ETV Bharat / state

সিউড়িতে ব্যাঙ্ক লুটের চেষ্টা, দুষ্কৃতীদের গুলিতে আহত যুবক - বীরভূম

সাতসকালে জমজমাট ভিড়ের মাঝেই স্থানীয় বেসরকারি ব্যাঙ্কের শাখায় ডাকাতির চেষ্টা চালাল দুষ্কৃতীরা ৷ তবে অ্যালার্ম বেজে উঠলে তারা ব্যাঙ্ক ছেড়ে রাস্তায় বেরিয়ে গুলি ছুড়ে, একজনের বাইক কেড়ে পালিয়ে যায় ৷ আহত একজন ৷ পুলিশ তল্লাশি শুরু করেছে ৷

স্থানীয়দের সঙ্গে কথা বলছেন পুলিশ
স্থানীয়দের সঙ্গে কথা বলছেন পুলিশ
author img

By

Published : Jul 12, 2021, 6:32 PM IST

সিউড়ি, 12 জুলাই : সাতসকালে একটি ফাইনান্স ব্যাঙ্কে ডাকাতির চেষ্টায় বিফল হয়ে হিন্দি সিনেমার কায়দায় গুলি ছুড়তে ছুড়তে বাইক ছিনতাই করে চম্পট দিল এক দল দুষ্কৃতী । ঘটনাটি বীরভূমের ব্যস্ততম সদর সিউড়ি শহরের ভিতর একটি ফাইনান্স ব্যাঙ্কের ৷ তাদের গুলিতে আহত হয়েছেন এক পথচারী । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ।

আরও পড়ুন : ডাইনি অপবাদ দিয়ে সালিশি সভায় মারধর, আতঙ্কে ঘরছাড়া ডেবরার পরিবার

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে সিউড়ির মসজিদ মোড়ের কাছে বেসরকারি ফাইনান্স ব্যাঙ্কের স্থানীয় শাখা খোলার সময় 5-6 জন দুষ্কৃতীর একটি দল ডাকাতির উদ্দেশ্যে হানা দেয় । প্রথমে তারা ব্যাঙ্কের শাখায় ঢুকে নিরাপত্তারক্ষী আর অন্য কর্মীদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে হুমকি দেয় । কিন্তু ব্যাঙ্কের ভল্টের দরজা খোলার সময় অ্যালার্ম বেজে উঠলে দুষ্কৃতীরা বেগতিক বুঝে ব্যাঙ্ক থেকে বেরিয়ে যায় । রাস্তায় এসে এলোপাথাড়ি গুলি ছুড়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় । সেই সময় দুষ্কৃতীদের ছোড়া গুলিতে এক যুবক আহত হন । তিনি এখন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ।

ব্যাঙ্কের নিরাপত্তারক্ষী মিঠুন মণ্ডল জানিয়েছেন, "ব্যাঙ্কের শাখা খোলার সময় এই ঘটনা ঘটে । 5-৬ জন দুষ্কৃতী হানা দেয় । আমাদের মাথায় বন্দুক ঠেকিয়ে আমাদের চুপ থাকতে বলা হয় । তবে তারা বেগতিক বুঝে চম্পট দিতে শুরু করলে আমরা চিৎকার চেঁচামেচি শুরু করি ৷" স্থানীয়রা তাদের ধরার চেষ্টা করলেও কেউ হাতের নাগালে আসেনি বলে জানালেন নিরাপত্তারক্ষী ।

সিউড়িতে সাতসকালে ব্যাঙ্ক লুটের চেষ্টা চালাল দুষ্কৃতীরা

প্রত্যক্ষদর্শীদের মধ্য়ে রাজু দাস বলেন, "সকালে হঠাৎ নিত্য কেবিনের দিক থেকে ফায়ারিংয়ের আওয়াজ আসে ৷" অনেকেই ভেবেছে ইলেকট্রিকের তারে কাক আটকেছে ৷ তার পর যখন তাঁরা ছুটে যান তখন তাঁর কথায়, "দেখি যে, তিনটি ছেলে রিভলবার নিয়ে ফায়ারিং করতে করতে আসছে ৷" আরটি মোড়ের কাছে পাড়ার এক বোনের গাড়ি কাড়তে গেলে তাঁরা বাধা দেন বলে জানালেন রাজু ৷ তার পর দেবু সাধুর দোকানের কাছে মিলন হাজরা নামের একজনের বাইক কেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা ৷ কিন্তু অনেক চেষ্টা করেও ধরতে পারেননি তাঁরা, আক্ষেপের সুরে জানালেন তিনি ৷ আরটি মোড়ের কাছে দুষ্কৃতীরা শূন্যে 3-4টি গুলি ছুড়ে বলে জানালেন প্রত্যক্ষদর্শী ৷

খবর পেয়ে সিউড়ি থানার পুলিশবাহিনী শহরের বিভিন্ন প্রান্তে তল্লাশি শুরু করেছে । পাশাপাশি পুলিশের তরফে স্থানীয় বাসিন্দা এবং ব্যাঙ্কের কর্মীদের সঙ্গে কথা বলা হচ্ছে । তবে সিউড়ির মতো এলাকায় দিনে-দুপুরে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই উত্তেজনা তৈরি হয়েছে ।

সিউড়ি, 12 জুলাই : সাতসকালে একটি ফাইনান্স ব্যাঙ্কে ডাকাতির চেষ্টায় বিফল হয়ে হিন্দি সিনেমার কায়দায় গুলি ছুড়তে ছুড়তে বাইক ছিনতাই করে চম্পট দিল এক দল দুষ্কৃতী । ঘটনাটি বীরভূমের ব্যস্ততম সদর সিউড়ি শহরের ভিতর একটি ফাইনান্স ব্যাঙ্কের ৷ তাদের গুলিতে আহত হয়েছেন এক পথচারী । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ।

আরও পড়ুন : ডাইনি অপবাদ দিয়ে সালিশি সভায় মারধর, আতঙ্কে ঘরছাড়া ডেবরার পরিবার

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে সিউড়ির মসজিদ মোড়ের কাছে বেসরকারি ফাইনান্স ব্যাঙ্কের স্থানীয় শাখা খোলার সময় 5-6 জন দুষ্কৃতীর একটি দল ডাকাতির উদ্দেশ্যে হানা দেয় । প্রথমে তারা ব্যাঙ্কের শাখায় ঢুকে নিরাপত্তারক্ষী আর অন্য কর্মীদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে হুমকি দেয় । কিন্তু ব্যাঙ্কের ভল্টের দরজা খোলার সময় অ্যালার্ম বেজে উঠলে দুষ্কৃতীরা বেগতিক বুঝে ব্যাঙ্ক থেকে বেরিয়ে যায় । রাস্তায় এসে এলোপাথাড়ি গুলি ছুড়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় । সেই সময় দুষ্কৃতীদের ছোড়া গুলিতে এক যুবক আহত হন । তিনি এখন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ।

ব্যাঙ্কের নিরাপত্তারক্ষী মিঠুন মণ্ডল জানিয়েছেন, "ব্যাঙ্কের শাখা খোলার সময় এই ঘটনা ঘটে । 5-৬ জন দুষ্কৃতী হানা দেয় । আমাদের মাথায় বন্দুক ঠেকিয়ে আমাদের চুপ থাকতে বলা হয় । তবে তারা বেগতিক বুঝে চম্পট দিতে শুরু করলে আমরা চিৎকার চেঁচামেচি শুরু করি ৷" স্থানীয়রা তাদের ধরার চেষ্টা করলেও কেউ হাতের নাগালে আসেনি বলে জানালেন নিরাপত্তারক্ষী ।

সিউড়িতে সাতসকালে ব্যাঙ্ক লুটের চেষ্টা চালাল দুষ্কৃতীরা

প্রত্যক্ষদর্শীদের মধ্য়ে রাজু দাস বলেন, "সকালে হঠাৎ নিত্য কেবিনের দিক থেকে ফায়ারিংয়ের আওয়াজ আসে ৷" অনেকেই ভেবেছে ইলেকট্রিকের তারে কাক আটকেছে ৷ তার পর যখন তাঁরা ছুটে যান তখন তাঁর কথায়, "দেখি যে, তিনটি ছেলে রিভলবার নিয়ে ফায়ারিং করতে করতে আসছে ৷" আরটি মোড়ের কাছে পাড়ার এক বোনের গাড়ি কাড়তে গেলে তাঁরা বাধা দেন বলে জানালেন রাজু ৷ তার পর দেবু সাধুর দোকানের কাছে মিলন হাজরা নামের একজনের বাইক কেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা ৷ কিন্তু অনেক চেষ্টা করেও ধরতে পারেননি তাঁরা, আক্ষেপের সুরে জানালেন তিনি ৷ আরটি মোড়ের কাছে দুষ্কৃতীরা শূন্যে 3-4টি গুলি ছুড়ে বলে জানালেন প্রত্যক্ষদর্শী ৷

খবর পেয়ে সিউড়ি থানার পুলিশবাহিনী শহরের বিভিন্ন প্রান্তে তল্লাশি শুরু করেছে । পাশাপাশি পুলিশের তরফে স্থানীয় বাসিন্দা এবং ব্যাঙ্কের কর্মীদের সঙ্গে কথা বলা হচ্ছে । তবে সিউড়ির মতো এলাকায় দিনে-দুপুরে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই উত্তেজনা তৈরি হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.