ETV Bharat / state

Visva Bharati : অনলাইনে পরীক্ষা বয়কট করল আন্দোলনকারীরা, উত্তাল বিশ্বভারতী - Visva Bharati

কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেও অচলাবস্থা কাটল না বিশ্বভারতীতে ৷ অনলাইনে পরীক্ষা বয়কট করে সকাল থেকে ছাত্র আন্দোলনে ফের উত্তাল হয়ে ওঠে বিশ্বভারতী চত্বর (Deadlock Continues in Visva Bharati University) ।

Visva Bharati
নলাইনে পরীক্ষা বয়কট করে সকাল থেকে ছাত্র আন্দোলনে ফের উত্তাল হয়ে ওঠে বিশ্বভারতী চত্বর
author img

By

Published : Mar 11, 2022, 8:37 PM IST

শান্তিনিকেতন, 11 মার্চ : সমস্ত পরীক্ষা বয়কট করে আন্দোলন চলছে বিশ্বভারতীতে ৷ ছাত্রাবাসের কক্ষ বন্টন না করেই পরীক্ষা ঘোষণা করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ । হাইকোর্টের নির্দেশ অমান্য করেছে বলে অভিযোগ তুলে টানা 12 দিন ধরে ছাত্র আন্দোলনে উত্তাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Deadlock Continues in Visva Bharati University) ।

ছাত্রাবাস, ক্যান্টিন খোলা এবং পাঠ্যক্রম শেষ না-হওয়া এই সেমেস্টারে অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবিতে 28 ফেব্রুয়ারি থেকে বিশ্বভারতীতে শুরু হয় ছাত্র আন্দোলন ৷ তারপরেই কলকাতা হাইকোর্ট অবিলম্বে ছাত্রাবাস খোলার নির্দেশ দেয় ৷ যতক্ষণ না ছাত্রাবাস খোলা হবে, ততক্ষণ পরীক্ষাও নেওয়া যাবে না বলে স্পষ্ট করে দেয় আদালত ৷ বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে 6 জন আধিকারিক এবং আন্দোলনকারীদের তরফে দুই প্রতিনিধিকে নিয়ে কমিটি গঠন করে যৌথভাবে ছাত্রাবাস খোলার নির্দেশ দেয় হাইকোর্ট ৷ গোটা বিষয়টির উপর পুলিশ প্রশাসনকে নজর রাখতেও বলা হয় ৷

অচলাবস্থা কাটল না বিশ্বভারতীতে

আরও পড়ুন : ছাত্র প্রতিনিধি ছাড়া হোস্টেল খোলায় বিক্ষোভ বিশ্বভারতীতে

10 ফেব্রুয়ারি ছাত্রদের কমিটিতে না নিয়েই গুটিকতক ছাত্রাবাস খুলেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ । যদিও সেই ছাত্রাবাসের কক্ষ বন্টন করা হয়নি পড়ুয়াদের মধ্যে । আদালতের নির্দেশ অমান্য করেছে বিশ্বভারতী ৷ এই অভিযোগ তুলে এদিন সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন, বিভাগের পঠন-পাঠন বন্ধ করে চলছে বিক্ষোভ । অনলাইনে পরীক্ষা না নিলে পরীক্ষা বয়কটের ডাক দেয় আন্দোলনকারী পড়ুয়ারা ।

শান্তিনিকেতন, 11 মার্চ : সমস্ত পরীক্ষা বয়কট করে আন্দোলন চলছে বিশ্বভারতীতে ৷ ছাত্রাবাসের কক্ষ বন্টন না করেই পরীক্ষা ঘোষণা করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ । হাইকোর্টের নির্দেশ অমান্য করেছে বলে অভিযোগ তুলে টানা 12 দিন ধরে ছাত্র আন্দোলনে উত্তাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Deadlock Continues in Visva Bharati University) ।

ছাত্রাবাস, ক্যান্টিন খোলা এবং পাঠ্যক্রম শেষ না-হওয়া এই সেমেস্টারে অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবিতে 28 ফেব্রুয়ারি থেকে বিশ্বভারতীতে শুরু হয় ছাত্র আন্দোলন ৷ তারপরেই কলকাতা হাইকোর্ট অবিলম্বে ছাত্রাবাস খোলার নির্দেশ দেয় ৷ যতক্ষণ না ছাত্রাবাস খোলা হবে, ততক্ষণ পরীক্ষাও নেওয়া যাবে না বলে স্পষ্ট করে দেয় আদালত ৷ বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে 6 জন আধিকারিক এবং আন্দোলনকারীদের তরফে দুই প্রতিনিধিকে নিয়ে কমিটি গঠন করে যৌথভাবে ছাত্রাবাস খোলার নির্দেশ দেয় হাইকোর্ট ৷ গোটা বিষয়টির উপর পুলিশ প্রশাসনকে নজর রাখতেও বলা হয় ৷

অচলাবস্থা কাটল না বিশ্বভারতীতে

আরও পড়ুন : ছাত্র প্রতিনিধি ছাড়া হোস্টেল খোলায় বিক্ষোভ বিশ্বভারতীতে

10 ফেব্রুয়ারি ছাত্রদের কমিটিতে না নিয়েই গুটিকতক ছাত্রাবাস খুলেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ । যদিও সেই ছাত্রাবাসের কক্ষ বন্টন করা হয়নি পড়ুয়াদের মধ্যে । আদালতের নির্দেশ অমান্য করেছে বিশ্বভারতী ৷ এই অভিযোগ তুলে এদিন সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন, বিভাগের পঠন-পাঠন বন্ধ করে চলছে বিক্ষোভ । অনলাইনে পরীক্ষা না নিলে পরীক্ষা বয়কটের ডাক দেয় আন্দোলনকারী পড়ুয়ারা ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.