বোলপুর , 24 অক্টোবর : মাস্ক ছাড়াই সপ্তমীর রাতে বোলপুরের পুজো মণ্ডপগুলিতে জমায়েত চোখ পড়ল । "নো এন্ট্রি" লেখা থাকলেও তাকে উপেক্ষা করে মণ্ডপগুলিতে প্রবেশ করতে দেখা যায় দর্শনার্থীদের । এই বিষয়ে পুজো কমিটিগুলি থেকে শুরু করে পুলিশ প্রশাসনের নজরদারির অভাব স্পষ্ট । কোরোনা সতর্কতার জন্য কলকাতা হাইকোর্ট পুজোমণ্ডপে দর্শনার্থীদের প্রবেশে নিষিদ্ধ করেছে । নো এন্ট্রি জ়োন করা হয়েছে । কিন্তু বোলপুরে সেই নির্দেশ অমান্য করার ছবি ধরা পড়ল ETV ভারতের ক্যামেরায় ।
অন্যদিকে, প্রতিটি পুজোমণ্ডপের সামনে পুলিশ প্রশাসনের তরফে "নো এন্ট্রি" ব্যানার লাগানো রয়েছে । সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই মণ্ডপগুলিতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো । কোরোনা আবহে পুজো করার অনুমতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু পুজো করা হলেও মণ্ডপে নো এন্ট্রি-র নির্দেশ দিয়েছে হাইকোর্ট । কিন্তু, পুজো কমিটিগুলি ও পুলিশ প্রশাসনের নজরদারির অভাবে হাইকোর্টের নির্দেশিকা অমান্য করেই ভিড় দেখা গেল মণ্ডপগুলিতে । তাই পুজোর পরে পরেই কোরোনা ভাইরাসের প্রকোপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।