ETV Bharat / state

New IC in Rampurhat PS : সিবিআই তদন্তের মধ্যেই নতুন আইসি রামপুরহাট থানায় - New IC in Rampurhat PS

বগটুই গণহত্য়ার পরেই সাসপেন্ড হন রামপুরহাট থানার আইসি ত্রিদীপ প্রামাণিক ৷ তাঁর জায়গায় এলেন ডিরেক্টর অফ ইকোনমিক অফেন্সের দায়িত্বপ্রাপ্ত অফিসার দেবাশিস চক্রবর্তী (Debashis Chakraborty becomes the new IC of Rampurhat PS) ।

New IC
নতুন আইসি এল রামপুরহাট থানায়
author img

By

Published : Apr 2, 2022, 6:00 PM IST

রামপুরহাট, 2 এপ্রিল : বগটুই-কাণ্ডে সিবিআই তদন্তের মাঝেই রামপুরহাট থানার আইসি বদল ৷ ঘটনার পরেই সাসপেন্ড হন আইসি ত্রিদীপ প্রামাণিক ৷ তাঁর জায়গাতেই আনা হল দেবাশিস চক্রবর্তীকে । তিনিই ডিরেক্টর অফ ইকোনমি অফেন্স পদে আসীন ছিলেন (Debashis Chakraborty becomes the new IC of Rampurhat PS) ।

বগটুই হত্যাকাণ্ডের দু'দিন পরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বগটুই গ্রামে এসে পুলিশ আধিকারিক সায়ন আহমেদ ও থানার আইসি ত্রিদীপ প্রামাণিককে কাঠগড়ায় তুলে কঠোর শাস্তির কথা বলেছিলেন । তারপরেই তাঁদের সাসপেন্ড করা হয় । সেই শূন্যপদেই দায়িত্ব পেলেন 1994 ব্যাচের ডিরেক্টর অফ ইকোনমিক অফেন্সের দায়িত্বপ্রাপ্ত অফিসার দেবাশিস চক্রবর্তী ।

রামপুরহাট, 2 এপ্রিল : বগটুই-কাণ্ডে সিবিআই তদন্তের মাঝেই রামপুরহাট থানার আইসি বদল ৷ ঘটনার পরেই সাসপেন্ড হন আইসি ত্রিদীপ প্রামাণিক ৷ তাঁর জায়গাতেই আনা হল দেবাশিস চক্রবর্তীকে । তিনিই ডিরেক্টর অফ ইকোনমি অফেন্স পদে আসীন ছিলেন (Debashis Chakraborty becomes the new IC of Rampurhat PS) ।

বগটুই হত্যাকাণ্ডের দু'দিন পরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বগটুই গ্রামে এসে পুলিশ আধিকারিক সায়ন আহমেদ ও থানার আইসি ত্রিদীপ প্রামাণিককে কাঠগড়ায় তুলে কঠোর শাস্তির কথা বলেছিলেন । তারপরেই তাঁদের সাসপেন্ড করা হয় । সেই শূন্যপদেই দায়িত্ব পেলেন 1994 ব্যাচের ডিরেক্টর অফ ইকোনমিক অফেন্সের দায়িত্বপ্রাপ্ত অফিসার দেবাশিস চক্রবর্তী ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.