ETV Bharat / state

1 টাকায় চিকিৎসা, পদ্মশ্রী সম্মান বোলপুরের চিকিৎসককে - Santiniketan

সুশোভন বন্দ্যোপাধ্যায় পদ্মশ্রী সম্মান পেতে চলেছেন খবর ছড়িয়ে পড়তেই খুশিতে মেতে উঠেছে শান্তিনিকেতন ৷ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তরফেও শুভেচ্ছা জানানো হয়েছে তাঁকে ৷

সুশোভন বন্দ্যোপাধ্যায়
সুশোভন বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Jan 25, 2020, 11:49 PM IST

বোলপুর, 25 জানুয়ারি : এ বছর পদ্মশ্রী সম্মান পাচ্ছেন চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায় ৷ তিনি কর্মজীবনের শুরু থেকে মাত্র 1 টাকা ফি-র বিনিময়ে রোগী দেখে আসছেন ৷ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির সদস্যও তিনি ৷

বোলপুরের হরগৌরীতলার বাসিন্দা সুশোভনবাবু ৷ এলাকায় 'এক টাকার চিকিৎসক' হিসেবে জনপ্রিয় ৷ নিজের বাড়ির চেম্বারে রোগী দেখেন । MBBS পাশ করে MFPA ও DCP (ক্লিনিকাল প্যাথলজিতে ডিপ্লোমা) করেছেন ৷ দীর্ঘদিন ধরে বহু বিশিষ্ট ব্যক্তির চিকিৎসা করেছেন সুশোভনবাবু ৷ যাঁদের মধ্যে অন্যতম প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় । প্রণববাবুর পারিবারিক চিকিৎসক ছিলেন তিনি ৷

Sushovan Banerjee
রোগীর চিকিৎসা করছেনসুশোভন বন্দ্যোপাধ্যায়

সুশোভনবাবু পদ্মশ্রী সম্মান পেতে চলেছেন খবর ছড়িয়ে পড়তেই খুশিতে মেতে উঠেছে শান্তিনিকেতন ৷ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তরফেও শুভেচ্ছা জানানো হয়েছে তাঁকে ৷

বোলপুর, 25 জানুয়ারি : এ বছর পদ্মশ্রী সম্মান পাচ্ছেন চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায় ৷ তিনি কর্মজীবনের শুরু থেকে মাত্র 1 টাকা ফি-র বিনিময়ে রোগী দেখে আসছেন ৷ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির সদস্যও তিনি ৷

বোলপুরের হরগৌরীতলার বাসিন্দা সুশোভনবাবু ৷ এলাকায় 'এক টাকার চিকিৎসক' হিসেবে জনপ্রিয় ৷ নিজের বাড়ির চেম্বারে রোগী দেখেন । MBBS পাশ করে MFPA ও DCP (ক্লিনিকাল প্যাথলজিতে ডিপ্লোমা) করেছেন ৷ দীর্ঘদিন ধরে বহু বিশিষ্ট ব্যক্তির চিকিৎসা করেছেন সুশোভনবাবু ৷ যাঁদের মধ্যে অন্যতম প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় । প্রণববাবুর পারিবারিক চিকিৎসক ছিলেন তিনি ৷

Sushovan Banerjee
রোগীর চিকিৎসা করছেনসুশোভন বন্দ্যোপাধ্যায়

সুশোভনবাবু পদ্মশ্রী সম্মান পেতে চলেছেন খবর ছড়িয়ে পড়তেই খুশিতে মেতে উঠেছে শান্তিনিকেতন ৷ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তরফেও শুভেচ্ছা জানানো হয়েছে তাঁকে ৷

Intro:বোলপুর, ২৫ জানুয়ারিঃ পদ্মশ্রী সম্মান পাচ্ছেন বিশ্বভারতীর রাষ্ট্রপতি মনোনীত কর্মসমিতির সদস্য চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়। কর্ম জীবনের শুরু থেকে মাত্র ১ টাকার বিনিময়ে রোগী দেখে আসছেন তিনি।

বোলপুরের হরগৌরীতলার বাসিন্দা চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়। ১ টাকার চিকিৎসক হিসাবে খুবই জনপ্রিয় তিনি। এমবিবিএস পাশ করে এম এফ পি এ, পরে ডিসিপি (ক্লিনিক্যাল প্যাথলজিতে ডিপ্লোমা) করেন তিনি। বহু বিশিষ্ট জনের চিকিৎসা করে আসছেন দীর্ঘদিন ধরে। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের গৃহচিকিৎসক তিনি। নিজের বাড়িতেই রয়েছে চেম্বার। সেখানেই সকাল থেকে লাইন পরে যায় রোগীদের। মাত্র ১ টাকায় চিকিৎসা করেন তিনি। তাই গ্রামের বহু দুঃস্থ মানুষ উপকৃত হন। সম্প্রতি রোগীর আত্মীয়ের হাতে আক্রান্ত হয়ে চিকিৎসা বন্ধ করে দিয়ে আন্দোলনে নেমেছিলেন জুনিয়র চিকিৎসকেরা। তখনও নিজের ব্রত থেকে না সরে চিকিৎসা করে গেছেন তিনি।
দীর্ঘদিন ধরে বিশ্বভারতী সঙ্গে যুক্ত তিনি। বিশ্বভারতীতে রাষ্ট্রপতি মনোনীত কর্মসমিতির সদস্য সুশোভনবাবু। তিনি পদ্মশ্রী সম্মান পেতে চলেছেন খবর ছড়িয়ে পড়তেই খুশির হাওয়া বোলপুর শান্তিনিকেতন এলাকায়। বিশ্বভারতী তরফেও শুভেচ্ছা জানানো হয়েছে।Body:বোলপুর, ২৫ জানুয়ারিঃ পদ্মশ্রী সম্মান পাচ্ছেন বিশ্বভারতীর রাষ্ট্রপতি মনোনীত কর্মসমিতির সদস্য চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়। কর্ম জীবনের শুরু থেকে মাত্র ১ টাকার বিনিময়ে রোগী দেখে আসছেন তিনি।

বোলপুরের হরগৌরীতলার বাসিন্দা চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়। ১ টাকার চিকিৎসক হিসাবে খুবই জনপ্রিয় তিনি। এমবিবিএস পাশ করে এম এফ পি এ, পরে ডিসিপি (ক্লিনিক্যাল প্যাথলজিতে ডিপ্লোমা) করেন তিনি। বহু বিশিষ্ট জনের চিকিৎসা করে আসছেন দীর্ঘদিন ধরে। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের গৃহচিকিৎসক তিনি। নিজের বাড়িতেই রয়েছে চেম্বার। সেখানেই সকাল থেকে লাইন পরে যায় রোগীদের। মাত্র ১ টাকায় চিকিৎসা করেন তিনি। তাই গ্রামের বহু দুঃস্থ মানুষ উপকৃত হন। সম্প্রতি রোগীর আত্মীয়ের হাতে আক্রান্ত হয়ে চিকিৎসা বন্ধ করে দিয়ে আন্দোলনে নেমেছিলেন জুনিয়র চিকিৎসকেরা। তখনও নিজের ব্রত থেকে না সরে চিকিৎসা করে গেছেন তিনি।
দীর্ঘদিন ধরে বিশ্বভারতী সঙ্গে যুক্ত তিনি। বিশ্বভারতীতে রাষ্ট্রপতি মনোনীত কর্মসমিতির সদস্য সুশোভনবাবু। তিনি পদ্মশ্রী সম্মান পেতে চলেছেন খবর ছড়িয়ে পড়তেই খুশির হাওয়া বোলপুর শান্তিনিকেতন এলাকায়। বিশ্বভারতী তরফেও শুভেচ্ছা জানানো হয়েছে।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.