ETV Bharat / state

কোরোনা সতর্কতা : কন্ট্রোলরুম খুলে হেল্পলাইন চালু করল বীরভূম পুলিশ - বীরভূম পুলিশ

কোরোনা ভাইরাস নিয়ে গুজব এড়াতে ও সচেতনতা বাড়াতে বীরভূমে খোলা হয়েছে কন্ট্রোল রুম ৷ চালু হেল্পলাইন নম্বর ৷ জানালেন বীরভূম জেলার পুলিশ সুপার শ্যাম সিং ৷

corona
corona
author img

By

Published : Mar 20, 2020, 2:08 PM IST

বোলপুর, 20 মার্চ : কোরোনা ভাইরাস সংক্রান্ত যে কোনও রকম সহযোগিতার জন্য বীরভূম জেলা পুলিশের তরফে খোলা হল কন্ট্রোল রুম । চালু করা হল হেল্পলাইন নম্বর ৷ নম্বরটি হল 760 26 76 777 ও 760 26 7500 ।

কোরোনা ভাইরাস নিয়ে আতঙ্ক ও গুজব বেশি মাত্রায় ছড়াচ্ছে । এবার সেই গুজব রুখতে উদ্যোগ নিল বীরভূম জেলা পুলিশ । জেলা পুলিশের তরফে ইতিমধ্যে লিফলেট বিলি করা হয়েছে ৷ সেখানে অযথা আতঙ্কিত না হওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে ৷ পাশপাশি সচেতন হওয়া, গুজবে কান না দেওয়া ও গুজব না ছড়ানোর উপদেশ দেওয়া হয়েছে । সেই সঙ্গে দৈনন্দিন ব্যবহৃত দ্রব্য বা পণ্য অযথা কিনে মজুত করে রাখে কৃত্রিম সংকট তৈরি না করার ও পরামর্শ দেওয়া হয়েছে ওই লিফলেটে ।

কোরোনা ভাইরাস সংক্রান্ত সহযোগিতারা জন্য পুলিশের তরফে খোলা হল কন্ট্রোল রুম । চালু করা হয়েছে দুটি হেল্পলাইন নম্বর 76 0 26 76 777 ও 76 067 6500 । এই নম্বরে ফোন করে কোরোনা ভাইরাস সংক্রান্ত যে কোনও প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন বা সহযোগিতা চাইতে পারবেন সাধারণ মানুষ । জেলা পুলিশ সুপার শ্যাম সিং জানান, "গুজব এড়াতে ও সচেতনতা বাড়াতে কন্ট্রোল রুম খোলা হয়েছে ও হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে । 24 ঘণ্টা খোলা থাকবে এই হেল্পলাইন নম্বর ৷"

বোলপুর, 20 মার্চ : কোরোনা ভাইরাস সংক্রান্ত যে কোনও রকম সহযোগিতার জন্য বীরভূম জেলা পুলিশের তরফে খোলা হল কন্ট্রোল রুম । চালু করা হল হেল্পলাইন নম্বর ৷ নম্বরটি হল 760 26 76 777 ও 760 26 7500 ।

কোরোনা ভাইরাস নিয়ে আতঙ্ক ও গুজব বেশি মাত্রায় ছড়াচ্ছে । এবার সেই গুজব রুখতে উদ্যোগ নিল বীরভূম জেলা পুলিশ । জেলা পুলিশের তরফে ইতিমধ্যে লিফলেট বিলি করা হয়েছে ৷ সেখানে অযথা আতঙ্কিত না হওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে ৷ পাশপাশি সচেতন হওয়া, গুজবে কান না দেওয়া ও গুজব না ছড়ানোর উপদেশ দেওয়া হয়েছে । সেই সঙ্গে দৈনন্দিন ব্যবহৃত দ্রব্য বা পণ্য অযথা কিনে মজুত করে রাখে কৃত্রিম সংকট তৈরি না করার ও পরামর্শ দেওয়া হয়েছে ওই লিফলেটে ।

কোরোনা ভাইরাস সংক্রান্ত সহযোগিতারা জন্য পুলিশের তরফে খোলা হল কন্ট্রোল রুম । চালু করা হয়েছে দুটি হেল্পলাইন নম্বর 76 0 26 76 777 ও 76 067 6500 । এই নম্বরে ফোন করে কোরোনা ভাইরাস সংক্রান্ত যে কোনও প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন বা সহযোগিতা চাইতে পারবেন সাধারণ মানুষ । জেলা পুলিশ সুপার শ্যাম সিং জানান, "গুজব এড়াতে ও সচেতনতা বাড়াতে কন্ট্রোল রুম খোলা হয়েছে ও হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে । 24 ঘণ্টা খোলা থাকবে এই হেল্পলাইন নম্বর ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.