খুনের অভিযোগ । খুনের তদন্ত শুরু করেছে পুলিশ । তবে কি কারণে খুন তা এখন জানা যায় নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.