শান্তিনিকেতন, 23 এপ্রিল : উপাচার্যের বাসভবনের গেটের তালা ভেঙে দেহ নিয়ে গিয়ে বিক্ষোভ ছাত্রদের (Visva Bharati Student Death)। বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে এসে মরদেহ দেখতে হবে এবং তাতে মালা দিতে হবে ৷ এই দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা ৷ খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। এই ঘটনায় রাতেই রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে নিরাপত্তা চান উপাচার্য ৷ নিরাপত্তার আশ্বাস দেন রাজ্যপাল ৷ টুইটারে এ কথা জানিয়ে দেন রাজ্যের সাংবিধানিক প্রধান ৷
-
CS response “Sir
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
I have got the information.Have alerted DGP ,DM and SP .Will follow up.
Regards”
">CS response “Sir
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 22, 2022
I have got the information.Have alerted DGP ,DM and SP .Will follow up.
Regards”CS response “Sir
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 22, 2022
I have got the information.Have alerted DGP ,DM and SP .Will follow up.
Regards”
বৃহস্পতিবার সকালে উত্তরশিক্ষা ছাত্রাবাস থেকে উদ্ধার হয় পাঠভবনের দ্বাদশ শ্রেণির ছাত্রের ঝুলন্ত দেহ। খুন করা হয়েছে বলে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃত ছাত্র অসীম দাসের বাবা ৷ ঘটনার পর থেকে উপাচার্য-সহ বিশ্বভারতী কর্তৃপক্ষ পরিবারের সঙ্গে যোগাযোগ করেনি, কোনও রকম সহযোগিতা করেনি বলে অভিযোগ । শুক্রবার ময়নাতদন্তের পরেই উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবনের সামনে ছাত্রের দেহ এনে বিক্ষোভ শুরু হয় ৷ পরে শান্তিনিকেতন থানার সামনেও বিক্ষোভ দেখান মৃত ছাত্রের পরিজনেরা।
আরও পড়ুন : অপেক্ষা ময়নাতদন্তের রিপোর্টের, বিশ্বভারতীর ছাত্র মৃত্যুর ঘটনার তদন্তে সিআইডি
সেখান থেকে উপাসনা গৃহের সামনে নিয়ে যাওয়া হয় দেহ ৷ রাত্রে ফের দেহ উপাচার্যের বাসভবনের সামনে নিয়ে আসা হয় ৷ পড়ুয়ারা বাসভবনের সামনের গেটের তালা ভেঙে মরদেহ উপাচার্যের বাড়ির সামনে নিয়ে যায় ৷ তাঁদের দাবি, উপাচার্যকে বেরিয়ে এসে মৃত ছাত্রের দেহে মালা দিতে হবে ৷