ETV Bharat / state

বোলপুরে ডায়ারিয়ার প্রকোপ, হাসপাতালে ভরতি ২৫ জন - ২৫ hospitalised with Diarrhea

ডায়ারিয়ায় আক্রান্ত বোলপুরের কংকালীতলা গ্রাম পঞ্চায়েতের ধলটেকুরি গ্রাম । ইতিমধ্যে গুরুতর অবস্থায় প্রায় ২৫ জনকে বোলপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে । গ্রামে পাঠানো হয়েছে মেডিকেল টিম । আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ।

বোলপুর হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত ২৫
author img

By

Published : Nov 12, 2019, 3:18 PM IST

বোলপুর, ১২ নভেম্বর : ডায়ারিয়ায় আক্রান্ত বোলপুরের কংকালীতলা গ্রাম পঞ্চায়েতের ধলটেকুরি গ্রাম । অসুস্থ ২৫ জনকে বোলপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে । গ্রামে পাঠানো হয়েছে মেডিকেল টিম । গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়েছে ।

নলকূপের অপরিশ্রুত জল ও পুকুরের জল ব্যবহারের ফলে আদিবাসী অধ্যুষিত এই গ্রামের কিছু মানুষ কয়েক দিন ধরেই পেটের সমস্যায় ভুগছিলেন । গতরাত থেকে এই গ্রামের প্রায় ২৪টি পরিবারের সদস্য ডায়ারিয়ায় আক্রান্ত হন । তার মধ্যে এখনও পর্যন্ত প্রায় ২৫ জনকে বোলপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ।

অন্যদিকে, গ্রামে একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে । ক্যাম্প করে চলছে চিকিৎসা । গ্রামের পুকুরে ইতিমধ্যেই চুন, ফিটকিরি দেওয়া হয়েছে । গ্রামবাসীরা জানান, গ্রামে খাওয়ার জল অপরিশ্রুত । তাই দীর্ঘদিন ধরেই অনেকে পেটের রোগে ভুগছেন । বোলপুর শ্রীনিকেতন ব্লকের BDP শেখর সাঁই বলেন, "গ্রামে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা গিয়েছেন । চলছে চিকিৎসা ।"

বোলপুর, ১২ নভেম্বর : ডায়ারিয়ায় আক্রান্ত বোলপুরের কংকালীতলা গ্রাম পঞ্চায়েতের ধলটেকুরি গ্রাম । অসুস্থ ২৫ জনকে বোলপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে । গ্রামে পাঠানো হয়েছে মেডিকেল টিম । গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়েছে ।

নলকূপের অপরিশ্রুত জল ও পুকুরের জল ব্যবহারের ফলে আদিবাসী অধ্যুষিত এই গ্রামের কিছু মানুষ কয়েক দিন ধরেই পেটের সমস্যায় ভুগছিলেন । গতরাত থেকে এই গ্রামের প্রায় ২৪টি পরিবারের সদস্য ডায়ারিয়ায় আক্রান্ত হন । তার মধ্যে এখনও পর্যন্ত প্রায় ২৫ জনকে বোলপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ।

অন্যদিকে, গ্রামে একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে । ক্যাম্প করে চলছে চিকিৎসা । গ্রামের পুকুরে ইতিমধ্যেই চুন, ফিটকিরি দেওয়া হয়েছে । গ্রামবাসীরা জানান, গ্রামে খাওয়ার জল অপরিশ্রুত । তাই দীর্ঘদিন ধরেই অনেকে পেটের রোগে ভুগছেন । বোলপুর শ্রীনিকেতন ব্লকের BDP শেখর সাঁই বলেন, "গ্রামে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা গিয়েছেন । চলছে চিকিৎসা ।"

Intro:বোলপুর, ১২ নভেম্বরঃ ডায়রিয়ায় আক্রান্ত বোলপুরের কংকালীতলা গ্রাম পঞ্চায়েতের ধলটেকুরি গ্রাম। ইতিমধ্যে গুরুত্বর অবস্থায় প্রায় ২৫ জনকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রামে পাঠানো হয়েছে মেডিক্যাল টিম। গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়েছে।Body:বোলপুর, ১২ নভেম্বরঃ ডায়রিয়ায় আক্রান্ত বোলপুরের কংকালীতলা গ্রাম পঞ্চায়েতের ধলটেকুরি গ্রাম। ইতিমধ্যে গুরুত্বর অবস্থায় প্রায় ২৫ জনকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রামে পাঠানো হয়েছে মেডিক্যাল টিম। গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়েছে।

অপরিশ্রুত নলকূপের জল ও পুকুরের জল ব্যবহারের ফলে গ্রামের কিছু মানুষ কয়েক দিন ধরেই পেটের সমস্যায় ভুগছিলেন। মূলত আদিবাসী অধ্যুষিত এই গ্রাম। সোমবার রাত থেকে এই গ্রামের প্রায় ২৪ টি পরিবারের মানুষজন ডায়রিয়ায় আক্রান্ত। তার মধ্যে এখনও পর্যন্ত প্রায় ২৫ জনকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে, গ্রামে একটি মেডিক্যাল টিম পাঠানো হয়েছে। ক্যাম্প করে চলছে চিকিৎসা। গ্রামের পুকুরে চুন, ফিটকিরি দেওয়া হয়েছে।
গ্রামবাসীরা জানান, গ্রামে খাওয়ার জল অপরিশ্রুত। তাই দীর্ঘ দিন ধরের সকলে পেটের রোগে ভোগেন।
বোলপুর শ্রীনিকেতন ব্লকের বিডিও শেখর সাঁই বলেন, "গ্রামে চিকিৎসক, স্বাস্ব্যকর্মীরা গিয়েছে। চলছে চিকিৎসা।"Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.