ETV Bharat / state

Kaushiki Amavasya 2023: কৌশিকী অমাবস্যায় বিশেষ ট্রেন, 16 তারিখ থেকে রামপুরহাট-ছাত্রায় বিঘ্নিত পরিষেবা - Rampurhat Howrah Special Train

আজ কৌশিকী অমাবস্যা ৷ এই পবিত্র দিনে লক্ষ লক্ষ পুণ্যার্থী তারাপীঠে গিয়ে পুজো দেন ৷ তাই ট্রেনে ভিড় হওয়াটা স্বাভাবিক ৷ এই সময় বিশেষ ট্রেন চালু করল পূর্ব রেল ৷

ETV Bharat
কৌশিকী অমাবস্যায় বিশেষ ট্রেন
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 14, 2023, 7:03 AM IST

Updated : Sep 14, 2023, 9:11 AM IST

কৌশিকী অমাবস্যায় বিশেষ ট্রেন চালুর কথা জানালেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র

কলকাতা, 14 সেপ্টেম্বর: কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে ভিড় সামলাতে বিশেষ ট্রেন চালানোর কথা ঘোষণা করেছে পূর্ব রেল ৷ এই অমাবস্যায় পুণ্যার্থীরা তারাপীঠে দেবী দর্শনে যান। আরাধ্য দেবীকে পুজো দেন ৷ আজ, বৃহস্পতিবার থেকে শুরু করে আগামী 15 এবং 16 সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার চালানো চলবে এই বিশেষ ট্রেন ৷ এমনটাই জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র ৷

হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত বিশেষ মেল এবং এক্সপ্রেস ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এই ট্রেনটি হাওড়া থেকে সকাল 5.45 মিনিটে ছেড়ে রামপুরহাট পৌঁছবে সকাল 9.50 মিনিটে ৷ রামপুরহাট থেকে ওই ট্রেনটি যাত্রীদের নিয়ে হাওড়ায় পৌঁছবে দুপুর 3.05 মিনিটে ৷ এই বিশেষ ট্রেনটি শেওড়াফুলি, ব্যান্ডেল, বর্ধমান, গুসকরা, বোলপুর এবং সাঁইথিয়াতেও দাঁড়াবে ৷

অন্যদিকে, 16-22 সেপ্টেম্বর পর্যন্ত হাওড়া ডিভিশনের রামপুরহাট এবং ছাত্রা রেল স্টেশনের মধ্যে রেল লাইনের কাজ চলবে ৷ তাই ওই ছ'দিন ওই রুটের একাধিক ট্রেনের চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ ৷ এছাড়াও একাধিক ট্রেন বাতিল করা হয়েছে বলেও জানানো হয়েছে ৷

বাতিল হওয়া মেমু এবং প্যাসেঞ্জার ট্রেনের তালিকা:

  • 15.09.2023 থেকে 21.09.2023 পর্যন্ত: রামপুরহাট থেকে: 03094
  • 16.09.2023 থেকে 22.09.2023 পর্যন্ত: রামপুরহাট থেকে: 03084
  • কাটোয়া থেকে: 03067 এবং 03083 ৷ আজিমগঞ্জ থেকে: 03093 ও 03068

মেল এবং এক্সপ্রেস ট্রেনগুলির যাত্রা পথ পরিবর্তন করা হয়েছে:

  • 13173 আপ শিয়ালদহ-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (JCO 17, 19, 21 এবং 22.09.2023) / 13174 ডাউন আগরতলা-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (মালদা টাউন এআরআর. 17, 18, 20.20.202023) ৷
  • 13175 আপ শিয়ালদহ-শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (JCO 16, 18 এবং 20.09.2023) / 13176 ডাউন শিলচর-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (মালদা টাউন এআরআর। 16, 19 এবং 21.09.2023) ৷
  • 13153 আপ শিয়ালদহ-মালদা টাউন গৌর এক্সপ্রেস (JCO 16.09.2023 থেকে 22.09.2023) / 13154 ডাউন মালদা টাউন-শিয়ালদহ গৌর এক্সপ্রেস (JCO 16.09.2023 থেকে 22.09.2023) ৷
  • 13161 আপ কলকাতা-বালুরঘাট এক্সপ্রেস (JCO 17.09.2023 থেকে 22.09.2023) / 13162 ডাউন বালুরঘাট-কলকাতা এক্সপ্রেস (মালদা টাউন আরআর. 16, 18, 19, 20 এবং 22.09.2023) ৷
  • 13149 আপ শিয়ালদহ-আলিপুরদুয়ার জং কাঞ্চনকন্যা এক্সপ্রেস (JCO 16.09.2023 থেকে 22.09.2023) / 13150 ডাউন আলিপুরদুয়ার জংশন শিয়ালদহ কাঞ্চনকন্যা এক্সপ্রেস (মালদা টাউন এ আর আর 16.09.2023 থেকে 22.09.2023) ৷
  • 12363 আপ কলকাতা-হলদিবাড়ি এক্সপ্রেস (JCO 16, 19 এবং 21.09.2023) / 12364 ডাউন হলদিবাড়ি-কলকাতা এক্সপ্রেস (মালদা টাউন এআরআর. 17, 20 এবং 22.09.2023) ৷
  • 13159 আপ কলকাতা-জোগবানি এক্সপ্রেস (JCO 18, 20 এবং 22.09.2023) / 13160 ডাউন জোগবানি-কলকাতা এক্সপ্রেস (মালদা টাউন এআরআর। 16, 19 এবং 21.09.2023) ৷
  • 13181 আপ কলকাতা-শিলঘাট টাউন কাজিরাঙ্গা এক্সপ্রেস (JCO 18.09.2023) / 13182 ডাউন শিলঘাট টাউন-কলকাতা কাজিরাঙ্গা এক্সপ্রেস (মালদা টাউন arr. 20.09.2023) ৷
  • 13017 আপ হাওড়া-আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস (JCO 16.09.2023 থেকে 22.09.2023) / 13018 ডাউন আজিমগঞ্জ-হাওড়া গণদেবতা এক্সপ্রেস (JCO 16.09.2023 থেকে 22.09.2023) ৷

আরও পড়ুন: আজ কৌশিকী অমাবস্যা, তারাপীঠে পুণ্যার্থী সমাগম

  • 13027 আপ হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস (JCO 16.09.2023 থেকে 22.09.2023) / 13028 ডাউন আজিমগঞ্জ-হাওড়া কবিগুরু এক্সপ্রেস (JCO 16.09.2023 থেকে 22.09.2023) ৷

কৌশিকী অমাবস্যায় বিশেষ ট্রেন চালুর কথা জানালেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র

কলকাতা, 14 সেপ্টেম্বর: কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে ভিড় সামলাতে বিশেষ ট্রেন চালানোর কথা ঘোষণা করেছে পূর্ব রেল ৷ এই অমাবস্যায় পুণ্যার্থীরা তারাপীঠে দেবী দর্শনে যান। আরাধ্য দেবীকে পুজো দেন ৷ আজ, বৃহস্পতিবার থেকে শুরু করে আগামী 15 এবং 16 সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার চালানো চলবে এই বিশেষ ট্রেন ৷ এমনটাই জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র ৷

হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত বিশেষ মেল এবং এক্সপ্রেস ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এই ট্রেনটি হাওড়া থেকে সকাল 5.45 মিনিটে ছেড়ে রামপুরহাট পৌঁছবে সকাল 9.50 মিনিটে ৷ রামপুরহাট থেকে ওই ট্রেনটি যাত্রীদের নিয়ে হাওড়ায় পৌঁছবে দুপুর 3.05 মিনিটে ৷ এই বিশেষ ট্রেনটি শেওড়াফুলি, ব্যান্ডেল, বর্ধমান, গুসকরা, বোলপুর এবং সাঁইথিয়াতেও দাঁড়াবে ৷

অন্যদিকে, 16-22 সেপ্টেম্বর পর্যন্ত হাওড়া ডিভিশনের রামপুরহাট এবং ছাত্রা রেল স্টেশনের মধ্যে রেল লাইনের কাজ চলবে ৷ তাই ওই ছ'দিন ওই রুটের একাধিক ট্রেনের চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ ৷ এছাড়াও একাধিক ট্রেন বাতিল করা হয়েছে বলেও জানানো হয়েছে ৷

বাতিল হওয়া মেমু এবং প্যাসেঞ্জার ট্রেনের তালিকা:

  • 15.09.2023 থেকে 21.09.2023 পর্যন্ত: রামপুরহাট থেকে: 03094
  • 16.09.2023 থেকে 22.09.2023 পর্যন্ত: রামপুরহাট থেকে: 03084
  • কাটোয়া থেকে: 03067 এবং 03083 ৷ আজিমগঞ্জ থেকে: 03093 ও 03068

মেল এবং এক্সপ্রেস ট্রেনগুলির যাত্রা পথ পরিবর্তন করা হয়েছে:

  • 13173 আপ শিয়ালদহ-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (JCO 17, 19, 21 এবং 22.09.2023) / 13174 ডাউন আগরতলা-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (মালদা টাউন এআরআর. 17, 18, 20.20.202023) ৷
  • 13175 আপ শিয়ালদহ-শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (JCO 16, 18 এবং 20.09.2023) / 13176 ডাউন শিলচর-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (মালদা টাউন এআরআর। 16, 19 এবং 21.09.2023) ৷
  • 13153 আপ শিয়ালদহ-মালদা টাউন গৌর এক্সপ্রেস (JCO 16.09.2023 থেকে 22.09.2023) / 13154 ডাউন মালদা টাউন-শিয়ালদহ গৌর এক্সপ্রেস (JCO 16.09.2023 থেকে 22.09.2023) ৷
  • 13161 আপ কলকাতা-বালুরঘাট এক্সপ্রেস (JCO 17.09.2023 থেকে 22.09.2023) / 13162 ডাউন বালুরঘাট-কলকাতা এক্সপ্রেস (মালদা টাউন আরআর. 16, 18, 19, 20 এবং 22.09.2023) ৷
  • 13149 আপ শিয়ালদহ-আলিপুরদুয়ার জং কাঞ্চনকন্যা এক্সপ্রেস (JCO 16.09.2023 থেকে 22.09.2023) / 13150 ডাউন আলিপুরদুয়ার জংশন শিয়ালদহ কাঞ্চনকন্যা এক্সপ্রেস (মালদা টাউন এ আর আর 16.09.2023 থেকে 22.09.2023) ৷
  • 12363 আপ কলকাতা-হলদিবাড়ি এক্সপ্রেস (JCO 16, 19 এবং 21.09.2023) / 12364 ডাউন হলদিবাড়ি-কলকাতা এক্সপ্রেস (মালদা টাউন এআরআর. 17, 20 এবং 22.09.2023) ৷
  • 13159 আপ কলকাতা-জোগবানি এক্সপ্রেস (JCO 18, 20 এবং 22.09.2023) / 13160 ডাউন জোগবানি-কলকাতা এক্সপ্রেস (মালদা টাউন এআরআর। 16, 19 এবং 21.09.2023) ৷
  • 13181 আপ কলকাতা-শিলঘাট টাউন কাজিরাঙ্গা এক্সপ্রেস (JCO 18.09.2023) / 13182 ডাউন শিলঘাট টাউন-কলকাতা কাজিরাঙ্গা এক্সপ্রেস (মালদা টাউন arr. 20.09.2023) ৷
  • 13017 আপ হাওড়া-আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস (JCO 16.09.2023 থেকে 22.09.2023) / 13018 ডাউন আজিমগঞ্জ-হাওড়া গণদেবতা এক্সপ্রেস (JCO 16.09.2023 থেকে 22.09.2023) ৷

আরও পড়ুন: আজ কৌশিকী অমাবস্যা, তারাপীঠে পুণ্যার্থী সমাগম

  • 13027 আপ হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস (JCO 16.09.2023 থেকে 22.09.2023) / 13028 ডাউন আজিমগঞ্জ-হাওড়া কবিগুরু এক্সপ্রেস (JCO 16.09.2023 থেকে 22.09.2023) ৷
Last Updated : Sep 14, 2023, 9:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.