বীরভূম, 14 এপ্রিল : নাক-মুখ ঢাকা দিয়ে রাস্তায় বেরোতে হবে । দিন দুয়েক আগে রাজ্য সরকার এনিয়ে নির্দেশিকা জারি করেছে । পাশাপাশি প্রশাসনের তরফে বারবার সামাজিক দূরত্ব বজায় রাখতে ভিড় এড়িয়ে যেতে বলা হচ্ছে । কিন্তু বীরভূমের বেশ কয়েকটি জায়গায় ধরা পড়ল অন্য ছবি । মাস্ক ছাড়াই রাস্তায় বেরিয়েছেন অনেকেই । বাজারেও একই ছবি। মাস্ক ছাড়াই বাজার করতে দেখা গেল অনেককে ।
আজ বীরভূমের বোলপুর, সাঁইথিয়া, নলহাটি সহ একাধিক এলাকায় যে ছবি ধরা পড়ল, তা আতঙ্ক আরও বাড়িয়ে দেওয়ার মতো । সরকারি নির্দেশিকা আর সামাজিক দূরত্ব বজায়ের বার্তাকে বুড়ো আঙুল দেখিয়েই এদিক ওদিক ঘুরে বেড়াতে দেখা গেল অনেককে । সাঁইথিয়া, নলহাটি এলাকায় অনেককেই মাস্ক ছাড়াই বাইকে ঘুরে বেড়াতে দেখা গেল । বাজারে ক্রেতা-বিক্রেতা কারও মুখেই মাস্ক নেই । কেউই মানছেন না প্রাথমিক স্বাস্থ্যবিধি । গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে চলছে জিনিস কেনা-বেচা ।
ইতিমধ্যেই এলাকার পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করছে । এবিষয়ে স্থানীয়দের একাংশের দাবি, কিছু জায়গায় এখনও সেভাবে তৎপর নয় পুলিশ প্রশাসন । মানুষকে সচেতন করা হচ্ছে ঠিকই । কিন্তু এই সব ক্ষেত্রে কড়া পদক্ষেপ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে । যদিও স্থানীয় প্রশাসন জানাচ্ছে, প্রতিনিয়ত এলাকার মানুষ সচেতন করা হচ্ছে । দু-একটি বিচ্ছিন্ন ঘটনা রয়েছে । সব দিক খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ করা হবে।