আহমেদপুর, 26 মার্চ: ফের মধ্যযুগীয় বর্বরতার নজির বীরভূমে ৷ ডাইনি সন্দেহে (Suspicion on Witchcraft) এক আদিবাসী দম্পতিকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল গ্রামবাসীদের মধ্যে। ঘটনাটি সাঁইথিয়া থানার আহমেদপুরের নপাড়ার। এই ঘটনায় প্রতিবাদে সরব হয়েছেন আশেপাশের গ্রামের মানুষজন ৷
শুক্রবার ন'পাড়ার বাসিন্দা এক বৃদ্ধ আদিবাসী দম্পতিকে ডাইনি সন্দেহে বেধড়ক মারধর করে গ্রামবাসীরা ৷ গুরুতর জখম অবস্থায় তাঁদের বোলপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয় ৷ গতকাল চিকিৎসারত অবস্থায় তাঁদের মৃত্যু হয় ৷ মৃতদের নাম পাণ্ডু হেমব্রম (62) ও পার্বতী হেমব্রম (52)। তড়িঘড়ি গ্রামের মোড়ল রুবাই বেসরার নেতৃত্বে গ্রামের কয়েকজন মৃতদেহ হাসপাতালের মর্গ থেকে নিয়ে আসে গ্রামে ৷ ওই বৃ্দ্ধ দম্পতির মৃতদেহ ট্রাক্টরে করে শান্তিনিকেতন থানা এলাকার বেনেডাঙা গ্রামের শ্মশানে দাহ করতে নিয়ে যাওয়ার সময় হয় বিপত্তি ৷
আরও পড়ুন: বিংশ শতাব্দীতে এসেও দাদপুরে ডাইনি অপবাদ ঘোচাতে ব্যর্থ দম্পতি
খবর পেয়ে ওই গ্রামের মানুষজন দেহ দাহ করতে বাধা দেয় ৷ প্রতিবাদ করে হেরুকা গ্রামের বাসিন্দারাও ৷ খবর পেয়ে সাঁইথিয়া ও শান্তিনিকেতন থানার পুলিশ যায় ঘটনাস্থলে। আশপাশের গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে, ইতিমধ্যেই গ্রামের মোড়লকে আটক করেছে সাঁইথিয়া থানার পুলিশ। পরে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়ে গ্রামবাসীদের বুঝিয়ে মৃতদেহ দু'টির সৎকার্য করা হয় ৷ উল্লেখ্য, এমন ঘটনা এর আগে বেশ কিছুবার ঘটেছে ৷ তবে, একবিংশ শতাব্দীতে এসেও ডাইনি সন্দেহে দম্পতিকে পিটিয়ে খুন করার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। প্রশাসনের ভূমিকা, সচেতনামূলক প্রচারের অভাব নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও, পুরো ঘটনার তদন্তের উপর নজর রাখছেন বোলপুরের মহকুমা শাসক অয়ন নাথ। ঘটনায় পাশের গ্রামের বাসিন্দারা বলেন, "আমরা দোষীদের শাস্তি চাই ৷ এই যুগেও ডাইনি বলে কিছু আছে নাকি ৷ তাও ডাইনি সন্দেহে পিটিয়ে মেরে দিল। আমরা চাই নপাড়ার দোষীদের শান্তি হোক ৷ সব গ্রামবাসীরা মিলে প্রতিবাদ করব আমরা।"