ETV Bharat / state

Visva Bharati Student Death : ছাত্র মৃত্যুর ঘটনায় বিশ্বভারতীতে বিক্ষোভ, উপাচার্যকে নিরাপত্তার আশ্বাস রাজ্যপালের - উপাচার্য বাসভবনে গেটের তালা ভেঙে ছাত্রের মরদেহ এনে বিক্ষোভ বিশ্বভারতীতে

বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাড়ির সামনে দেহ নিয়ে গিয়ে বিক্ষোভ দেখান পড়ুয়ারা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ (Visva Bharati Student Death)৷ এই ঘটনায় রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে নিরাপত্তা চান উপাচার্য ৷

Visva Bharati Student Death
তালা ভেঙে মরদেহ বাড়ির সামনে নিয়ে গিয়ে বিক্ষোভ
author img

By

Published : Apr 23, 2022, 7:36 AM IST

Updated : Apr 23, 2022, 11:23 AM IST

শান্তিনিকেতন, 23 এপ্রিল : উপাচার্যের বাসভবনের গেটের তালা ভেঙে দেহ নিয়ে গিয়ে বিক্ষোভ ছাত্রদের (Visva Bharati Student Death)। বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে এসে মরদেহ দেখতে হবে এবং তাতে মালা দিতে হবে ৷ এই দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা ৷ খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। এই ঘটনায় রাতেই রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে নিরাপত্তা চান উপাচার্য ৷ নিরাপত্তার আশ্বাস দেন রাজ্যপাল ৷ টুইটারে এ কথা জানিয়ে দেন রাজ্যের সাংবিধানিক প্রধান ৷

  • CS response “Sir
    I have got the information.Have alerted DGP ,DM and SP .Will follow up.
    Regards”

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বৃহস্পতিবার সকালে উত্তরশিক্ষা ছাত্রাবাস থেকে উদ্ধার হয় পাঠভবনের দ্বাদশ শ্রেণির ছাত্রের ঝুলন্ত দেহ। খুন করা হয়েছে বলে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃত ছাত্র অসীম দাসের বাবা ৷ ঘটনার পর থেকে উপাচার্য-সহ বিশ্বভারতী কর্তৃপক্ষ পরিবারের সঙ্গে যোগাযোগ করেনি, কোনও রকম সহযোগিতা করেনি বলে অভিযোগ । শুক্রবার ময়নাতদন্তের পরেই উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবনের সামনে ছাত্রের দেহ এনে বিক্ষোভ শুরু হয় ৷ পরে শান্তিনিকেতন থানার সামনেও বিক্ষোভ দেখান মৃত ছাত্রের পরিজনেরা।

তালা ভেঙে মরদেহ বাড়ির সামনে নিয়ে গিয়ে বিক্ষোভ

আরও পড়ুন : অপেক্ষা ময়নাতদন্তের রিপোর্টের, বিশ্বভারতীর ছাত্র মৃত্যুর ঘটনার তদন্তে সিআইডি

সেখান থেকে উপাসনা গৃহের সামনে নিয়ে যাওয়া হয় দেহ ৷ রাত্রে ফের দেহ উপাচার্যের বাসভবনের সামনে নিয়ে আসা হয় ৷ পড়ুয়ারা বাসভবনের সামনের গেটের তালা ভেঙে মরদেহ উপাচার্যের বাড়ির সামনে নিয়ে যায় ৷ তাঁদের দাবি, উপাচার্যকে বেরিয়ে এসে মৃত ছাত্রের দেহে মালা দিতে হবে ৷

শান্তিনিকেতন, 23 এপ্রিল : উপাচার্যের বাসভবনের গেটের তালা ভেঙে দেহ নিয়ে গিয়ে বিক্ষোভ ছাত্রদের (Visva Bharati Student Death)। বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে এসে মরদেহ দেখতে হবে এবং তাতে মালা দিতে হবে ৷ এই দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা ৷ খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। এই ঘটনায় রাতেই রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে নিরাপত্তা চান উপাচার্য ৷ নিরাপত্তার আশ্বাস দেন রাজ্যপাল ৷ টুইটারে এ কথা জানিয়ে দেন রাজ্যের সাংবিধানিক প্রধান ৷

  • CS response “Sir
    I have got the information.Have alerted DGP ,DM and SP .Will follow up.
    Regards”

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বৃহস্পতিবার সকালে উত্তরশিক্ষা ছাত্রাবাস থেকে উদ্ধার হয় পাঠভবনের দ্বাদশ শ্রেণির ছাত্রের ঝুলন্ত দেহ। খুন করা হয়েছে বলে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃত ছাত্র অসীম দাসের বাবা ৷ ঘটনার পর থেকে উপাচার্য-সহ বিশ্বভারতী কর্তৃপক্ষ পরিবারের সঙ্গে যোগাযোগ করেনি, কোনও রকম সহযোগিতা করেনি বলে অভিযোগ । শুক্রবার ময়নাতদন্তের পরেই উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবনের সামনে ছাত্রের দেহ এনে বিক্ষোভ শুরু হয় ৷ পরে শান্তিনিকেতন থানার সামনেও বিক্ষোভ দেখান মৃত ছাত্রের পরিজনেরা।

তালা ভেঙে মরদেহ বাড়ির সামনে নিয়ে গিয়ে বিক্ষোভ

আরও পড়ুন : অপেক্ষা ময়নাতদন্তের রিপোর্টের, বিশ্বভারতীর ছাত্র মৃত্যুর ঘটনার তদন্তে সিআইডি

সেখান থেকে উপাসনা গৃহের সামনে নিয়ে যাওয়া হয় দেহ ৷ রাত্রে ফের দেহ উপাচার্যের বাসভবনের সামনে নিয়ে আসা হয় ৷ পড়ুয়ারা বাসভবনের সামনের গেটের তালা ভেঙে মরদেহ উপাচার্যের বাড়ির সামনে নিয়ে যায় ৷ তাঁদের দাবি, উপাচার্যকে বেরিয়ে এসে মৃত ছাত্রের দেহে মালা দিতে হবে ৷

Last Updated : Apr 23, 2022, 11:23 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.