শান্তিনিকেতন, 19 মার্চ : কোরোনা ভাইরাসের জেরে বন্ধ বিশ্বভারতী, সোনাঝুরি হাট । এতে পর্যটক শূন্য শান্তিনিকেতন । এর জেরে কার্যত রুজি- রুটিতে টান পড়েছে হস্তশিল্পী থেকে শুরু করে টোটো চালক, হোটেল ব্যবসায়ীদের ।
কোরোনা ভাইরাস আতঙ্কে আগেই বন্ধ হয়ে গিয়েছে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী বসন্ত উৎসব । ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে আবির ব্যবসায়ী থেকে শুরু করে হোটেল ব্যবসায়ী, টোটো চালকরা । এরপর বন্ধ হয়ে যায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় । বিশ্বভারতীর রবীন্দ্রভবন, বাংলাদেশ ভবন সংগ্রহশালা, শান্তিনিকেতন গৃহ ও আশ্রম এলাকায় পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয় । জমায়েত এড়াতে বন্ধ করে দেওয়া হয় সোনাঝুরির হাটও । এই সময়টি শান্তিনিকেতনে পর্যটক আসার মরশুম ।
বিশ্বভারতী, সোনাঝুরি হাট টোটো চালকদের রুজি-রুটির অন্যতম ভরসা । কোরোনা ভাইরাসের জেরে সবকিছু বন্ধ থাকায় এক প্রকার পর্যটকশূন্য শান্তিনিকেতন। এমনকী বহিরাগত যাঁরা শান্তিনিকেতনে থাকতেন তাঁরাও চলে গিয়েছেন । এর ফলে সমস্যায় পড়েছে হস্তশিল্পী, ব্যবসায়ী, টোটোচালক, হোটেল ব্যবসায়ীরা ।
সারা বছরই অনেকেই এখানে এসে থাকেন । ফলে জমজমাট থাকে শান্তিনিকেতন । যেকোনও রাজনৈতিক দলের ডাকা বনধেও এমন চেহারা হয় না শান্তিনিকেতনের । টোটো চালকরা জানান, কোরোনা আতঙ্কে পেটে টান পড়ছে । এরকম চলতে থাকলে কী খাব জানা নেই ।