ETV Bharat / state

জয়দেবের বাউল-ফকির-শিল্পীর পরিবারের হাতে ত্রাণ সামগ্রী জেলা পুলিশ সুপারের - জেলা পুলিশ সুপার বীরভূম

দীর্ঘদিন ধরে লকডাউন চলতে থাকায় চরম খাদ্য সংকটে পড়েছেন জয়দেব কেন্দুলি বাউল শিল্পীদের পরিবার । তাঁদের কথা মাথায় রেখে আজ জয়দেব মন্দির সংলগ্ন এলাকায় একটি বিনামূল্যে খোলাবাজার করা হয় । সেখান থেকে প্রায় 250 বাউল শিল্পীর পরিবারের হাতে চাল, ডাল, সবজি, ফল, মুড়ি প্রভৃতি খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় ।

Birbhum
বীরভূম
author img

By

Published : May 6, 2020, 7:07 PM IST

জয়দেব , 6 মে : বাউলের পাগড়ি পরে জয়দেবের প্রায় 250 বাউল শিল্পীদের পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন জেলা পুলিশ সুপার । পুলিশের তরফে আজ জয়দেব কেন্দুলিতে বিনামূল্যে খোলা বাজার করা হয় । সেখান থেকে সামগ্রী বিতরণ করা হয় ।

দেশজুড়ে তৃতীয় দফার লকডাউন চলছে । 17 মে পর্যন্ত চলবে এই লকডাউন । দীর্ঘদিন ধরে লকডাউন চলতে থাকায় চরম খাদ্য সংকটে পড়েছেন জয়দেব কেন্দুলি বাউল শিল্পীদের পরিবার । তাঁদের কথা মাথায় রেখে আজ জয়দেব মন্দির সংলগ্ন এলাকায় একটি বিনামূল্যে খোলাবাজার করা হয় । সেখান থেকে প্রায় 250 বাউল শিল্পীর পরিবারের হাতে চাল, ডাল, সবজি, ফল, মুড়ি প্রভৃতি খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় । পাশাপাশি মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজ়ার দেওয়া হয় । জেলা পুলিশ সুপার শ্যাম সিং , অতিরিক্ত জেলা পুলিশ সুপার (বোলপুর) শিবপ্রসাদ পাত্র , SDPO অভিষেক রায়কে বাউলের পাগড়ি পরিয়ে সম্মান জ্ঞাপন করেন জয়দেব বাউল কমিটি । পাগড়ি পরেই ত্রাণ বিতরণে অংশ নেন পুলিশ আধিকারিকরা ।

জেলা পুলিশ সুপার শ্যাম সিং বলেন , "বাউল শিল্পীদের সংকট অনেকটা বেশি । তাই তাঁদের কথা মাথায় রেখে আমরা এই উদ্যোগ নিয়েছি । কোনও বাউল শিল্পীর পরিবার যাতে অনাহারে দিন না কাটায় , সেই দিকে পুলিশ নজর রাখবে ।"

জয়দেব , 6 মে : বাউলের পাগড়ি পরে জয়দেবের প্রায় 250 বাউল শিল্পীদের পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন জেলা পুলিশ সুপার । পুলিশের তরফে আজ জয়দেব কেন্দুলিতে বিনামূল্যে খোলা বাজার করা হয় । সেখান থেকে সামগ্রী বিতরণ করা হয় ।

দেশজুড়ে তৃতীয় দফার লকডাউন চলছে । 17 মে পর্যন্ত চলবে এই লকডাউন । দীর্ঘদিন ধরে লকডাউন চলতে থাকায় চরম খাদ্য সংকটে পড়েছেন জয়দেব কেন্দুলি বাউল শিল্পীদের পরিবার । তাঁদের কথা মাথায় রেখে আজ জয়দেব মন্দির সংলগ্ন এলাকায় একটি বিনামূল্যে খোলাবাজার করা হয় । সেখান থেকে প্রায় 250 বাউল শিল্পীর পরিবারের হাতে চাল, ডাল, সবজি, ফল, মুড়ি প্রভৃতি খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় । পাশাপাশি মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজ়ার দেওয়া হয় । জেলা পুলিশ সুপার শ্যাম সিং , অতিরিক্ত জেলা পুলিশ সুপার (বোলপুর) শিবপ্রসাদ পাত্র , SDPO অভিষেক রায়কে বাউলের পাগড়ি পরিয়ে সম্মান জ্ঞাপন করেন জয়দেব বাউল কমিটি । পাগড়ি পরেই ত্রাণ বিতরণে অংশ নেন পুলিশ আধিকারিকরা ।

জেলা পুলিশ সুপার শ্যাম সিং বলেন , "বাউল শিল্পীদের সংকট অনেকটা বেশি । তাই তাঁদের কথা মাথায় রেখে আমরা এই উদ্যোগ নিয়েছি । কোনও বাউল শিল্পীর পরিবার যাতে অনাহারে দিন না কাটায় , সেই দিকে পুলিশ নজর রাখবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.