ETV Bharat / state

কোরোনার কারণে এবার বন্ধ জয়দেব মেলা - Ilambazar

প্রতি বছর মকরসংক্রান্তির দিন ইলামবাজারে অজয় নদের তীরে বসে জয়দেব-কেন্দুলির মেলা। প্রায় 400 বছরের প্রাচীন এই মেলা। কিন্তু, এবার হচ্ছে না জয়দেব মেলা।

due to corona birbhum administration cancel joydev mela
কোরোনার কারণে এবার বন্ধ জয়দেব মেলা, অজয়ে পুণ্যস্নান ও মন্দিরে পুজোয় ছাড়
author img

By

Published : Jan 13, 2021, 6:55 PM IST

জয়দেব, 13 জানুয়ারি : কোরোনা আবহের জন্য এবার হচ্ছে না জয়দেব-কেন্দুলির মেলা। তবে যথারীতি রাধা-বিনোদের মন্দিরে পুজো দিতে ও অজয় নদের জলে পুণ্যস্নান করতে পারবেন ভক্তরা। কোনও দোকান বসতে দেওয়া হয়নি। স্থায়ী অখড়াগুলিকে অনুমতি দেওয়া হয়েছে মাত্র। সেই মতো সমস্ত ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে।

প্রতি বছর মকরসংক্রান্তির দিন ইলামবাজারে অজয় নদের তীরে বসে জয়দেব-কেন্দুলির মেলা। প্রায় 400 বছরের প্রাচীন এই মেলা। কিন্তু, এবার হচ্ছে না জয়দেব মেলা। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে এবার মেলায় কোনও দোকান বসতে দেওয়া হয়নি। তবে যথারীতি ভক্তরা প্রাচীন রাধা-বিনোদের মন্দিরে পুজো দিতে পারবেন। অজয় নদের জলে পুণ্যস্নান করতেও পারবেন ভক্তরা। স্থায়ী প্রায় 100 টি আখড়াকে অনুমতি দেওয়া হয়েছে। অস্থায়ী বা বহিরাগত আখড়াগুলিকে এবার আসার অনুমতি দেওয়া হয়নি।

প্রশাসনের তরফে জানা গিয়েছে, স্নানের জন্য 3 টি ঘাট প্রস্তুত করা হয়েছে৷ অপ্রীতিকর ঘটনা এড়াতে জলে 12 ফুট পর্যন্ত বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। তার বেশি জলে নামতে দেওয়া হবে না৷ নজরদারির জন্য 13 টি ওয়াচ টাওয়ার, 104 টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। নিরাপত্তার জন্য সাদা পোশাকের পুলিশ, মহিলা পুলিশ, সিভিক ভলেন্টিয়ার-সহ মোট 2000 পুলিশ কর্মী মোতায়েন থাকবে।

আরও পড়ুন : বাঁকুড়ায় পৌঁছাল কোভিশিল্ড ভ্যাকসিন

জানা গিয়েছে যে নদীর তীরবর্তী এলাকা পরিচ্ছন্ন রাখতে প্রায় 550 টি অস্থায়ী শৌচাগার তৈরি করা হয়েছে। কোভিডের কথা মাথায় রেখে জেলা প্রশাসনের তরফে ঘোষণা করা হয়েছে প্রত্যেক পুণ্যার্থীর মাস্ক পরা বাধ্যতামূলক। মন্দির থেকে কিছুটা দূরে আইসোলেশন রুম করা হয়েছে। থার্মালস্কানিং-এর ব্যবস্থা থাকছে। তবে এর আগে কোন দিন জয়দেব মেলা বন্ধ থেকেছে বলে কারও জানা নেই।

জয়দেব, 13 জানুয়ারি : কোরোনা আবহের জন্য এবার হচ্ছে না জয়দেব-কেন্দুলির মেলা। তবে যথারীতি রাধা-বিনোদের মন্দিরে পুজো দিতে ও অজয় নদের জলে পুণ্যস্নান করতে পারবেন ভক্তরা। কোনও দোকান বসতে দেওয়া হয়নি। স্থায়ী অখড়াগুলিকে অনুমতি দেওয়া হয়েছে মাত্র। সেই মতো সমস্ত ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে।

প্রতি বছর মকরসংক্রান্তির দিন ইলামবাজারে অজয় নদের তীরে বসে জয়দেব-কেন্দুলির মেলা। প্রায় 400 বছরের প্রাচীন এই মেলা। কিন্তু, এবার হচ্ছে না জয়দেব মেলা। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে এবার মেলায় কোনও দোকান বসতে দেওয়া হয়নি। তবে যথারীতি ভক্তরা প্রাচীন রাধা-বিনোদের মন্দিরে পুজো দিতে পারবেন। অজয় নদের জলে পুণ্যস্নান করতেও পারবেন ভক্তরা। স্থায়ী প্রায় 100 টি আখড়াকে অনুমতি দেওয়া হয়েছে। অস্থায়ী বা বহিরাগত আখড়াগুলিকে এবার আসার অনুমতি দেওয়া হয়নি।

প্রশাসনের তরফে জানা গিয়েছে, স্নানের জন্য 3 টি ঘাট প্রস্তুত করা হয়েছে৷ অপ্রীতিকর ঘটনা এড়াতে জলে 12 ফুট পর্যন্ত বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। তার বেশি জলে নামতে দেওয়া হবে না৷ নজরদারির জন্য 13 টি ওয়াচ টাওয়ার, 104 টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। নিরাপত্তার জন্য সাদা পোশাকের পুলিশ, মহিলা পুলিশ, সিভিক ভলেন্টিয়ার-সহ মোট 2000 পুলিশ কর্মী মোতায়েন থাকবে।

আরও পড়ুন : বাঁকুড়ায় পৌঁছাল কোভিশিল্ড ভ্যাকসিন

জানা গিয়েছে যে নদীর তীরবর্তী এলাকা পরিচ্ছন্ন রাখতে প্রায় 550 টি অস্থায়ী শৌচাগার তৈরি করা হয়েছে। কোভিডের কথা মাথায় রেখে জেলা প্রশাসনের তরফে ঘোষণা করা হয়েছে প্রত্যেক পুণ্যার্থীর মাস্ক পরা বাধ্যতামূলক। মন্দির থেকে কিছুটা দূরে আইসোলেশন রুম করা হয়েছে। থার্মালস্কানিং-এর ব্যবস্থা থাকছে। তবে এর আগে কোন দিন জয়দেব মেলা বন্ধ থেকেছে বলে কারও জানা নেই।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.