ETV Bharat / state

TMC Party Meeting at School: স্কুল ছুটি দিয়ে নানুরে মন্ত্রীর দলীয় সভা ঘিরে বিতর্ক - TMC Party Meeting at School

মন্ত্রীর দলীয় সভা রয়েছে স্কুলে ৷ তার জেরেই সকাল সকাল স্কুল করে ছুটি দেওয়া হয় ৷ ঘটনাটি ঘটেছে নানুরের চারকল গ্রাম উচ্চ বিদ্যালয়ে(TMC Party Meeting at School)৷

nanoor
স্কুল ছুটি দিয়ে নানুরে তৃণমূলের সভা
author img

By

Published : Jul 4, 2022, 8:23 PM IST

নানুর, 4 জুলাই : স্কুল ছুটি দিয়ে সোমবার দলীয় কর্মী সম্মেলন করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ(Controversy for tmc party meeting in Nanoor at school time)। স্কুল চত্বরে সভা রয়েছে বলে পড়ুয়াদের সকালে চলে আসতে বলা হয় ৷ এরপর তাড়াতাড়ি ছুটি দিয়ে শুরু হয় দলীয় সভা ৷ অর্থাৎ, সভার কারণেই একদিনের জন্য স্কুলের সময় বদল করে দেওয়া হয় বলে জানায় পড়ুয়ারা ৷ স্কুলের ছাত্রীদের দিয়েই মন্ত্রী, সাংসদ ও বিধায়কদের বরণ করানো হয় ৷ যা নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে ।

যদিও রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন, "আমি বিষয়টি জানি না ৷ আমি আমন্ত্রিত । যারা আয়োজন করেছে তারা জানবে ।"

আরও পড়ুন : ভোট পরবর্তী হিংসায় অনুব্রত ঘনিষ্ঠ মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে তলব করল সিবিআই

নানুরের চারকল গ্রাম উচ্চ বিদ্যালয়ে সোমবার তৃণমূলের অঞ্চল ভিত্তিক কর্মী সম্মেলনের আয়োজন করা হয় ৷ উপস্থিত ছিলেন, মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বোলপুরের সাংসদ অসিত মাল, নানুরের বিধায়ক বিধান মাঝি-সহ অন্যান্য নেতৃত্ব ৷ স্কুলের মঞ্চেই সভার আয়োজন করা হয় ৷ সভার জন্য স্কুলের সময়ও বদল করে দেওয়া হয় । একদিনের জন্য পড়ুয়াদের সকালে আসতে বলা হয় ৷ যথারীতি সকালে পড়ুয়ারা স্কুলে আসে । সভা শুরুর ঠিক আগে স্কুল ছুটি দিয়ে দেওয়া হয় ৷ স্কুল ছুটি দিয়ে সম্পূর্ণ নিয়ম বহির্ভূত ভাবে স্কুল চত্বরে মন্ত্রীর দলীয় সভা ঘিরে উঠছে বিতর্ক ৷

স্কুল ছুটি দিয়ে নানুরে তৃণমূলের সভা
এই প্রসঙ্গে চারকল গ্রাম উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনীতি ধীবরকে ফোন করা হলে, প্রশ্ন শুনেই তিনি ফোন কেটে দেন । স্কুলের এক ছাত্রীর কথায়, "সভার জন্য আমাদের আজ সকালে আসতে বলা হয়েছিল ৷ একটু আগে ছুটি দিয়ে দিয়েছে ৷ মঙ্গলবার থেকে পরীক্ষা আমাদের ।"

আরও পড়ুন : 'মধু পান করতে দলে দলে তৃণমূলে যোগ দিচ্ছে', ফের বিতর্কে আশিস বন্দ্যোপাধ্যায়

নানুর, 4 জুলাই : স্কুল ছুটি দিয়ে সোমবার দলীয় কর্মী সম্মেলন করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ(Controversy for tmc party meeting in Nanoor at school time)। স্কুল চত্বরে সভা রয়েছে বলে পড়ুয়াদের সকালে চলে আসতে বলা হয় ৷ এরপর তাড়াতাড়ি ছুটি দিয়ে শুরু হয় দলীয় সভা ৷ অর্থাৎ, সভার কারণেই একদিনের জন্য স্কুলের সময় বদল করে দেওয়া হয় বলে জানায় পড়ুয়ারা ৷ স্কুলের ছাত্রীদের দিয়েই মন্ত্রী, সাংসদ ও বিধায়কদের বরণ করানো হয় ৷ যা নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে ।

যদিও রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন, "আমি বিষয়টি জানি না ৷ আমি আমন্ত্রিত । যারা আয়োজন করেছে তারা জানবে ।"

আরও পড়ুন : ভোট পরবর্তী হিংসায় অনুব্রত ঘনিষ্ঠ মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে তলব করল সিবিআই

নানুরের চারকল গ্রাম উচ্চ বিদ্যালয়ে সোমবার তৃণমূলের অঞ্চল ভিত্তিক কর্মী সম্মেলনের আয়োজন করা হয় ৷ উপস্থিত ছিলেন, মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বোলপুরের সাংসদ অসিত মাল, নানুরের বিধায়ক বিধান মাঝি-সহ অন্যান্য নেতৃত্ব ৷ স্কুলের মঞ্চেই সভার আয়োজন করা হয় ৷ সভার জন্য স্কুলের সময়ও বদল করে দেওয়া হয় । একদিনের জন্য পড়ুয়াদের সকালে আসতে বলা হয় ৷ যথারীতি সকালে পড়ুয়ারা স্কুলে আসে । সভা শুরুর ঠিক আগে স্কুল ছুটি দিয়ে দেওয়া হয় ৷ স্কুল ছুটি দিয়ে সম্পূর্ণ নিয়ম বহির্ভূত ভাবে স্কুল চত্বরে মন্ত্রীর দলীয় সভা ঘিরে উঠছে বিতর্ক ৷

স্কুল ছুটি দিয়ে নানুরে তৃণমূলের সভা
এই প্রসঙ্গে চারকল গ্রাম উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনীতি ধীবরকে ফোন করা হলে, প্রশ্ন শুনেই তিনি ফোন কেটে দেন । স্কুলের এক ছাত্রীর কথায়, "সভার জন্য আমাদের আজ সকালে আসতে বলা হয়েছিল ৷ একটু আগে ছুটি দিয়ে দিয়েছে ৷ মঙ্গলবার থেকে পরীক্ষা আমাদের ।"

আরও পড়ুন : 'মধু পান করতে দলে দলে তৃণমূলে যোগ দিচ্ছে', ফের বিতর্কে আশিস বন্দ্যোপাধ্যায়

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.