ETV Bharat / state

কোরোনা আতঙ্কে রামপুরহাট 16 নম্বর ওয়ার্ড বন্ধ করলেন স্থানীয়রা - lockdown update

গতকাল রামপুরহাট শহরের পার্শ্ববর্তী এলাকার বগটুই গ্রামের 18 বছরের এক যুবকের শরীরে কোরোনা সংক্রমণ পাওয়া যায় । এরপর রামপুরহাটে আতঙ্ক ছড়িয়ে পড়ে । বগটুই গ্রামের পাশে কামাখ্যা গ্রামে কাল রাতেই বাঁশ দিয়ে গ্রামে ঢোকার পথ বন্ধ করেন গ্রামবাসীরা ।

rampurhat
rampurhat
author img

By

Published : May 7, 2020, 3:33 PM IST

রামপুরহাট, 7মে : কোরোনা সংক্রমণ আটকাতে রাস্তা বন্ধ করে দিল রামপুরহাটের 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা । অন্য এলাকার কোনও অচেনা ব্যক্তিকে ওয়ার্ডের মধ্যে ঢুকতে দেওয়া হচ্ছে না । পালা করে পাহারা দিচ্ছেন ওয়ার্ডের বেশ কয়েকজন যুবক ।

গতকাল রামপুরহাট শহরের পার্শ্ববর্তী এলাকার বগটুই গ্রামের 18 বছরের এক যুবকের শরীরে কোরোনা সংক্রমণ পাওয়া যায় । এরপর রামপুরহাটে আতঙ্ক ছড়িয়ে পড়ে । বগটুই গ্রামের পাশে কামাখ্যা গ্রামে কাল রাতেই বাঁশ দিয়ে গ্রামে ঢোকার পথ বন্ধ করেন গ্রামবাসীরা । আজ ভোরবেলা রামপুরহাট 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা 16 নম্বর ওয়ার্ডে ঢোকার রাস্তা বাঁশ দিয়ে আটকে দেন ।

16নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের বক্তব্য, “এখান থেকে মাত্র এক কিলোমিটার দূরে বগটুই গ্রাম । মাঝেমধ্যেই ওয়ার্ডের ভিতর গ্রামের যুবকদের ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে । আমরা ওয়ার্ডের বাসিন্দারা সিদ্ধান্ত নিয়ে ওয়ার্ডে ঢোকার পথ বন্ধ করে দিয়েছি ।”

রামপুরহাট 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা রামপুরহাট পৌরসভার উপ-প্রধান সুকান্ত সরকার বলেন, “গতরাতে ওয়ার্ডের বাসিন্দারা আমার কাছে অভিযোগ করেন । আমি বিষয়টি রামপুরহাট মহকুমা শাসককে জানিয়েছি । ওয়ার্ডের বাসিন্দারা সিদ্ধান্ত নিয়ে ওয়ার্ডে ঢোকার পথ বন্ধ করে দেন ।”

রামপুরহাট, 7মে : কোরোনা সংক্রমণ আটকাতে রাস্তা বন্ধ করে দিল রামপুরহাটের 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা । অন্য এলাকার কোনও অচেনা ব্যক্তিকে ওয়ার্ডের মধ্যে ঢুকতে দেওয়া হচ্ছে না । পালা করে পাহারা দিচ্ছেন ওয়ার্ডের বেশ কয়েকজন যুবক ।

গতকাল রামপুরহাট শহরের পার্শ্ববর্তী এলাকার বগটুই গ্রামের 18 বছরের এক যুবকের শরীরে কোরোনা সংক্রমণ পাওয়া যায় । এরপর রামপুরহাটে আতঙ্ক ছড়িয়ে পড়ে । বগটুই গ্রামের পাশে কামাখ্যা গ্রামে কাল রাতেই বাঁশ দিয়ে গ্রামে ঢোকার পথ বন্ধ করেন গ্রামবাসীরা । আজ ভোরবেলা রামপুরহাট 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা 16 নম্বর ওয়ার্ডে ঢোকার রাস্তা বাঁশ দিয়ে আটকে দেন ।

16নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের বক্তব্য, “এখান থেকে মাত্র এক কিলোমিটার দূরে বগটুই গ্রাম । মাঝেমধ্যেই ওয়ার্ডের ভিতর গ্রামের যুবকদের ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে । আমরা ওয়ার্ডের বাসিন্দারা সিদ্ধান্ত নিয়ে ওয়ার্ডে ঢোকার পথ বন্ধ করে দিয়েছি ।”

রামপুরহাট 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা রামপুরহাট পৌরসভার উপ-প্রধান সুকান্ত সরকার বলেন, “গতরাতে ওয়ার্ডের বাসিন্দারা আমার কাছে অভিযোগ করেন । আমি বিষয়টি রামপুরহাট মহকুমা শাসককে জানিয়েছি । ওয়ার্ডের বাসিন্দারা সিদ্ধান্ত নিয়ে ওয়ার্ডে ঢোকার পথ বন্ধ করে দেন ।”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.