ETV Bharat / state

Poush Mela 2022: বিকল্প পৌষমেলায় আতসবাজি পোড়ানো নিয়ে সরব পরিবেশ কর্মী - firecrackers

বিকল্প পৌষমেলায় বাজি পোড়ানো আইন বিরুদ্ধ কাজ হয়েছে ৷ এর প্রতিবাদ করলেন পরিবেশ কর্মী সুভাষ দত্ত ৷

ETV Bharat
বিকল্প পৌষমেলা
author img

By

Published : Dec 25, 2022, 4:05 PM IST

বিকল্প পৌষমেলায় আতসবাজি পোড়ানো নিয়ে সরব পরিবেশ কর্মী সুভাষ দত্ত

বোলপুর, 25 ডিসেম্বর: বিকল্প পৌষমেলায় আতসবাজি (firecrackers) পোড়ানো ও মাইক বাজানো আইন বিরুদ্ধ কাজ হয়েছে ৷ এমনটাই বললেন পরিবেশকর্মী সুভাষ দত্ত (Environmental Activist Subhas Datta) । এমনকী, এই মেলায় শব্দদূষণও মাত্রা ছাড়াচ্ছে ব্যাপক হারে ৷ এরই প্রতিবাদে অতিথি হিসেবে থেকেও বক্তব্য না-রেখে মঞ্চ ছেড়েছিলেন সুভাষ ৷

প্রসঙ্গত, পরিবেশ কর্মী সুভাষ দত্তের মামলার প্রেক্ষিতে 2017 সাল থেকে ঐতিহ্যবাহী পৌষমেলায় আতসবাজি পোড়ানো বন্ধ হয়ে গিয়েছিল ৷ কিন্তু, বিকল্প পৌষমেলায় আইনকে কার্যত উপেক্ষা করে সেই রেওয়াজ ফিরিয়ে আনা হয় ৷ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী পৌষমেলায় দূষণ চরম সীমা লঙ্ঘন করেছে, এই প্রেক্ষিতে মামলা করেছিলেন পরিবেশ কর্মী সুভাষ দত্ত ।

দূষণ রুখতে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছিল জাতীয় পরিবেশ আদালত । তার মধ্যে অন্যতম 2017 সাল থেকে বন্ধ হয়ে গিয়েছে আতসবাজি প্রদর্শন । কিন্তু বিকল্প পৌষমেলার অনুষ্ঠান সূচি অনুযায়ী 24 ডিসেম্বর রাতে যথারীতি আতসবাজি পোড়ানো হয় ৷ পরিবেশ আদালতে নির্দেশেকে কার্যত তোয়াক্কা না-করে কীভাবে বিকল্প পৌষমেলা আতশবাজি প্রদর্শন হতে পারে, প্রশ্ন উঠেছে স্বাভাবিকভাবেই (Poush Mela Pollution controversy) ।

উল্লেখ্য, বিকল্প পৌষমেলায় (Alternative Poush Mela) অতিথি হিসেবে মঞ্চে ছিলেন খোদ পরিবেশ কর্মী সুভাষ দত্ত । কিন্তু, মঞ্চে তাঁকে বক্তব্য রাখতে দেখা যায়নি । এদিন তিনি বলেন, "বাজি পোড়ানো একদমই ঠিক নয় ৷ বাজি পোড়ানো কিন্তু ফাটানোর থেকেও ভয়ঙ্কর ৷ আমি একদমই সমর্থন করি না ৷ এমনকী, ডিজে বক্স বাজছে মেলায় ।"

সুভাষ আরও বলেন, "আমি নিজে ডিজে বক্স নিয়ে মামলা করেছি ৷ যেখানে এই মেলায় প্রশাসনের লোকজন রয়েছে । ডিএম, এসপি উপস্থিত রয়েছেন ৷ সেখানে এত শব্দ দূষণ হচ্ছে, তাই আমি বক্তব্য না রেখে চলে এসেছি । মাইক বাজানো ও বাজি পোড়ানো খুব ভুল কাজ হয়েছে । পরিবেশ বিরোধী কাজ হয়েছে, আমি এর তীব্র প্রতিবাদ করছি ।"

Bolpur Poush Mela 2022
বিকল্প পৌষমেলায় পোড়ানো হল আতসবাজি

বিকল্প পৌষমেলায় দূষণ নিয়ে সরব পরিবেশ কর্মী সুভাষ দত্ত । ঐতিহ্যবাহী পৌষমেলায় দূষণ নিয়ে তিনি মামলা করেছিলেন, এবার তিনিই বিকল্প পৌষমেলায় প্রশাসনিক গাফিলতি তুলে ধরলেন । যদিও, এই প্রসঙ্গে কোন মন্তব্য করতে নারাজ মেলা কমিটির কেউ ।

আরও পড়ুন: হচ্ছে না ঐতিহ্যবাহী পৌষমেলা, প্রথা মেনে শুরু 'পৌষ উৎসব'

উল্লেখ, এবার পূর্বপল্লীর মাঠে হচ্ছে না মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী পৌষমেলা । তবে রাজ্য সরকারের পক্ষ থেকে বোলপুর ডাকবাংলো মাঠে হচ্ছে বিকল্প পৌষমেলা । 6 দিন চলবে এই মেলা । এই মেলার সূচনা করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম । ছিলেন ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর, বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত ও সবুজকলি সেন, পরিবেশ কর্মী সুভাষ দত্ত, বীরভূমের জেলাশাসক বিধান রায়, জেলার পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী-সহ অন্যান্য বিধায়কেরা ।

আরও পড়ুন: বিশ্বভারতীর উপাচার্যকে নিয়োগকর্তারাও জেল খেটেছেন, বিকল্প পৌষমেলা থেকে মন্তব্য ফিরহাদের

বিকল্প পৌষমেলায় আতসবাজি পোড়ানো নিয়ে সরব পরিবেশ কর্মী সুভাষ দত্ত

বোলপুর, 25 ডিসেম্বর: বিকল্প পৌষমেলায় আতসবাজি (firecrackers) পোড়ানো ও মাইক বাজানো আইন বিরুদ্ধ কাজ হয়েছে ৷ এমনটাই বললেন পরিবেশকর্মী সুভাষ দত্ত (Environmental Activist Subhas Datta) । এমনকী, এই মেলায় শব্দদূষণও মাত্রা ছাড়াচ্ছে ব্যাপক হারে ৷ এরই প্রতিবাদে অতিথি হিসেবে থেকেও বক্তব্য না-রেখে মঞ্চ ছেড়েছিলেন সুভাষ ৷

প্রসঙ্গত, পরিবেশ কর্মী সুভাষ দত্তের মামলার প্রেক্ষিতে 2017 সাল থেকে ঐতিহ্যবাহী পৌষমেলায় আতসবাজি পোড়ানো বন্ধ হয়ে গিয়েছিল ৷ কিন্তু, বিকল্প পৌষমেলায় আইনকে কার্যত উপেক্ষা করে সেই রেওয়াজ ফিরিয়ে আনা হয় ৷ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী পৌষমেলায় দূষণ চরম সীমা লঙ্ঘন করেছে, এই প্রেক্ষিতে মামলা করেছিলেন পরিবেশ কর্মী সুভাষ দত্ত ।

দূষণ রুখতে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছিল জাতীয় পরিবেশ আদালত । তার মধ্যে অন্যতম 2017 সাল থেকে বন্ধ হয়ে গিয়েছে আতসবাজি প্রদর্শন । কিন্তু বিকল্প পৌষমেলার অনুষ্ঠান সূচি অনুযায়ী 24 ডিসেম্বর রাতে যথারীতি আতসবাজি পোড়ানো হয় ৷ পরিবেশ আদালতে নির্দেশেকে কার্যত তোয়াক্কা না-করে কীভাবে বিকল্প পৌষমেলা আতশবাজি প্রদর্শন হতে পারে, প্রশ্ন উঠেছে স্বাভাবিকভাবেই (Poush Mela Pollution controversy) ।

উল্লেখ্য, বিকল্প পৌষমেলায় (Alternative Poush Mela) অতিথি হিসেবে মঞ্চে ছিলেন খোদ পরিবেশ কর্মী সুভাষ দত্ত । কিন্তু, মঞ্চে তাঁকে বক্তব্য রাখতে দেখা যায়নি । এদিন তিনি বলেন, "বাজি পোড়ানো একদমই ঠিক নয় ৷ বাজি পোড়ানো কিন্তু ফাটানোর থেকেও ভয়ঙ্কর ৷ আমি একদমই সমর্থন করি না ৷ এমনকী, ডিজে বক্স বাজছে মেলায় ।"

সুভাষ আরও বলেন, "আমি নিজে ডিজে বক্স নিয়ে মামলা করেছি ৷ যেখানে এই মেলায় প্রশাসনের লোকজন রয়েছে । ডিএম, এসপি উপস্থিত রয়েছেন ৷ সেখানে এত শব্দ দূষণ হচ্ছে, তাই আমি বক্তব্য না রেখে চলে এসেছি । মাইক বাজানো ও বাজি পোড়ানো খুব ভুল কাজ হয়েছে । পরিবেশ বিরোধী কাজ হয়েছে, আমি এর তীব্র প্রতিবাদ করছি ।"

Bolpur Poush Mela 2022
বিকল্প পৌষমেলায় পোড়ানো হল আতসবাজি

বিকল্প পৌষমেলায় দূষণ নিয়ে সরব পরিবেশ কর্মী সুভাষ দত্ত । ঐতিহ্যবাহী পৌষমেলায় দূষণ নিয়ে তিনি মামলা করেছিলেন, এবার তিনিই বিকল্প পৌষমেলায় প্রশাসনিক গাফিলতি তুলে ধরলেন । যদিও, এই প্রসঙ্গে কোন মন্তব্য করতে নারাজ মেলা কমিটির কেউ ।

আরও পড়ুন: হচ্ছে না ঐতিহ্যবাহী পৌষমেলা, প্রথা মেনে শুরু 'পৌষ উৎসব'

উল্লেখ, এবার পূর্বপল্লীর মাঠে হচ্ছে না মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী পৌষমেলা । তবে রাজ্য সরকারের পক্ষ থেকে বোলপুর ডাকবাংলো মাঠে হচ্ছে বিকল্প পৌষমেলা । 6 দিন চলবে এই মেলা । এই মেলার সূচনা করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম । ছিলেন ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর, বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত ও সবুজকলি সেন, পরিবেশ কর্মী সুভাষ দত্ত, বীরভূমের জেলাশাসক বিধান রায়, জেলার পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী-সহ অন্যান্য বিধায়কেরা ।

আরও পড়ুন: বিশ্বভারতীর উপাচার্যকে নিয়োগকর্তারাও জেল খেটেছেন, বিকল্প পৌষমেলা থেকে মন্তব্য ফিরহাদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.