রামপুরহাট, 19 মার্চ : কোরোনা ভাইরাসের সতর্কতা নিয়ে রামপুরহাট পৌরসভায় আলোচনা সভা । আলোচনায় উপস্থিত ছিলেন পৌরপিতা অশ্বিনী তিওয়ারি, উপ পৌরপতি সুকান্ত সরকার ৷ ছিলেন ও সাস্থ্য দপ্তরের আধিকারিকরা ।
গতকালের বৈঠকে সরকারি নির্দেশ অনুযায়ী সমস্ত সতর্কতা মানা হচ্ছে কি না তা খতিয়ে দেখা হয় ৷ সেই সঙ্গে সেগুলি কার্যকর করার জন্যও সমস্ত কাউন্সিলরদের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন পৌরপতি । বৈঠকে কাউন্সিলর-সহ 25 জন যুবককে জরুরি অবস্থার জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাবও দেন তিনি । এই প্রস্তাবে কাউন্সিলরা সম্মতি দেন৷
রামপুরহাট পৌরসভার পৌরপিতা অশ্বিনী তিওয়ারি জানান, "আমার সঙ্গে রামপুরহাট CMOH-এর কথা হয়েছে । কাউন্সিলররা নিজের ওয়ার্ডের 25 জন যুবক ঠিক করলেই আমি তাঁদের ট্রেনিং এর ব্যবস্থা করবো ।" রামপুরহাট 12 ওয়ার্ড কাউন্সিলর জানান, "পৌরপিতা নির্দেশ দিয়েছেন, আমরা তা যথাযথ পালন করব।"