ETV Bharat / state

Model Village: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও উন্নয়ন থেকে বঞ্চিত মডেল গ্রাম - মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও উন্নয়ন থেকে বঞ্চিত মডেল গ্রাম

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও শান্তিনিকেতনের সোনাঝুরি জঙ্গল লাগোয়া বল্লভপুরডাঙা গ্রামে বাসিন্দাদের মেলেনি বাংলা আবাস যোজনার বাড়ি, পাচ্ছেন না একশো দিনের কাজের টাকা, বিধবা ভাতা ৷ আক্ষেপের কথা জানান গ্রামবাসীরা (Deprived model village) ৷

Deprived model village news
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও উন্নয়ন থেকে বঞ্চিত মডেল গ্রাম
author img

By

Published : Jun 2, 2022, 5:42 PM IST

শান্তিনিকেতন, 2 জুন : উন্নয়নের 11 বছর । দিকে দিকে পোস্টার-বিজ্ঞাপন ৷ আর এদিকে, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও আদিবাসী অধ্যুষিত 'মডেল' গ্রামের বাসিন্দাদের মেলেনি বাংলা আবাস যোজনার বাড়ি, পাচ্ছেন না একশো দিনের কাজের টাকা, বিধবা ভাতা ৷ শান্তিনিকেতনের সোনাঝুরি জঙ্গল লাগোয়া বল্লভপুরডাঙা গ্রামে দাঁড়িয়ে মানুষজনের অভাব অভিযোগের কথা শুনেছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । গ্রামকে ঢেলে সাজানোর নির্দেশও দিয়েছিলেন তিনি (Deprived model village)। বুধবার আক্ষেপের সঙ্গে সরকারি পরিষেবা থেকে বঞ্চনার কথা জানালেন গ্রামের মানুষজন ।

2020 সালে 29 ডিসেম্বর বীরভূম জেলা সফরে বোলপুরে আসেন আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । 30 ডিসেম্বর হেলিপ্যাডে যাওয়ার আগে শান্তিনিকেতনের সোনাঝুরি জঙ্গল লাগোয়া বল্লভপুরডাঙা আদিবাসী অধ্যুষিত গ্রামে ঢুকে পরেন তিনি ৷ গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন । তাদের অভাব-অভিযোগের কথা শোনেন । এরপর জেলা শাসক-সহ উপস্থিত প্রশাসনিক কর্তাব্যক্তিদের নির্দেশ দেন গ্রামটিকে ঢেলে সাজানোর । এরপরেই রূপপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বল্লভপুরডাঙা আদিবাসী গ্রামটিকে 'মডেল' গ্রাম ঘোষণা করে ঢেলে সাজানো হয় ৷ নির্মাণ করা হয় শৌচালয়, পুকুর ঘাট বাঁধানো, নলকুপ বসানো, রাস্তা সারাই, গৃহ নির্মাণ প্রভৃতি কাজ ।

কিন্তু, গ্রামের মানুষজনের অভিযোগ, মিলছে না একশ দিনের কাজের টাকা । অনেকে বিধবা ভাতা পান না ৷ গ্রামের অনেকেই পাননি বাংলা আবাস যোজনার বাড়ি ৷ মডেল গ্রামে মাটির দেওয়াল, ত্রিপলের চাল বাড়িতে বাস করেন অনেকেই ৷ কারও কারও বাড়ির দেওয়াল ভেঙে পড়ছে, বৃষ্টিতে মাটি গলে যাচ্ছে, তালপাতার চাল ফুটো হয়ে গিয়েছে ৷ 'উন্নয়নের 11 বছর'-এ মডেল গ্রামের দৃশ্যটা এমনই । মুখ্যমন্ত্রীর নির্দেশের দেড় বছর কেটে গেলেও আশ্বাস অনুযায়ী মেলেনি সরকারি পরিষেবা বলে আক্ষেপ আদিবাসী মানুষজনের ।

গ্রামবাসীদের মধ্যে জিতেন হাঁসদা, গীতালি হেমব্রম, তুর্কি মুর্মু, হুপনি হাঁসদা বলেন, "মুখ্যমন্ত্রী এসে অনককিছুই বলে গিয়েছিলেন । কই আজও বাড়ি পাইনি ৷ বিধবা ভাতা পাইনি । একশো দিনের কাজের টাকাও ঢুকছে না অ্যাকাউন্টে ৷ আমরা গরীব মানুষ, ঘরটা হলে ভালই হয় ৷"

উন্নয়ন থেকে বঞ্চিত শান্তিনিকেতনের সোনাঝুরি জঙ্গল লাগোয়া বল্লভপুরডাঙা গ্রাম

আরও পড়ুন : খোয়াইয়ে বেআইনি নির্মাণ করা যাবে না, হাইকোর্টের নির্দেশে খুশি শান্তিনিকেতনবাসী

বোলপুরে বিডিও শেখর সাঁই বলেন, "মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্রামের মানুষজনের আবেদন মত যাবতীয় কাজকর্ম করার সিদ্ধান্ত নিয়েছিলাম । মডেল গ্রাম ঘোষণাও করা হয়েছিল । একশো দিনের কাজের টাকা পুরো রাজ্য জুড়েই বাকি আছে । যাদের তালিকায় নাম ছিল বাড়ি পেয়েছে, বাকিদেরও দেওয়া হবে ৷"

শান্তিনিকেতন, 2 জুন : উন্নয়নের 11 বছর । দিকে দিকে পোস্টার-বিজ্ঞাপন ৷ আর এদিকে, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও আদিবাসী অধ্যুষিত 'মডেল' গ্রামের বাসিন্দাদের মেলেনি বাংলা আবাস যোজনার বাড়ি, পাচ্ছেন না একশো দিনের কাজের টাকা, বিধবা ভাতা ৷ শান্তিনিকেতনের সোনাঝুরি জঙ্গল লাগোয়া বল্লভপুরডাঙা গ্রামে দাঁড়িয়ে মানুষজনের অভাব অভিযোগের কথা শুনেছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । গ্রামকে ঢেলে সাজানোর নির্দেশও দিয়েছিলেন তিনি (Deprived model village)। বুধবার আক্ষেপের সঙ্গে সরকারি পরিষেবা থেকে বঞ্চনার কথা জানালেন গ্রামের মানুষজন ।

2020 সালে 29 ডিসেম্বর বীরভূম জেলা সফরে বোলপুরে আসেন আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । 30 ডিসেম্বর হেলিপ্যাডে যাওয়ার আগে শান্তিনিকেতনের সোনাঝুরি জঙ্গল লাগোয়া বল্লভপুরডাঙা আদিবাসী অধ্যুষিত গ্রামে ঢুকে পরেন তিনি ৷ গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন । তাদের অভাব-অভিযোগের কথা শোনেন । এরপর জেলা শাসক-সহ উপস্থিত প্রশাসনিক কর্তাব্যক্তিদের নির্দেশ দেন গ্রামটিকে ঢেলে সাজানোর । এরপরেই রূপপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বল্লভপুরডাঙা আদিবাসী গ্রামটিকে 'মডেল' গ্রাম ঘোষণা করে ঢেলে সাজানো হয় ৷ নির্মাণ করা হয় শৌচালয়, পুকুর ঘাট বাঁধানো, নলকুপ বসানো, রাস্তা সারাই, গৃহ নির্মাণ প্রভৃতি কাজ ।

কিন্তু, গ্রামের মানুষজনের অভিযোগ, মিলছে না একশ দিনের কাজের টাকা । অনেকে বিধবা ভাতা পান না ৷ গ্রামের অনেকেই পাননি বাংলা আবাস যোজনার বাড়ি ৷ মডেল গ্রামে মাটির দেওয়াল, ত্রিপলের চাল বাড়িতে বাস করেন অনেকেই ৷ কারও কারও বাড়ির দেওয়াল ভেঙে পড়ছে, বৃষ্টিতে মাটি গলে যাচ্ছে, তালপাতার চাল ফুটো হয়ে গিয়েছে ৷ 'উন্নয়নের 11 বছর'-এ মডেল গ্রামের দৃশ্যটা এমনই । মুখ্যমন্ত্রীর নির্দেশের দেড় বছর কেটে গেলেও আশ্বাস অনুযায়ী মেলেনি সরকারি পরিষেবা বলে আক্ষেপ আদিবাসী মানুষজনের ।

গ্রামবাসীদের মধ্যে জিতেন হাঁসদা, গীতালি হেমব্রম, তুর্কি মুর্মু, হুপনি হাঁসদা বলেন, "মুখ্যমন্ত্রী এসে অনককিছুই বলে গিয়েছিলেন । কই আজও বাড়ি পাইনি ৷ বিধবা ভাতা পাইনি । একশো দিনের কাজের টাকাও ঢুকছে না অ্যাকাউন্টে ৷ আমরা গরীব মানুষ, ঘরটা হলে ভালই হয় ৷"

উন্নয়ন থেকে বঞ্চিত শান্তিনিকেতনের সোনাঝুরি জঙ্গল লাগোয়া বল্লভপুরডাঙা গ্রাম

আরও পড়ুন : খোয়াইয়ে বেআইনি নির্মাণ করা যাবে না, হাইকোর্টের নির্দেশে খুশি শান্তিনিকেতনবাসী

বোলপুরে বিডিও শেখর সাঁই বলেন, "মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্রামের মানুষজনের আবেদন মত যাবতীয় কাজকর্ম করার সিদ্ধান্ত নিয়েছিলাম । মডেল গ্রাম ঘোষণাও করা হয়েছিল । একশো দিনের কাজের টাকা পুরো রাজ্য জুড়েই বাকি আছে । যাদের তালিকায় নাম ছিল বাড়ি পেয়েছে, বাকিদেরও দেওয়া হবে ৷"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.