ETV Bharat / state

কোয়ারান্টাইন সেন্টারে রোগী স্ক্রিনিং সেরে PPE কিট রাস্তায় ফেললেন ডাক্তাররা - wb_bhrm_01_PPE kit disposed of in road_vis_10006

তারাপীঠের ওই হোটেলটিকে কোয়ারান্টাইন সেন্টার হিসেবে নেওয়া হয়েছিল । ভিন রাজ্য থেকে আসা মানুষদের ওই সেন্টারে রেখে স্ক্রিনিং করা হচ্ছিল । আজ বেলা 10 টা নাগাদ সেন্টারের সামনের রাস্তায় বেশ কয়েকটি PPE কিট রাস্তার উপর পড়ে থাকতে দেখা যায় ।

doctors threw ppe to the roads in tarapith, birbhum
কোয়ারান্টাইন সেন্টারে স্ক্রিনিং করার পর PPE কিট রাস্তায় ফেলে গেল ডাক্তাররা
author img

By

Published : Apr 19, 2020, 7:42 PM IST

তারাপীঠ, 19 এপ্রিল : তারাপীঠের একটি বেসরকারি হোটেলের সামনে আজ সকালে পড়ে থাকতে দেখা যায় PPE কিট ৷ স্থানীয়দের অভিযোগ, ওই PPE কিটগুলি ডাক্তাররা ওই হোটেলের কোয়ারান্টাইন সেন্টার থেকে বেরোনোর সময় রাস্তায় ফেলে দিয়ে গেছেন ৷

তারাপীঠের ওই হোটেলটিকে কোয়ারান্টাইন সেন্টার হিসেবে নেওয়া হয়েছিল । ভিন রাজ্য থেকে আসা মানুষদের ওই সেন্টারে রেখে স্ক্রিনিং করা হচ্ছিল । আজ বেলা 10 টা নাগাদ সেন্টারের সামনের রাস্তায় বেশ কয়েকটি PPE কিট রাস্তার উপর পড়ে থাকতে দেখা যায় । খবর দেওয়া হয় পুলিশে ৷ এরপর খবর পেয়ে ওই সেন্টারে পৌঁছান রামপুরহাট মহকুমা শাসক ও রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক ।

পুলিশ জানিয়েছে, আজ সকালে ভিন রাজ্য থেকে আসা 65 জনকে এই কোয়ারান্টাইন সেন্টারে আনা হয়েছিল । তাঁদের স্ক্রিনিং করার জন্য রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের 5 জন ডাক্তারের টিমকে আনা হয়েছিল । অভিযোগ, ওই ডাক্তাররা 65 জনের মধ্যে 55 জনকে স্ক্রিনিং করেন ৷ তারপর তাদের PPE কিট কোয়ারান্টাইন সেন্টারের সামনে রাস্তার উপর ফেলে চলে যান ।

যদিও এই বিষয়ে ডাক্তারদের বক্তব্য, দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারই তাদেরকে PPE কিটগুলি কোয়ারান্টাইন সেন্টারের সামনে রাস্তার ধারে ফেলতে বলেছিল । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছান রামপুরহাট মহকুমা শাসক ও রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক । খবর দেওয়া হয় রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে সুপারকে । রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে সুপার শর্মিলা মল্লিক বলেন, " আমি খবর পেয়ে এখানে আসি । PPE কিটগুলি রাস্তার ধারে ফেলা উচিত হয়নি ৷ আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি । "

তারাপীঠ, 19 এপ্রিল : তারাপীঠের একটি বেসরকারি হোটেলের সামনে আজ সকালে পড়ে থাকতে দেখা যায় PPE কিট ৷ স্থানীয়দের অভিযোগ, ওই PPE কিটগুলি ডাক্তাররা ওই হোটেলের কোয়ারান্টাইন সেন্টার থেকে বেরোনোর সময় রাস্তায় ফেলে দিয়ে গেছেন ৷

তারাপীঠের ওই হোটেলটিকে কোয়ারান্টাইন সেন্টার হিসেবে নেওয়া হয়েছিল । ভিন রাজ্য থেকে আসা মানুষদের ওই সেন্টারে রেখে স্ক্রিনিং করা হচ্ছিল । আজ বেলা 10 টা নাগাদ সেন্টারের সামনের রাস্তায় বেশ কয়েকটি PPE কিট রাস্তার উপর পড়ে থাকতে দেখা যায় । খবর দেওয়া হয় পুলিশে ৷ এরপর খবর পেয়ে ওই সেন্টারে পৌঁছান রামপুরহাট মহকুমা শাসক ও রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক ।

পুলিশ জানিয়েছে, আজ সকালে ভিন রাজ্য থেকে আসা 65 জনকে এই কোয়ারান্টাইন সেন্টারে আনা হয়েছিল । তাঁদের স্ক্রিনিং করার জন্য রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের 5 জন ডাক্তারের টিমকে আনা হয়েছিল । অভিযোগ, ওই ডাক্তাররা 65 জনের মধ্যে 55 জনকে স্ক্রিনিং করেন ৷ তারপর তাদের PPE কিট কোয়ারান্টাইন সেন্টারের সামনে রাস্তার উপর ফেলে চলে যান ।

যদিও এই বিষয়ে ডাক্তারদের বক্তব্য, দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারই তাদেরকে PPE কিটগুলি কোয়ারান্টাইন সেন্টারের সামনে রাস্তার ধারে ফেলতে বলেছিল । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছান রামপুরহাট মহকুমা শাসক ও রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক । খবর দেওয়া হয় রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে সুপারকে । রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে সুপার শর্মিলা মল্লিক বলেন, " আমি খবর পেয়ে এখানে আসি । PPE কিটগুলি রাস্তার ধারে ফেলা উচিত হয়নি ৷ আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি । "

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.