সিউড়ি, 22 মে : বীরভূমের সিউড়ির নিউ ডাঙালপাড়ার সিংহ পরিবারের চারজন সদস্যের মধ্যে তিনজনকেই কেড়ে নিল করোনা ৷ মৃত্যু হল বাবা, মা ও ছেলের ৷ জীবিত রয়েছেন শুধুমাত্র মেয়ে ৷
পরিবারের কর্তা রামদাস সিংহ (69) ব্যাংকের উঁচু পদে কাজ করতেন ৷ ইদানীং অবসর জীবনযাপন করছিলেন ৷ তাঁর স্ত্রী দীপ্তি সিংহ (60) ছিলেন গৃহবধূ। তাঁদের ছেলে রাজদীপ সিংহ (28) যাদবপুর বিশ্ববিদ্য়ালয় থেকে পিএইচডি করছিলেন ৷ সিংহ দম্পতির মেয়ে পাখি সিংহ সিউড়ির বিদ্যাসাগর কলেজের আংশিক সময়ের অধ্যাপিকা ৷ তিনিও করোনায় আক্রান্ত ৷
স্থানীয় সূত্রে খবর, দু’সপ্তাহ আগে দীপ্তি সিংহের জ্বর আসে ৷ তারপর তাঁর করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে ৷ প্রথমে তাঁকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় ৷ কিন্তু ক্রমাগত অবস্থার অবনতি হওয়ায় দীপ্তিকে রামপুরহাট মেডিক্যাল কলেজের কোভিড কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয় ৷ পরে তাঁকে রামপুরহাট মেডিক্যাল কলেজের আইসিইউতে রাখা হয় ৷
আরও পড়ুন : 13 ঘণ্টার মধ্যে মৃত্য়ু করোনা আক্রান্ত দম্পতি ও পুত্রের
এরপরই পরিবারের আরও তিনজন করোনায় আক্রান্ত হন ৷ তাঁদেরও রামপুরহাট মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় ৷ এরপর গত 13 মে প্রাণ হারান দীপ্তি ৷ গত বৃহস্পতিবার মৃত্য়ু হয় রামদাসের ৷ পরদিন, শুক্রবার প্রাণ যায় ছেলে রাজদীপের ৷
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে রাজদীপের দিদি অনেকটাই সুস্থ ৷ তবে পরিবারের অন্য সদস্যদের মৃত্যুর খবর পেয়ে ভেঙে পড়েছেন তিনি ৷