সিউড়ি, 11 মে : রেশন দুর্নীতি, কৃষিক্ষেত্রে ভর্তুকি সহ একাধিক ইশুতে সরব হল বীরভূমের বাম নেতৃত্ব । বামফ্রন্টের যুব ও কৃষক সংগঠন এবং DYFI-র তরফে আজ জেলার প্রতিটি BDO অফিসে সাত দফা দাবিতে স্মারকলিপি জমা দেওয়া হয় । সামাজিক দূরত্ব বজায় রেখে, হাতে পোস্টার নিয়ে নানা এলাকায় প্রতিবাদে সামিল হন প্রবীণ ও যুব বাম নেতা-কর্মীরা ।
রাজ্যের নানা জেলা থেকে রেশন দুর্নীতি নিয়ে নানা খবর সামনে এসেছে । কোথাও রেশন দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা । কোথাও রেশন ডিলারের বাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখিয়েছে সাধারণ মানুষ । ইতিমধ্যেই রাজ্যের খাদ্য দপ্তরের তরফে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। বহু রেশন ডিলারের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে । এবার সেই ইশুতেই সরব জেলা বাম নেতৃত্ব। নেতা-কর্মীদের দাবি, অবিলম্বে রেশন দুর্নীতি বন্ধ করতে হবে। সাধারণ মানুষকে তার প্রাপ্য রেশন দিতে হবে । রেশন দুর্নীতির পাশাপাশি ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের ফিরিয়ে আনা ও অবিলম্বে 100 দিনের কাজ চালু করার দাবি জানান তাঁরা । কৃষকদের সমস্য়া নিয়েও সরব হন জেলার বাম নেতারা । তাঁদের দাবি, কৃষিক্ষেত্রে ভর্তুকি দিতে হবে। সার, বীজ, বিদ্যুৎ পরিষেবা পর্যাপ্ত পরিমাণে দিতে হবে ৷ পঞ্চায়েতের তরফে বোরো ধান ন্যায্য মূল্যে কিনতে হবে। প্রতিবাদ শেষে আজ সাত দফা দাবিতে একটি স্মারকলিপি জেলার 19 টি BDO অফিসে জমা দেওয়া হয় ৷
প্রসঙ্গত, বীরভূমের একাধিক জায়গায় রেশন দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ এপর্যন্ত আট জন রেশন ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে প্রশাসন।