সিউড়ি, 21 জুন : "আমরা রাহু মুক্ত হয়েছি, এতেই খুশি ।" মুকুল রায়ের প্রসঙ্গে একথা বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । এছাড়াও, যে সব বিজেপি নেতা দল ছেড়ে চলে যাচ্ছেন তাঁদের প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "দল যথেষ্ট সম্মান দিয়েছে, যাঁদের পোষাচ্ছে না তাঁরা দল ছেড়ে চলে যাচ্ছেন।"
বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর প্রথমবার বীরভূমে এলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । এদিন সিউড়িতে দলীয় কার্যালয়ে নেতাদের নিয়ে একটি সাংগঠনিক বৈঠক করেন তিনি । বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ । মুকুল রায় প্রসঙ্গে প্রশ্ন করতেই দিলীপ ঘোষ বলেন, "যে লোকটা তৃণমূল শেষ করতে পারেননি, সে বিজেপির মতো সর্বভারতীয় দলকে কীভাবে শেষ করবেন? তাই এসব লোকের কথায় কিছু যায় আসে না । আমরা রাহু মুক্ত হয়েছি, এতেই খুশি ।"
আরও পড়ুন, আয়ারাম গয়ারাম নিয়ে চিন্তিত নয় বিজেপি ; মুকুল স্খলনে মন্তব্য দিলীপের
সদ্য যাঁরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন, তাঁদের প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "যাঁরা ছিলেন তাঁদেরই তো জেলার দায়িত্ব সঁপে দেওয়া হয়েছিল । তাঁদের কি প্রধানমন্ত্রী বানানো হবে ? পার্টি যথেষ্ট গুরুত্ব দিয়েছে । সম্মান দিয়েছে । যাঁদের পোষাচ্ছে না তাঁরা চলে যাচ্ছেন ।"
প্রত্যেক আদিবাসী, তফশিলি মহিলাকে 500 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল সরকার । কিন্তু এখন দেওয়া হচ্ছে না কেন তা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । রাজ্য সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, "প্রতিবার ভোটের আগে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয় ।"