বোলপুর, 13 অগস্ট: ফের বিস্ফোরক বোলপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী (Dr Chandra Nath Adhikary on Anubrata Mondal Arrest)। সাংবাদিক বৈঠক করে খোলসা করেন চিকিৎসক।
গরুপাচার মামলায় সিবিআই তলব পাওয়ার পরই অনুব্রত মণ্ডলের বোলপুরের বাড়িতে আসেন চিকিৎসক। বোলপুর মহকুমা হাসপাতালে সুপার বুদ্ধদেব মুর্মুর নির্দেশে চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী অনুব্রতর চিকিৎসা করেন ৷ অনুব্রতর নির্দেশেই বেড রেস্ট লিখে দিতে হয়, এমনই বিস্ফোরক মন্তব্য করেছিলেন ওই চিকিৎসক।
শনিবার তিনি একটি সাংবাদিক বৈঠক করেন তিনি। তাতে তিনি স্পষ্ট জানান, ওই দিন সুপার তাঁকে জানিয়েছিলেন বিকাশ রায়চৌধুরী নির্দেশ দিয়েছেন, তাই অনুব্রতর বাড়িতে চিকিৎসা করতে যান ৷ অর্থাৎ, বীরভূম জেলা সভাধিপতি তথা সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরীই বোলপুর মহকুমা হাসপাতালের সুপারকে ফোন করে অনুব্রত মণ্ডলের বাড়িতে চিকিৎসক পাঠাতে বলেন।
আরও পড়ুন: সাংবাদিক বৈঠক করলেন চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী
এদিন এমনই বিস্ফোরক তথ্য দেন চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী। তিনি বলেন, "সুপার আমাকে বলেন বিকাশ রায়চৌধুরীর কাছ থেকে নির্দেশ এসেছে আপনি যান অনুব্রত মণ্ডলের বাড়িতে ৷ দেখে আসুন কী হয়েছে। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুরোধটা আমার কাছে নির্দেশ। এখন সিবিআই আমাকে প্রশ্ন করলে কী জবাব দেব? তাই আমি সবটা জানাতে এতবার প্রেসমিট করছি।"